বিষয়বস্তুতে চলুন

দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: དཔལ་ལྡན་རྒྱལ་མཚནওয়াইলি: dpal ldan rgyal mtshan) (১৬০১-১৬৭৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান ১৬০১ খ্রিষ্টাব্দে ভারতের স্পিটি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছোস-'খোর-র্গ্যাল (ওয়াইলি: chos 'khor rgyal) বৌদ্ধবিহার এবং গ্যুমে মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। শিক্ষা শেষ করে তিনি গ্যুমে মহাবিদ্যালয়ে এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬৫৫ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চল্লিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং সাত বছর এই পদে থাকেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chhosphel, Samten (নভেম্বর ২০১০)। "The Fortieth Ganden Tripa, Pelden Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৬ 
পূর্বসূরী
দ্কোন-ম্ছোগ-ছোস-ব্জাং
দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান
চল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-র্গ্যাল-ম্ত্শান