ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান

ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: ཆོས་ཀྱི་རྒྱལ་མཚནওয়াইলি: chos kyi rgyal mtshan) (১৪০২-১৪৭৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ষষ্ঠ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

প্রথম জীবন[সম্পাদনা]

ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান ১৪০২ খ্রিষ্টাব্দে তিব্বতের লা-স্তোদ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কুন-দ্গা'-ব্ক্রা-শিস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: kun dga' bkra shis dpal bzang) এবং মাতার নাম ছিল বু-'দ্রেন-র্গ্যাল-মো (ওয়াইলি: bu 'dren rgyal mo)। তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তৃতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাংয়ের ভ্রাতা ছিলেন। শৈশবে তিনি য়োংস-'দ্জিন-ম্খাস-গ্রুব (ওয়াইলি: yongs 'dzin mkhas grub) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট শিক্ষাগ্রহণ করেন। এরপর তিনি 'জাম-দ্পাল-র্গ্যা-ম্ত্শো নামক বৌদ্ধ পন্ডিতের নিকটে গুহ্যসমাজতন্ত্র, ছেদ সাধনা, চক্রসম্বর তন্ত্র, দ্গা'-ল্দান-ফ্যাগ-ছেন (ওয়াইলি: dga' ldan phyag chen) নামক দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের মহামুদ্রা ও তার মূলগ্রন্থ স্প্রুল-পা'ই-গ্লেগ্স-বাম-ছেন-মো (ওয়াইলি: sprul pa'i glegs bam chen mo) সম্বন্ধে শিক্ষালাভ করেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

তিনি তিব্বতের গ্ত্সাং অঞ্চলে বা-সো-ল্হুন-গ্রুব-ব্দে-ছেন-দ্গোন (ওয়াইলি: ba so lhun grub bde chen dgon) নামক বৌদ্ধবিহার স্থাপন করেন এবং বা-সো-ছোস-র্জে (ওয়াইলি: ba so chos rje) নামে তিব্বতে পরিচিত হন। ১৪৬৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ষষ্ঠ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধানের পদে নিযুক্ত হন। এই সময় তিনি ঐ বৌদ্ধবিহারের মূল মন্দিরটির আয়তন বৃদ্ধি করেন এবং সাংস-র্গ্যাস-সেংগে-ঙ্গা-রো (ওয়াইলি: sangs rgyas sengge nga ro) নামক মঞ্জুশ্রীর একটি সোনালী চিত্র নির্মাণ করান। তার তিন জন প্রধান শিষ্য ছোস-ক্যি-র্দো-র্জে, দ্পাল-ল্দান-র্দো-র্জে (ওয়াইলি: dpal ldan rdo rje) এবং র্দো-র্জে-দ্পাল-বা (ওয়াইলি: rdo rje dpal ba) তিনজন দোর্জে ভ্রাতা নামে পরিচিত।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (ডিসেম্বর ২০০৯)। "Baso Chokyi Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৯ 

আরো পড়ুন[সম্পাদনা]

  • Willis, Janice D. 1995. Enlightened Beings: Life Stories from the Ganden Oral Tradition. Boston: Wisdom Publications, pp. 48–55.
  • Willis, Janice D. 1985. “Preliminary Remarks on the Nature of rNam-thar: Early dGe-lugs-pa Siddha Biographies.” In Soundings in Tibetan Civilizations. Barbara Aziz and Matthew Kapstein, eds. Delhi: Manohar, pp. 304–319.
পূর্বসূরী
ব্লো-গ্রোস-ছোস-স্ক্যোং
ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
ষষ্ঠ দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-গ্রোস-ব্র্তান-পা
পূর্বসূরী
--
ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
প্রথম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং
উত্তরসূরী
দ্বোন-পো-ল্হা-স্ক্যাব্স