ব্লো-ব্জাং-স্মোন-লাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-স্মোন-লাম (তিব্বতি: བློ་བཟང་སྨོན་ལམওয়াইলি: blo bzang smon lam) (১৭২৯-১৭৯৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বাষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-স্মোন-লাম ১৭২৯ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের প্রো-স্নাং (ওয়াইলি: pro snang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি দ্গা'-ল্দান-'গ্রো-ফান-গ্লিং (ওয়াইলি: dga' ldan 'gro phan gling) বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। সতেরো বছর বয়সে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। এই সময় ব্লো-ব্জাং-দ্রি-মেদ (ওয়াইলি: blo bzang dri med) নামক ছাপ্পান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ব্সাম-গ্তান-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: bsam gtan phun tshogs) নামক ছাপ্পান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) প্রভৃতি বিখ্যাত বৌদ্ধ লামা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। চল্লিশ বছর বয়সে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে ভর্তি তিন বছর ধরে তন্ত্র শিক্ষালাভ করেন। তেতাল্লিশ বছর বয়সে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধান রূপে এবং ১৭৭৬ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৭৮৫ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব লাভ করেন ও সাত বছর এই পদে থাকেন। তার অবসরের পর ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ (ওয়াইলি: blo bzang mkhas mchog) নামক লামা পরবর্তী প্রধান হলেও ছয় মাসের মধ্যে তার মৃত্যু হলে ব্লো-ব্জাং-স্মোন-লাম ১৭৯৩ খ্রিষ্টাব্দে পুনরায় এই পদের দায়িত্ব লাভ করেন ও পরের এক বছর এই পদে থাকেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixty-Second Ganden Tripa, Lobzang Monlam"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৫ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স
ব্লো-ব্জাং-স্মোন-লাম
বাষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ম্খাস-ম্ছোগ