র্দো-র্জে-ব্জাং-পো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

র্দো-র্জে-ব্জাং-পো (তিব্বতি: རྡོ་རྗེ་བཟང་པོওয়াইলি: rdo rje bzang po) (১৪৯১-১৫৫৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সপ্তদশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

র্দো-র্জে-ব্জাং-পো ১৪৯১ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের মি-ন্যাগ নামক স্থানে জন্মগ্রহণ করেন। যৌবনে তিনি মধ্য তিব্বত যাত্রা করে সেরা বিহারে তন্ত্র, সূত্র, কাব্য ও ব্যাকরণ সম্বন্ধে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি সেরা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের সেরা স্মাদ মহাবিদ্যালয়ে এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫৩৯ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সপ্তদশ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং আট বছর ঐ পদে থাকেন। ১৫৪৬ খ্রিষ্টাব্দে তিনি স্ন্যে-থাং নামক স্থানে ব্দে-বা-চান বৌদ্ধবিহারে বসবাস শুরু করেন। ১৫৫৪ খ্রিষ্টাব্দে থে-বো এবং ল্দান-মা নামক দুইটি স্থানের অধিবাসীদের মধ্যে বিবাদের মধ্যস্থতার সময় তার মস্তকে প্রস্তরখন্ডের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Seventeenth Ganden Tripa, Dorje Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০২ 
পূর্বসূরী
ছোস-স্ক্যোং-র্গ্যা-ম্ত্শো
র্দো-র্জে-ব্জাং-পো
সপ্তদশ দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
র্গ্যাল-ম্ত্শান-ব্জাং-পো