ব্যবহারকারী আলাপ:Prince ovy/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

আলাপ পাতা তৈরির দরকার নেই[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। আলাপ পাতা তৈরি করে সময় নষ্ট করিয়েন না, কারণ এটা আমরা বট দিয়ে করতে পারব। এমন কাজগুলি করুন যা বট দ্বারা করা যায় না। যেমন, কোন নিবন্ধের রচনাশৈলী, বাক্য গঠন ঠিক করা ইত্যাদি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৫, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা ঠিক আছে।Prince ovy (আলাপ) ১৫:৪৩, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
[[রাশিয়া|রাশিয়ার]] কে [[রাশিয়া]]র করলেও, [[বাল্টিক সাগর|বাল্টিক সাগরের]] কে [[বাল্টিক সাগর]]ের, [[বাংলাদেশ]]ের করার দরকার নেই। এছাড়া সম্পাদনা সারাংশেও লক্ষ্য রাখুন, আপনি বর্তমানে প্রায় kosmetik (?) লিখছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৩, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা ঠিক আছে,kosmetik এমনি লিখেছি।Prince ovy (আলাপ) ১৬:৩২, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

গণহারে সম্পাদনা?[সম্পাদনা]

সুধী, লক্ষ্য করলাম গণহারে আপনি বিভিন্ন নিবন্ধের File: থেকে চিত্র: দ্বারা প্রতিস্থাপন করতেছেন এটি করার প্রয়োজন নেই। আপনাকে অন্য কোনো সম্পাদনা করার জন্য অনুরোধ রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৫০, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বুলগেরিয়ার রোমা জনগোষ্ঠীর বউ‌ বাজার নিবন্ধ db-nonsense যুক্ত করা বিষয়ক[সম্পাদনা]

নিবন্ধটির যে তথ্য সূত্র গুলো আছে সেখানে বইয়ের পিডিএফ ও পত্রিকার লেখা গুলো পড়ুন।‌‌db-nonsesnse, এতো প্রাথমিক বিবেচনায় দেয়া উচিত নয়।‌‌প্রাথমিক বিবেচনায় এটি ননসেন্স নিবন্ধ বিবেচনা করে ফেলবেন, আগে একটু সব কিছু পড়ে সেন্স তৈরী করে উল্লেখযোগ্যতা ও নিবন্ধের লেখার মান ঐ সেন্স দিয়ে দেখুন। ইতিমধ্যে অনেক নিবন্ধই আমি বাংলায় সর্ব প্রথম লিখেছি এরপর বাকী ভাষায় অনুবাদ হয়েছে। অনুগ্রহ করে সর্ব দিক বিবেচনার পর নিবন্ধ যাচাই করবেন।

Nazrul Islam Nahid Majumder (আলাপ) ১১:৩০, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]

প্রিয় Prince ovy,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

আন্তঃ উইকি যুক্তকরণ[সম্পাদনা]

@Prince ovy আপনি ইংরেজি নিবন্ধ থেকে সম্পাদনা করছেন?? তাহলে সেগুলো আন্তঃ উইকিতে যুক্ত কেন করছেন না? আপনি সাম্প্রতিক কোন নিবন্ধই আন্তঃ উইকিতে যুক্ত করেননি। দয়া করে আন্তঃ উইকিতে যুক্ত করুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:৩৭, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা ঠিক আছে -- Prince ovy (আলাপ) ০৬:৪১, ৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — Meghmollar2017আলাপ১৭:৪২, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ হালনাগাদ (১)[সম্পাদনা]

সুধী, এশীয় মাস উপলক্ষ্যে আপনার জমা দেওয়া ভ্রমণ ফটোগ্রাফি নিবন্ধটি গৃহীত হয়নি। এশীয় মাস প্রতিযোগিতায় মূলত এশিয়া (বাংলাদেশ ও ভারত ব্যতীত) সম্পর্কিত নিবন্ধসমূহই গৃহীত হবে। অনুগ্রহ করে প্রতিযোগিতার নিয়মাবলি অনুসরণ করুন। এবং অবশ্যই হতাশ হবেন না। নতুন হিসেবে আপনার সমস্যা হতে পারে; কিন্তু আমরা একসাথে সেগুলো সমাধানের চেষ্টা করবো। শুভকামনা। — Meghmollar2017আলাপ০৫:১১, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

গণহারে সম্পাদনা[সম্পাদনা]

দয়া করে থামুন। সাম্প্রতিক পরিবর্তন ভেসে যাচ্ছে। ‘আরো’ কিংবা ‘আরও’ কোনোটাই ভুল নয়। বরঞ্চ ‘আরও’ শব্দটি সংগততর। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৫৭, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এছাড়া গণহারে বানান সংশোধনের প্রয়োজন পরলে নিজে না করে কোনো বট পরিচালককে অনুরোধ করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৫৯, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
হুম বুঝতে পেরেছি ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১২:০২, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা উইকিপিডিয়ায় অনেকদিন ধরেই আরো এর পরিবর্তে আরও শব্দটি ব্যবহার করা হচ্ছে। এটা পরিবর্তনের কোন কারণ দেখছি না —শাকিল (আলাপ · অবদান) ১২:০৪, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ও আচ্ছা জানানোর জন্য ধন্যবাদ,আমি বুঝতে পেরেছি -- Prince ovy (আলাপ) ১২:০৫, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি আমার সম্পাদনাটি মুছে দিয়েছেন। এর কারণ জানতে পারি কি? Shinnosuke15 (আলাপ) ১২:৩৩, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলায় লিখুন[সম্পাদনা]

সুধী, উইকিপ্রকল্পের টেমপ্লেট, প্যারামিটার এবং পরিমিতির মানগুলো বাংলায় লিখুন। (উদাহরণ) ইউনিয়নের নিবন্ধগুলোতে উইকিপ্রকল্প বাংলাদেশের ব্যানার লাগাবেন না, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন উপপ্রকল্প যেমন, ঢাকা, ময়মনসিংহ বা যেই বিভাগ প্রযোজ্য হয় সেটা যুক্ত করবেন। আপনার অবদানের জন্য ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০৫:৫৬, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ডেট্রয়েট মেট্রোপলিটান ওয়েন কান্ট্রি বিমানবন্দর সম্পর্কে সম্পাদনা বাতিল[সম্পাদনা]

জনাব, আপনি ডেট্রয়েট মেট্রোপলিটান ওয়েন কান্ট্রি বিমানবন্দর সম্পর্কে আমার একটি সম্পাদনা বাতিল করেছেন। অনুগ্রহ করে বাতিল করার কারণ উল্লেখ করুন। বুকু বুকু (আলাপ) ০৪:৫৪, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@বুকু বুকু: আমি লক্ষ্য করলাম যে আপনি আগের লেখাগুলো (রিরাইট করে লিখেছেন) অর্থাৎ পুনরায় লিখন। সুতরাং পুনরায় লেখার প্রয়োজন নেই আপনি বিষয়বস্তু যুক্ত অথবা নিবন্ধন এর মান উন্নয়নে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ।Prince ovy (আলাপ) ০৫:০০, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ওনি ভূমিকাংশের রচনাশৈলি ও ভাষাগত উন্নয়ন করেছেন। এভাবে নতুনদের সম্পাদনা কারণ উল্লেখ ছাড়া বাতিল করবেন না। -- আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:০৯, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আচ্ছা ধন্যবাদ। Prince ovy (আলাপ) ০৫:১১, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি লক্ষ করে দেখুন নিবন্ধনটি এলোমেলো ভাবে আছে, অর্থাৎ মেশিন ট্রান্সলেশন এর মত। নিবন্ধনের মান উন্নয়ন করতে আমি কিছু লেখা কাট করে যথাযথ জায়গায় পেস্ট করেছি। সেক্ষেত্রে আমার সম্পাদনা রিরাইটের অন্তর্ভুক্ত হলেও বর্ণনার মধ্যে একই বাক্য বারবার লিখিনি। বরং আমি লেখাগুলো সাজিয়েছি। এছাড়াও আপনি লক্ষ্য করে দেখুন আমি কিছু লিঙ্ক সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনি নতুন করে নিরীক্ষণ করে আমার সম্পাদনা আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। বুকু বুকু (আলাপ) ০৫:১২, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ সমস্যা[সম্পাদনা]

লক্ষ্য করুন যে আপনার তৈরি অনেক নিবন্ধে যান্ত্রিক অনুবাদ সমস্যা লক্ষ্য করছি। নিবন্ধের কিছু লাইন ঠিক থাকলেও, বেশিরভাগ লাইন ঠিক থাকছে না। আমার মনে হচ্ছে আপনি বিষয়বস্তু অনুবাদ প্রদত্ত যান্ত্রিক অনুবাদের উপর নির্ভর করছেন ও সেটি যা দিচ্ছে তাই প্রকাশ করছেন, নিবন্ধের প্রতিটি লাইন পড়ে দেখছেন না। একটু নজর দিন। আমি হয়ত ১/২টা নিবন্ধ ঠিক করে দিতে পারি, কিন্তু আমার পক্ষে সব ঠিক করা সম্ভব না। দিনপ্রতি ১টি অনুবাদ করুন, ভালোভাবে করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৪, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান আপনি কি আমার সম্প্রতি করা অনুবাদ এর কথা বলছেন -- Prince ovy (আলাপ) ১৯:৩৬, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, আপনি সম্প্রতি যেসব অনুবাদ করেছেন সেগুলিতে যান্ত্রিক অনুবাদ সমস্যা বিদ্যমান। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৭, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান হু আমি অবগত আছি,আমি একসাথে কিছু নিবন্ধন অনুবাদ করে ঠিক করব ভেবেছিলাম।কারন এই সময়ে খুব বেশি কেউ সক্রিয় থাকে না তাই ভেবেছিলাম টহলকারী তেমন থাকবেন না। তবে আপনি সাহায্য করলে আমার সময় লাঘব হবে।আমি এখন ঠিক করব। ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১৯:৪০, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
একসাথে অনেকগুলি জমিয়ে রাখবেন না, পরে দেখবেন আপনার নিজেরই বিরক্তি এসে যাচ্ছে। হ্যাঁ, নতুন অনুবাদ না ধরে সমস্যাযুক্তগুলি ঠিক করে নিন। নিবন্ধের প্রতিটি লাইন পড়ুন ও তা অর্থ তৈরি করছে কিনা দেখুন ও ঠিক করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৪, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আমার নিবন্ধন গুলো যাচাই করার অনুরোধ করছি,আমি এইবার থেকে একটা একটা করে অনুবাদ করব।আমি ধৈর্য হারিয়ে ফেলেছি। -- Prince ovy (আলাপ) ২০:৫৭, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy প্রিন্স ভাই!! আপনি কিন্তু এখনো যান্ত্রিক অনুবাদ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। আপনার সাম্প্রতিক সম্পাদনাগুলো দেখলাম!! এখনো যান্ত্রিক অনুবাদ রয়েছে। দয়া করে নিবন্ধ প্রকাশ করার পরে যান্ত্রিক অনুবাদগুলো ঠিক করুন। নিবন্ধ যে হুবহু ইংরেজির মত হতে হবে, এমন না। নিবন্ধের লেখা এমন হওয়া উচিৎ, যা পড়ে পাঠক একটা অর্থ বুঝতে পারে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৮:৪৯, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Prodipto Deloar ২/৩ টি নিবন্ধন এ একটু সমস্যা আছে আমি ঠিক করব একটু সময় দিবেন।আর অধিকাংশ নিবন্ধন গুলো আমি Mehediabedin ভাইকে দিয়ে যাচাই করেছি উনি যেগুলোতে সমস্যা মনে করেছেন আমাকে জানিয়েছেন আমি সেগুলো সঠিক করেছি এবং উনি যাচাই করেছেন। তবে আমার একটা অনুরোধ আপনি যাচাই করার সময় যদি যান্ত্রিক অনুবাদ দেখেন প্লিজ সেই নিবন্ধন টা আমার উপপাতায় মুভ করুন আমি পরবর্তীতে সঠিক করে আপনাকে অবগত করব। ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১৮:৫৮, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সর্বশেষ সুযোগ দেওয়া হল[সম্পাদনা]

আমি ও নাহিদ ভাই জানি তুমি কে (বাকি প্রশাসকরাও জানেন)। নাহিদ ভাই তোমাকে আরেকবার সুযোগ দিতে রাজি হয়েছেন, আমারো আপত্তি নেই। এটাই শেষ সুযোগ। এই সুযোগের সৎ ব্যবহার করো ও আগের কাজগুলি (বিভিন্ন উইকিতে যেয়ে লোকদের জ্বালানো, অধিকার চাওয়া, নিজের প্রচার করা, নাহিদ ভাই ও অন্যদের ইমেইল-ফেসবুকে বার্তা দিয়ে জ্বালাতন করা, উইকিমিডিয়া বাংলাদেশসহ অন্যদের কাছে ফোন করা ইত্যাদি ইত্যাদি) আর কর না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৯, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:ভারতীয় ক্যাপটেন.JPG-এর কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

চিত্র কপিরাইট সমস্যা
চিত্র কপিরাইট সমস্যা

চিত্র:ভারতীয় ক্যাপটেন.JPG চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{জিএফডিএল-নিজস্ব}} ট্যাগ লাগিয়ে তা মুক্ত লাইসেন্স মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|নিবন্ধের নাম}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের (সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১১:৩৫, ২৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil সংশোধন করা হয়েছে -- Prince ovy (আলাপ) ১১:৪২, ২৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
এই চিত্রটি ইংরেজি উইকিপিডিয়াও কপিরাইট লঙ্ঘন করেছে। অপেক্ষা করুন সেখানে মূল আপলোডার কি বলেন। —শাকিল (আলাপ · অবদান) ১১:৪৭, ২৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

২১:১৫, ২৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)

সাম্প্রতিক তৈরি নিবন্ধে সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

@Prince ovy সাম্প্রতিক তৈরি নিবন্ধে প্রণেতা যখন ঐ নিবন্ধে কাজ করছেন, তখন ঐ নিবন্ধে কোন সম্পাদনা করবেন না। এটা বিরক্তিকর আর একটা সম্পাদনা দ্বন্দ্ব তৈরি হয়। দয়া করে এই কাজটি আর করবেন না। আপনার করা সম্পাদনায় আমি আজ দুইবার ঝামেলায় পড়ছি। --  কুউ পুলক  ১৬:২৯, ৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক হুম আমি বুঝতে পেরেছিলাম পরে দেখি এটা নতুন নিবন্ধ। তবে আমি দুঃখিত এটা করার জন্য। -- Prince ovy (আলাপ) ১৬:৫০, ৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

২১:৫৯, ৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

২২:২৭, ১৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

পুনর্নির্দেশ[সম্পাদনা]

শুধুমাত্র এই পাতাটি সঠিক https://bn.m.wikipedia.org/wiki/ভি,জে,_সরকারি_উচ্চ_বিদ্যালয় — Fardin Ahmed Shovon (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

২২:০৬, ২০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

টুইংকল[সম্পাদনা]

আপনি যদি মোবাইল দিয়ে কাজ করে থাকেন তাহলে, ইয়াহিয়া ভাইয়ের টুইংকল মোবাইল সাহায্য করবে। দয়া করে দ্রুত ট্যাগ করবেন না এটি দিয়ে, যাচাই করার পর ট্যাগ করবেন। শুভকামনা -- ওহিদ (💬 | 📝) ১২:০০, ২৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমি বুঝতে পারি নাই, আপনার মন্তব্য -- Prince ovy (আলাপ) ১২:১৯, ২৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ আপনি লক্ষ্য করবেন আপনার আগে আমি অপসারণ এর প্রস্তাব দিয়েছিলাম এবং সময়ের পরিক্রমায় পরবর্তী আপনি ও ট্যাগ দিয়েছেন এই কারণে এই রকম হয়েছে। যদিও পরবর্তীতে আপনি সেটা ঠিক করে আপনার ট্যাগ রাখছেন (যদিও এটা কোন সমস্যা নয়) ঠিক এক ই ভাবে আলাপ পাতায় ও এক ই ঘটনা ঘটেছে। এখন এর ভিতর এ আপনার প্রশ্ন টা কি তা আমার কাছে অজানা। -- Prince ovy (আলাপ) ১২:২৪, ২৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
না না, ভাই আপনাকে সেই ব্যপারে কিছু বলিনি। আপনাকে বললাম আপনি মোবাইল সম্পাদনা করে থাকেন তাহলে উক্ত টুইংকলটি আপনাকে সাহায্য করবে (যেমন: ব্যবহারকারীদের স্বাগত জানানো, দ্রুত অপসারণ ট্যাগ আরও সহজ করবে; সেটাই)। বুঝেছি, আগেরটা ভাগ্যবশত দুইজনের একই সাথে হয়ে গেছে। -- ওহিদ (💬 | 📝) ১২:৩০, ২৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ওহ্ ধন্যবাদ । -- Prince ovy (আলাপ) ১২:৩২, ২৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগত জানানো[সম্পাদনা]

০ সম্পাদনা করা ব্যবহারকারীকে স্বাগত জানানোর দরকার নেই। আলোচনা। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০১, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:বিএল কলেজের মসজিদ.jpg-এর জন্য মুক্ত নয় যৌক্তিক ভিত্তি[সম্পাদনা]

চিত্র:বিএল কলেজের মসজিদ.jpg আপলোড করার জন্য বা এতে অবদান রাখার জন্য ধন্যবাদ। আমি লক্ষ্য করেছি ফাইলের পাতায় উল্লেখ করা হয়েছে যে ফাইলটি মুক্ত নয় বিষয়বস্তুর মানদণ্ডের অধীনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানে একটি উপযুক্ত বা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেয়া হয়নি যে কেন ফাইলটির প্রতিটি নির্দিষ্ট ব্যবহার উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য। দয়া করে ফাইলের বিবরণ পাতায় যান, এবং মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা অন্তর্ভুক্ত করতে তা সম্পাদনা করুন।

যদি আপনি আরো মুক্ত নয় মিডিয়া আপলোড করে থাকেন, তাহলে তাদের পরীক্ষণ করতে বিবেচনা করুন যে আপনি ঐ পাতাসমূহে মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা উল্লেখ করেছেন। আপনি "আপনার অবদানে" ক্লিক করে (প্রবেশরত অবস্থান এটি যে কোন পাতার শীর্ষে ডান দিকে পাবেন), এবং তারপর ড্রপডাউন বক্স থেকে "চিত্র" নির্বাচন করে আপনার সম্পাদিত ফাইলের পাতার একটি তালিকা পেতে পারেন। খেয়াল করুন যে মুক্ত নয় চিত্র যাতে ব্যাখ্যার অভাব আছে তাদেরকে ট্যাগ দেয়ার এক সপ্তাহ পর মুছে ফেলা হবে, যেমনটা দ্রুত অপসারণের জন্য বিচারধারায় বর্ণিত আছে। যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞাসা করুন। আপনাকে ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০৫:৫২, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

TheMisterAMA-এর প্রশ্ন (১৫:০৯, ৩ জানুয়ারি ২০২২)[সম্পাদনা]

আসসালামুয়ালাইকুম

ভাই কীভাবে উইকিপিডিয়া'তে নতুন পাতা তৈরি করবো? প্লিজ জানাবেন? --TheMisterAMA (আলাপ) ১৫:০৯, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@TheMisterAMA আপনাকে উইকিপিডিয়া স্বাগতম, প্রথমে ডেস্কটপ মুডে গিয়ে সার্চ অপশানে আপনি যে নামে পাতা তৈরি করতে চান সেই শিরোনাম লিখে সার্চ করুন এরপর সেই শিরোনাম নাম এ পাতা থাকলে সেটা চলে আসবে নয়ত সার্চ ফলাফলে সেই শিরোনাম লাল দেখাবে সেটা ক্লিক করবেন তারপর আপনার পাতাটি তৈরি করতে পারেন অথবা বিশেষ:অনুসন্ধান এ গিয়ে। -- Prince ovy (আলাপ) ১৫:১৬, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে অসংখ্য ধন্যবাদ। -- TheMisterAMA (আলাপ) ১৫:৩৪, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারীর প্রতি আস্থা সংকট[সম্পাদনা]

@আফতাবুজ্জামান এবং NahidSultan: ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। নিরীক্ষক অধিকার আবেদনের এই আলোচনায় ব্যবহারকারীর প্রতি আস্থার সংকট স্পষ্টত প্রতীয়মান। পাশাপাশি এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে ব্যবহারকারী:Prince ovy-এর আগে এক/একাধিক অ্যাকাউন্ট ছিল, যা বর্তমানে বাধাপ্রাপ্ত এবং প্রশাসকগণ সে বিষয়ে স্পষ্টত অবগত। উইকিপিডিয়ার সম্প্রদায় শুধুমাত্র প্রশাসকগণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশাসকগণের সম্পূর্ণ অধিকার রয়েছে, কাউকে দ্বিতীয়বারের মতো সুযোগের জন্য বিবেচনা করার। সম্প্রদায়ের অংশ হিসেবে আমিও ব্যবহারকারীদের দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষপাতী। তবে উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী, সেই সুযোগটি সক অ্যাকাউন্টের নয়, বরং মাস্টার অ্যাকাউন্টের প্রাপ্য। অথবা ন্যূনপক্ষে সক অ্যাকাউন্টের ব্যবহারকারী পাতায় এ বিষয়ের স্বীকারোক্তি থাকা বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। এটি ছাড়া একজন গ্রোথ মেন্টর হিসেবে নতুন উইকিপিডিয়ানদের স্বাগত জানানোর জন্য একজন উপযুক্ত কিনা, সেটা আমরা বুঝতে পারছি না। বিশেষত যখন প্রশাসকগণ নিশ্চিত, ব্যবহারকারী পূর্বে অফলাইনে অন্যদের হেনস্তা করেছেন। আশা করছি, আমার কনসার্ন সম্পর্কে আমি বুঝাতে পেরেছি। — আদিভাইআলাপ১০:১৭, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Prince ovy, আমি বুঝি না তোমাকে বললে শুনো না কেন? এখানে বলেছিলাম কিন্তু পূর্বে যা করেছিলে, উপরের লেখা থেকে তা-ই আবার করছো দেখতে পাচ্ছি। আমি তোমার পক্ষ নিয়ে তোমাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু পূর্বের কাজগুলি যদি আবার করতে থাক, ৩য় বার আমি তোমার পক্ষ নিব না ও নিজেও বার বার লজ্জায় পড়তে চাই না। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:০০, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


০১:২৩, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

১৯:৫৫, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

২১:৩৮, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

উইকিপিডিয়া এশীয় মাস ২০২১[সম্পাদনা]

সুপ্রিয়
Prince ovy
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ৬টি নিবন্ধ লেখায়
আপনাকে এই

দেওয়া হল।

শুভেচ্ছা। ঐশিক রেহমান (আলাপ) ২৩:৩৬, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো -- আলি মুহম্মদ ইদরৃস (আলাপ) ১০:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

১৭:৪২, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

২১:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)


১৯:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

১৯:১২, ২১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

Wikipedia Asian Month 2021 Postcard[সম্পাদনা]

Dear Participants,

Congratulations!

It's Wikipedia Asian Month's honor to have you all participated in Wikipedia Asian Month 2021, the seventh Wikipedia Asian Month. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the Wikipedia Asian Month International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2021. Please kindly fill the form, let the postcard can send to you asap!

This form will be closed at March 15.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2022.02

উইকিপিডিয়ার জন্য গবেষণা গবেষণা[সম্পাদনা]

হ্যালো,

আমি ভারতে অবস্থিত Hureo ব্যবহারকারী গবেষণা কোম্পানির একজন গবেষক। আমরা WMF-এর মাইকেল রিচের সহযোগিতায় বাংলা উইকিতে আইপি সম্পাদনার উপর একটি গবেষণা অধ্যয়ন পরিচালনা করছি।

এই অধ্যয়নের অংশ হিসাবে, আমরা একটি সমীক্ষা বিতরণ করছি যা আপনি যদি আগে না করে থাকেন তবে আপনি পূরণ করতে পারেন৷ আমি আপনাকে সেই লিঙ্কটি আলাদাভাবে পাঠাতে পারি। আইপি সম্পাদনা সম্পর্কে গভীরভাবে বোঝার জন্য আমরা এই সপ্তাহে কিছু সাক্ষাত্কারও পরিচালনা করছি। এগুলি অর্থপ্রদানের ইন্টারভিউ যাতে আপনি আপনার সময় এবং প্রচেষ্টা এবং জ্ঞানের জন্য অর্থ প্রদান করেন। আমি কমিউনিটি ফোরামে পোস্ট করেছি কিন্তু আমি ভেবেছিলাম আমি ব্যক্তিগতভাবে কয়েকজন সদস্যের সাথে যোগাযোগ করব।

আপনি আগ্রহী হলে আমাকে জানান এবং আমি আমাদের সাথে কথা বলার জন্য এই সপ্তাহের জন্য একটি সময় সেট করতে পারি। অধ্যয়ন সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন! এছাড়াও কোন ভুলত্রুটি ক্ষমা করবেন। আমি একজন বাংলা ভাষাভাষী নই এবং এই ইমেলের জন্য একটি অনুবাদ টুল ব্যবহার করেছি। সাক্ষাৎকারটি আপনার পছন্দ অনুযায়ী বাংলা বা ইংরেজিতে নেওয়া হবে।

ধন্যবাদ Jahnavi.Hureo (আলাপ) ০৫:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন পাতা তৈরি করতে সাহায্য করুন Zalal Khan Rony (আলাপ) ২১:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Md Jalal Khan উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন? পাতায় একটি নতুন নিবন্ধ শুরু করার নির্দেশিকা পাবেন -- Prince ovy (আলাপ) ২২:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন পাতা তৈরি বিষয়ে[সম্পাদনা]

আমি যতবারই নতুন কোনো পাতা তৈরি করছি ততবারই সেই পাতা অপসারণ হয়ে যাচ্ছে, হয়তো আমার সম্পাদনায় কোনো ত্রুটি আছে, তাই দয়া করে "চট্টগ্রাম ফলমন্ডী" নামের পাতা টি সম্পুর্ণ ভাবে তৈরি করে দিন Zalal Khan Rony (আলাপ) ০৪:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে উইকিপিডিয়া স্বাগতম, আপনি যে নিবন্ধন তৈরি করতে চাইছেন তা নীতি মালা অনুযায়ী উইকিপিডিয়া গ্ৰহন করবে না।আরো‌ বিষদ ভাবে জানতে উইকিপিডিয়া:নতুন নিবন্ধ শুরুকরণ দেখুন। ধন্যবাদ। আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত। -- Prince ovy (আলাপ) ০৪:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

২৩:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

২১:১৬, ৭ মার্চ ২০২২ (ইউটিসি)

২২:০৮, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)

ধাতু ক্ষয়[সম্পাদনা]

আমার মনে হয় এই পেজটি আগের অবস্থাতেই রকাহা ভালো হবে। বর্তমান পেজটিতে অনেক তথ্য নেই। এর আগে https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF/5751905 এখানে আনলে ভালো হবে। 37.111.232.190 (আলাপ) ১৬:২৭, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

১৬:০১, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)

ট্যাগ যোগ[সম্পাদনা]

আপনি উকমার্স নিবন্ধটি তৈরি হওয়ার ১৪মিনিট পরই {{db-test}} ট্যাগ যোগ করে দ্রুত অপসারণের অনুরোধ করেছেন। ঠিক কী কারণে মনে হলো এটি পরীক্ষামূলক পাতা হিসেবে দ্রুত অপসারণের যোগ্য? আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৫৪, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমি দুঃখিত পরবর্তী আরো সতর্ক হয়ে কাজ করব। ধন্যবাদ -- Prince ovy (আলাপ) ১৯:০০, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

১৯:৫৫, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)


এম আইএ হিন্দু? নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

এম আইএ হিন্দু? নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এম আইএ হিন্দু? পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। –ধর্মমন্ত্রী (আলাপ) ০১:২৭, ২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

২১:০১, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)

তথ্যছক প্রসঙ্গে[সম্পাদনা]

রাধা তথ্যছক সম্পূর্ণ প্রদর্শিত হচ্ছে না। দেয়া করে দেখবেন। Gc Ray (আলাপ) ০৮:৫৪, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Gc Ray ঠিক করেছি কিছু তথ্য সো করছে না আমার মনে হয় টেমপ্লেট এ সমস্যা আছে। ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১১:২৭, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Gc Ray হুম আমি টেমপ্লেট এর ভিতর কিছু তথ্য যুক্ত করেছি কিন্তু সো করছে না, এবং দেখুন কিছুটা পরিবর্তন হয়েছে [৪৫] -- Prince ovy (আলাপ) ১১:৫৯, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাইকে একটু দেখার জন্য অনুরোধ করছি। -- Prince ovy (আলাপ) ১৩:২৬, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy এগুলো তো আগেই সো করছিলো। - Gc Ray
@Gc Ray এবং Prince ovy: টেমপ্লেটটি ঠিক করা হয়েছে, এবার প্রদর্শিত করবে। ওহিদ (আলাপ) ১৩:৫৭, ৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রযুক্তি সংবাদ: 2022-15[সম্পাদনা]

১৯:৪৪, ১১ এপ্রিল ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-16[সম্পাদনা]

২৩:১২, ১৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)


রোলব্যাক ও বিবিধ সমস্যা[সম্পাদনা]

সম্প্রতি লক্ষ্য করলাম আপনি বিভিন্ন আইপি ও অভিজ্ঞ ব্যবহারকারীর সম্পাদনা ভুলভাবে রোলব্যাক করেছেন। দয়া করে রোলব্যাক কখন করতে হয় তা আগে জেনে নিন। এভাবে গণহারে রোলব্যাক করবেন না। উল্লেখ্য, রোলব্যাক অধিকারের অপব্যবহার করলে অধিকারটি বাতিল করা হতে পারে৷ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৩৬, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Riponআমি বুঝতে পেরেছি আমি প্রথমে এইজন্য দুংখিত এটি টেকনোলজি সমস্যা কারনে হয়েছে আমি সবসময় সতর্ক থাকি তবুও এই ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত।আর আমি রোলব্যাক ফিরিয়ে দিয়েছি এই ভুলের জন্য যেগুলো ভুল করে করেছিলাম।ধন্যবাদ -- Prince ovy (আলাপ) ১৫:৪০, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক কোন ধরণের টেকনোলজি সমস্যা! হয়েছিলো একটু বলবেন কি, যাতে ভবিষ্যতে আমরা এইধরনের সমস্যা সৃষ্টি হওয়া থেকে সতর্ক থাকতে পারি —শাকিল (আলাপ · অবদান) ১৬:০২, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
যেহেতু আমি কিছু script ব্যবহার করছিলাম এইজন্য। -- Prince ovy (আলাপ) ১৬:০৪, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি কোন ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করেছেন তা জানতে চাচ্ছি না, তবে লক্ষ্য করলাম আপনি আবার আলাপ পাতার সব তথ্য কোন কারণ ছাড়াই মুছে, ফেরত এনেছেন। এছাড়াও, আপনার উপরোক্ত রোলব্যাকের কারণে অন্য ব্যবহারকারীদের সম্পাদনা দ্বন্ধও হতে পারে যেহেতু আপনি অন্যের উপপাতার সম্পাদনাসহ বাতিল করেছেন। এগুলো কি ইচ্ছাকৃত? দয়া করে সিস্টেমের সাথে খেলা করবেন না। আরেকটা বিষয়, আপনাকে কিছুদিন আগে একটা নিবন্ধের আলাপ পাতায় যান্ত্রিকতা সংশোধনের জন্য বার্তা দিয়েছিলাম, আজকে লক্ষ্য করলাম আপনার বাংলা লেখাতেও রচনাশৈলী এবং ব্যাকরণগত সমস্যা রয়েছে (এই আলোচনায় আপনার প্রথম উত্তর দেখুন)। আশা করছি পরবর্তীতে এসব বিষয়ে সতর্ক থেকে সংশোধনের চেষ্টা করবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৩৩, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon আমি সিষ্টেম নিয়ে খেলা করছি না আমি ফোন দিয়ে উইকিপিডিয়া অবদান রাখি এবং সম্প্রতি আমার ফোন স্লো কাজ করছে আর আপনি যে দ্বন্ধের কথা বলছেন তা script ব্যবহার করার কারণে এইরকম হয়েছিল এইজন্য আমি প্রথমেই দুংখপ্রকাশ‌ করেছি আপনি যে নিবন্ধন দেখেছেন ঐ গুলো কাজ চলছে দেওয়া আছে তাই সেইগুলো সঠিক করার জন্য একটু সময় দিবেন।আমি আমার আলাপ পাতায় তথ্য সংগ্ৰহশালায় দিতে গিয়ে এইরকম সমস্যা হয়েছে পরবর্তীতে আমি ঠিক করেছি, -- Prince ovy (আলাপ) ১৬:৫০, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় প্রিন্স অভি, আমার উপপাতায় আপনার রোলব্যাক দেখে ধারণা করেছিলাম এটি সম্ভবত ভুলবশত হয়েছে। উল্লেখ্য এতে সম্পাদনা দ্বন্দ্বও হয়েছে, কারণ আমার উপপাতায় আমি তখন সক্রিয় ছিলাম। আপনার আলাপ পাতায় এসে দেখছি সম্পূর্ণ ভিন্ন কাহিনি। আপনি স্বল্প সময়ের ব্যবধানে অন্তত ছয়টি সম্পাদনা রোলব্যাক করেছেন, যার কোনো প্রয়োজন ছিল না। এটি নিঃসন্দেহে অধিকারের অপপ্রয়োগ। এখন এর পেছনে স্ক্রিপ্ট থাকলেও এর দায়ভার সম্পূর্ণ আপনার। আপনাকে একটি অধিকার দেওয়া হয়েছে এবং আপনি সেটি স্ক্রিপ্ট পরীক্ষার মতো পরীক্ষামূলক কাজে ব্যবহার করছেন। এটি খুবই দুঃখজনক। শুধু এটুকুই আপনার রোলব্যাক অধিকার কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। — আদিভাইআলাপ১৮:০৬, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপ্রকল্প হিন্দুধর্ম[সম্পাদনা]

উইকিপিডিয়া:উইকিপ্রকল্প হিন্দুধর্ম/নিবন্ধন পাতাটি উইকিপিডিয়া:উইকিপ্রকল্প হিন্দুধর্ম/নিবন্ধ নামে স্থানান্তর করুন। এটাই সঠিক বানান। মেহেদী আবেদীন ১২:১৭, ২১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক[সম্পাদনা]

আবিষ্কৃত শুদ্ধ বানান। আবিস্কৃত নয়। Ppt2003 (আলাপ) ১৬:৪৭, ২২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Ppt2003এটা কোথায় ঘটেছে যদি একটু বলতেন -- Prince ovy (আলাপ) ০৩:৫৬, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপ্রকল্প হিন্দুধর্ম/সহায়তা[সম্পাদনা]

এই পাতাটির উদ্দেশ্য কেবল উইকিপ্রকল্প হিন্দুধর্ম সম্পর্কিত সহায়তা প্রদান করা। অন্যান্য মৌলিক বিষয়ে সহায়তার জন্য সাহায্য:সূচী ব্যবহার করতে পারি। একই পাতা পুনরায় তৈরির প্রয়োজন নেই। প্রয়োজনে পাতাটির ঐ পাতাটির লিংক সংযুক্ত করে দিতে পারি। -- রবিন সাহা ১৭:১১, ২২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Robin shahaএটা ইংরেজি উইকিপিডিয়ার আছে এইজন্য তৈরি করলাম -- Prince ovy (আলাপ) ০৩:৫৭, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Tech News: 2022-17[সম্পাদনা]

২২:৫৬, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)



Tech News: 2022-18[সম্পাদনা]

১৯:৩৪, ২ মে ২০২২ (ইউটিসি)

ঈদ মোবারক[সম্পাদনা]

মোবারকবাদে: আঃ আজিজ ফাহাদ (আলাপ)

Tech News: 2022-19[সম্পাদনা]

১৫:২২, ৯ মে ২০২২ (ইউটিসি)

হিন্দু দেবদেবী পর্যালোচনা[সম্পাদনা]

@Prince ovy আপনি পর্যালোচনা শুরু করেছিলেন, আমাকে জানাবেন না? কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যার আলোচনা যুক্ত করুন। -- রবিন সাহা ১৫:২৫, ১৬ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Tech News: 2022-20[সম্পাদনা]

১৮:৫৮, ১৬ মে ২০২২ (ইউটিসি)

Tech News: 2022-21[সম্পাদনা]

০০:১৯, ২৪ মে ২০২২ (ইউটিসি)


প্রযুক্তি সংবাদ: 2022-22[সম্পাদনা]

২০:২৭, ৩০ মে ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-23[সম্পাদনা]

০২:৪৪, ৭ জুন ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-24[সম্পাদনা]

১৬:৫৭, ১৩ জুন ২০২২ (ইউটিসি)



প্রযুক্তি সংবাদ: 2022-25[সম্পাদনা]

২০:১৬, ২০ জুন ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-26[সম্পাদনা]

২০:০০, ২৭ জুন ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-27[সম্পাদনা]

১৯:৩০, ৪ জুলাই ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-28[সম্পাদনা]

১৯:২২, ১১ জুলাই ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-29[সম্পাদনা]

২২:৫৮, ১৮ জুলাই ২০২২ (ইউটিসি)

বট সম্পাদনা[সম্পাদনা]

সুধী, আপনার বট সম্পাদনা থামান। সাম্প্রতিক পরিবর্তন ভাসিয়ে দিচ্ছেন। নিয়ন্ত্রণহীন সম্পাদনা করলে আপনাকে প্রশাসকগণ বাধাও দিতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ১৯:৩৭, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অভি, তোমার অহেতুক স্বয়ংক্রিয় সম্পাদনা বিভিন্ন টেমপ্লেট পরিমিতির ভ্যালু পরিবর্তন করে দিচ্ছে যা রীতিমতো অগঠনমূলক সম্পাদনার আওতায় পড়ে। উদাহরণস্বরূপ, এই পার্থক্যটা দেখো। এখানে reason প্যারামিটারের ভ্যালুতে "publisher"কে "প্রকাশক" বানানোর কোন কারণ নেই! দ্বিতীয় কথা, এই ধরনের কাজের জন্য একাধিক বট সক্রিয় আছে, প্রয়োজনে সেগুলোর পরিচালকদের উপর এগুলো ছেড়ে দিতে পারো। সাম্প্রতিক পরিবর্তন এভাবে ভাসিয়ে দেওয়া অনুচিত, যা টহলদানে বিঘ্ন ঘটায়। Aishik Rehman (আলাপ) - ১৯:৪৯, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
Prince ovy, আপনার সম্পাদনা পরীক্ষা করতে গিয়ে আমার ঘন্টাখানেক সময় নষ্ট হলো। মোট সম্পাদনার বড় একটা অংশ বাতিল করতে হয়েছে। এর আগে উইকিভ্রমণে অপ্রয়োজনীয় টেমপ্লেট তৈরি করেছেন, বেছে বেছে সেগুলো অপসারণ করতেও অনেক সময় নষ্ট করিয়েছেন। আপনি বিভিন্ন উইকিতে গিয়ে এই কাজগুলো করে থাকেন। বট সম্পাদনা চালিয়ে ইন্দোনেশীয় উইকিতে বাধাপ্রাপ্তও হয়েছেন। বাংলা উইকিতেও পূর্বে আপনাকে সতর্ক করা হয়েছে। এই বার্তাকে সর্বশেষ সতর্কবার্তা হিসেবে নিন। সম্প্রদায় সম্ভবত আর আপনার বারংবার ভুলভাল কাজ সংশোধন করে তাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইবে না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:০৪, ১৯ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রযুক্তি সংবাদ: 2022-30[সম্পাদনা]

১৯:২৫, ২৫ জুলাই ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি সংবাদ: 2022-31[সম্পাদনা]

২১:২০, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)