ব্যবহারকারী আলাপ:Mohaguru
আজ |
|
![]() পুরনো আলাপ সঙ্কলন | |
---|---|
সংগ্রহশালা-১ |
- এই পাতাটি সর্বশেষ পরিবর্তন হয়েছে ৭ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে। ব্যবহারকারী (FaysaLBinDaruL (আলাপ · অবদান)) দ্বারা।
বিষয়শ্রেণী[সম্পাদনা]
শুভেচ্ছা নিন। আপনি কয়েকটি ইউনিয়নের নিবন্ধে উপজেলার বিষয়শ্রেণী যোগ করেছেন যা সঠিক হয়নি। সঠিক বিষয়শ্রেণী হবে ঐ ইউনিয়নটি যে উপজেলায় অবস্থিত তার ইউনিয়নের বিষয়শ্রেণী, মানে ধরুন ইউনিয়নটি মাধবপুর উপজেলায় অবস্থিত, তাহলে তার বিষয়শ্রেণী হবে বিষয়শ্রেণী:মাধবপুর উপজেলার ইউনিয়ন -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:০৪, ২৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
ব্যবহারকারী:Mohaguru/ফরিদা আনোয়ার[সম্পাদনা]
আপনার তৈরি করা নিবন্ধটি আপনার উপপাতায় স্থানান্তর করা হয়েছে। দয়া করে ইংরেজি নিবন্ধ অনুবাদহীনভাবে প্রধান নামস্থানে তৈরি করবেন না। অনুবাদের প্রয়োজন হলে নিজের উপপাতায় প্রথমে করে নিবেন দয়া করে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৫, ১৫ মে ২০১৯ (ইউটিসি)
ফরিদা আনোয়ার প্রসঙ্গ[সম্পাদনা]
সুধী,
আপনি, আমি ইচ্ছুক এরকম পাতা অনুবাদ করছেন, সাথে আমার নামটাও সরিয়ে দিয়েছেন। এর পূর্বে আরও একটি করেছেন। আমি নিজেই এই পাতার অনুবাদ করেছিলাম।
অথচ অনুবাদ করার জন্য অনেকগুলো পাতা খালি। আপনি চাইলে ওসব অনুবাদ করতে পারেন। এরকম না করার অনুরোধ রইল, তাহলে আরেকজনের পরিশ্রমটা বৃথা যাবে না। — S.M.Tanim (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
চিত্র:ফটো সাংবাদিক তাসলিমা আক্তার.jpg[সম্পাদনা]
সুধী, আপনার আপলোডকৃত উপরের চিত্রটি অপসারণ করা হয়েছে। কোন ব্যক্তি যদি জীবিত থাকেন সেক্ষেত্রে তার নিবন্ধে অবশ্যই মুক্ত অর্থাৎ ফ্রি লাইসেন্সের ছবি ব্যবহার করতে হয়। যদি মুক্ত ছবি না পাওয়া যায় সেক্ষেত্রে যুক্ত করা হয় না। আপনার আপলোডকৃত ছবিটি কপিরাইটকৃত ছিল বলে অপসারণ করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৯, ১৬ মে ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
সম্পাদকের পদক |
সুপ্রিয় Mohaguru! ![]() উইকিপিডিয়ায় আপনাকে সুইডিশ দূতাবাস এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে ৩ মে থেকে ১৭ মে ১৫ দিনব্যাপী উইকিগ্যাপ এডিটাথনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় জেন্ডারভিত্তিক অসমতা দূরীকরণে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৯-এর অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -ShahadatHossain (আলাপ) ০৯:৩৪, ১৯ মে ২০১৯ (ইউটিসি) |
ডেনমার্ক জাতীয় ক্রিকেট দল নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]
প্রিয় ব্যবহারকারী:Mohaguru, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আপনি ডেনমার্ক জাতীয় ক্রিকেট দল নামক নিবন্ধ শুরু করেছেন যা মূলত আপনার ব্যবহারকারী পাতার একটি উপপাতায় পুনর্নির্দেশ করা হয়েছে। মূল নিবন্ধটিকে এভাবে নিজের উপপাতায় পুনর্নির্দেশ করবেন না। একসাথে পুরো নিবন্ধ লিখতেই হবে এমন না; আপনি ডেনমার্ক জাতীয় ক্রিকেট দল এর মূল পাতায় দুই-তিন অনুচ্ছেদ লিখে/অনুবাদ করে নিবন্ধ শুরু করুন, পরে বর্ধিত করবেন নিবন্ধটিকে। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০২:৫৩, ৩ জুন ২০১৯ (ইউটিসি)
ঋষব পন্ত নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

ঋষব পন্ত নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ঋষব পন্ত পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Mohaguru (আলাপ) ১৫:২৪, ১৪ জুন ২০১৯ (ইউটিসি)
ক্রিকেট স্কোর বাংলা করার জন্য একটি পদ্ধতি[সম্পাদনা]
শুভেচ্ছা নিন, ক্রিকেট স্কোর বাংলা করার জন্য একটি পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমে সম্পাদনাদণ্ডের ডানদিকের কোণায় "অনুসন্ধান ও প্রতিস্থাপন" আইকনে ক্লিক করেন। এবার অনুসন্ধান ঘরে \|(.*)(date|time|score1|score2|runs1|runs2|wickets1|wickets2)(.*)\=(.*)
লিখেন ও প্রতিস্থাপন ঘরে |$1$2$3={{subst:#invoke:ConvertDigit|main|$4}}
লিখেন। সেইসাথে "অনুসন্ধান বাক্যকে রেগুলার এক্সপ্রেশন হিসেবে গণ্য করুন" ঘরে টিক দিন ও "সব প্রতিস্থাপন" ক্লিক করেন। তার যাবতীয় খেলোয়াড়ের নাম বাংলা করে পাতাটি সংরক্ষণ করেন। এতে স্কোরকার্ডের সংখ্যাগুলি বাংলা হয়ে যাবে। (ভিডিওতে নমুনা দেখুন) --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৭, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)
স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]
হ্যালো Mohaguru, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৬, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- ভাইয়া আপনি যদি অউব্রা/AWB দিয়ে বাংলা উইকিতে সম্পাদনা করেন তবে বিশেষ:সাম্প্রতিক_পরিবর্তনসমূহ আপনার সম্পাদনায় ভরে যাবে, অন্যদের সম্পাদনাগুলি বেশীক্ষণ দেখাবে না (বাংলা উইকিতে কম সম্পাদনা হয় বিধায় এমনটি হয়)। ফলে অন্যদের অপরীক্ষিত সম্পাদনাগুলি আর দেখা হয় না। তাই আমি শুধু উদ্ধৃতি টেমপ্লেটের ইংরেজি প্যারামিটার বাংলাকরণের কাজে এটি ব্যবহার না করে (এটি আমরা বট দিয়ে করছি যেমন AftabBot), অন্যান্য সংশোধন যেমন বানান সংশোধনের কাজে, দাড়ি কমা ঠিক করার কাজে এটি ব্যবহার করার অনুরোধ জানাই। তাই অনুগ্রহ করে অউব্রা/AWB এর Skip ঘরের Only whitespace, only genfixes, only cosmetic changes এই তিনটি ঘরে টিক দিন। আর বানান সংশোধনের কাজে একটু বাড়তি নজর রাখবেন। যেমন ধরুন, আপনি অনু কে অণু করতে গেলেন কিন্তু AWB একই সাথে অনুমান কে অণুমান করে দিবে যা ভুল বানান হয়ে যাবে (অতীতে আমার নিজের অভিজ্ঞতা থেকে)। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৭, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
নিরলস অবদানের পদক |
প্রতিনিয়ত মান সম্পন্ন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখায় আপনাকে এই পদকটি প্রদান করা হল। আপনার সম্পাদনা শুভ হোক। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৭, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি) |
Be the first to try new Wikipedia features[সম্পাদনা]
প্রিয় Mohaguru,
আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।
সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।
এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।
বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।
আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।
ধন্যবাদ Eli EAsikingarmager (WMF) (আলাপ) ২১:০৯, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।
উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]
সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
দুঃখিত[সম্পাদনা]
ভাই,
আপনি মেহেদী হাসান রানা পাতাটি সম্পাদনা করছিলেন ও তাতে কাজ চলছে ট্যাগ লাগানো ছিল। কিন্তু আপনি তা নিবন্ধের মাঝামাঝি লাগিয়েছেন। যা চোখে পড়ার মত নয়। আমি কিছু সম্পাদনা করেছি। কিছু মনে করবেন না। চাইলে পূর্বাবস্থায় ফেরত করে দিতে পারি। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ০২:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- @Shahriar Islam Alvi: আপনাকে অনেক ধন্যবাদ সম্পাদনার জন্য। না ভাই, কিছু মনে করিনি। --Mohaguru (আলাপ) ১৯:১৯, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
পরিশ্রমী পদক |
নিয়মিত ক্রিকেট নিবন্ধগুলি সম্পূর্ণ করে হালনাগাদ করছেন যা অতি ধৈর্য্যের কাজ। আমার পক্ষ থেকে এর জন্য এই পদকটি গ্রহণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ০৬:১৩, ১৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি) |
উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারক[সম্পাদনা]
সুধী,
বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে লাখাই উপজেলা নিবন্ধটি সমৃদ্ধ করতে চেয়েছেন, যা নির্দিষ্ট তারিখে শেষ হবার কথা থাকলেও সেটি সম্পূর্ণ করেননি। আপনাকে লাখাই উপজেলা নিবন্ধটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পে যোগদান করায় আপনাকে ধন্যবাদ। -- জনি (আলাপ), শনিবার ১৩:২৪, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)
কোভিড-১৯ টেমপ্লেট স্থানান্তর প্রসঙ্গে[সম্পাদনা]
টেমপ্লেট:২০১৯–২০২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী উপাত্ত টেমপ্লেটটি আপনি স্থানান্তর করেছেন যা আমি বাতিল করেছি। অনুগ্রহ করে এই টেমপ্লেটটিতে যে-কোনো রকম পরিবর্তনের (স্থানান্তর বা সম্পাদনা) পূর্বে আগে আলোচনা করুন। এটি বট দিয়ে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হয়। আপনি স্থানান্তর করায় বট ভুল টেমপ্লেটে গত কয়েক ঘণ্টা ধরে সম্পাদনা করেছে। অনুগ্রহ করে তাই এই বিষয়গুলো বিবেচনায় রাখুন। — তানভির • ০১:১১, ২৪ মে ২০২০ (ইউটিসি)
ঈদ শুভেচ্ছা[সম্পাদনা]
![]() ![]() |
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
সুপ্রিয় Mohaguru, সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন। |
অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন[সম্পাদনা]
হ্যালো Mohaguru: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org
(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)
Samuel (WMF) (আলাপ) ০০:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সিরাজ হক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সিরাজ হক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — আদিভাই • আলাপ • ১৪:৫০, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]
সুপ্রিয় Mohaguru, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
ক্রিকেট পদক |
অসাধারণ ধৈর্য্য সহকারে একের পর এক ক্রিকেট সিরিজ, জাতীয় দল ও ক্রিকেটারদের নিবন্ধ দিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য স্বীকৃতি সরূপ এই পদক আপনার জন্য। সর্বদা শুভকামনা ~ ফায়সাল বিন দারুল (২০২০) ২২:২৩, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
Bangabandhu T20 Cup[সম্পাদনা]
Can you make pages for teams in English? It will be a great work. Saidur Mursalin (আলাপ) ১৪:২৫, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
Enabling Section Translation on Bengali Wikipedia[সম্পাদনা]
Hi @Mohaguru:
I am Eli, a researcher on the Language Team. I hope you're doing well. The Language team plans to improve the mobile translation experience with Section Translation enablement in Bengali Wikipedia. This announcement contains the details.
Because you participated in past research about this topic, I thought it may be of your interest. Please feel free to provide any feedback.
We are also planning research sessions to learn more about the experience of using Section Translation. If you or any friends may be interested to participate, and regularly use a mobile device for editing and translating, please contact eli@wikimedia.org. I will follow-up to any messages I receive with more details and specifics about the opportunity.
Thanks, EAsikingarmager (WMF) (আলাপ) ২০:১৩, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)