ব্যবহারকারী আলাপ:ANKAN/বার্তা সংকলন-০৬

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোঃ মারুফ হাসান24-এর প্রশ্ন (০৪:৪৮, ৪ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

আমার জমা দেওয়া ব্যাপন নিবন্ধটি কেন পর্যালোচনা করা হচ্ছে না? --মোঃ মারুফ হাসান (আলাপ) ০৪:৪৮, ৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@মোঃ মারুফ হাসান24: প্রতিযোগিতার সকল নিবন্ধই পর্যায়ক্রমে পর্যালোচিত হবে। ধৈর্যধারণের জন্য অনুরোধ জানাচ্ছি। অংকন (আলাপ) ০৭:৪৭, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

BadBoyAnup-এর প্রশ্ন (০৫:১৬, ৫ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

Hello,,Ankan --BadBoyAnup (আলাপ) ০৫:১৬, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@BadBoyAnup: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি কি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আগ্রহী? এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৭:৪৯, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Asha391-এর প্রশ্ন (১৪:৩৩, ৮ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

Assalamualaikum --Asha391 (আলাপ) ১৪:৩৩, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Asha391: ওয়ালাইকুমআসসালাম। বাংলা উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে আপনার প্রশ্ন নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৪:৪৫, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এইটা কে ইউকিপিডিয়াতে সম্পাদন করে দেন উনি সাবেক কৃষি মন্ত্রী ছিলেন[সম্পাদনা]

হক, এ.কে.এম আজিজুল হক, এ.কে.এম আজিজুল (১৯২৩-২০০২) সরকারি কর্মকর্তা ও সমাজসেবী। তিনি ১ ফেব্রুয়ারি ১৯২৩ তারিখে কুমিল্লাজেলার বুড়িচঙ্গ উপজেলার চান্দলা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ও পরবর্তীকালে কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা শেষে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন এবং চাকুরিরত অবস্থায় ১৯৬০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন।

আজিজুল হকের কর্মজীবন শুরু হয় ১৯৪৪ সালে, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে। এর এক বছর পরই তিনি শিক্ষকতা ছেড়ে সিভিল সাপ্লাইজ বিভাগে সাব-ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে যোগ দেন ও পরবর্তীকালে এ বিভাগে এডিসি পদে উন্নীত হন।

১৯৪৭ সালে দেশবিভাগের পর আজিজুল হক পাকিস্তান সরকারের শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব নিযুক্ত হন। ১৯৪৯ সালে তিনি ডিপার্টমেন্ট অব সাপ্লাইজ-এর উপ-পরিচালক এবং ১৯৫৭ সালে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক হন। ১৯৫৮ সালে তাঁকে পূর্ব পাকিস্তান ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৫৯ সালে তিনি লোক প্রশাসন বিষয়ে পড়াশোনার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান। লেখাপড়া শেষে তিনি দেশে ফিরলে ডিপার্টমেন্ট অব সাপ্লাইজ-এর পরিচালক নিযুক্ত হন। তিনি ১৯৬২ সালের এপ্রিলে পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এবং ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক হন। ১৯৬৮ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি পাকিস্তান (বাংলাদেশ) পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পল্লী উন্নয়ন একাডেমীতে কাজের অভিজ্ঞতা আজিজুল হকের জীবনদর্শনে ব্যাপক পরিবর্তন আনে। আখতার হামিদ খানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মানুষের কল্যাণে সামাজিক ও অর্থনৈতিক সেবামূলক কর্মকান্ডে উদ্বুদ্ধ হন। এমনকি বেশভূষায়ও আধুনিকতা ছেড়ে তিনি দেশীয় খাদি পোশাক পরিধান শুরু করেন।

আজিজুল হক বহুসংখ্যক জাতীয় ও আন্তর্জাতিক সমাজসেবামূলক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ইউনিসেফ, বয় স্কাউটস, রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পরিবার পরিকল্পনা সমিতি, ডায়াবেটিক সমিতি, প্রৌঢ় ও বৃদ্ধ কল্যাণ সমিতি, অন্ধ শিশু কল্যাণ সমিতি, ইউসেপ, হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্রামীণ ব্যাংক, আশা, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট ফর রুরাল ডেভেলপমেন্ট উল্লেখযোগ্য। ১৯৭৬-১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি, পশু ও বন মন্ত্রী ছিলেন।

এ.কে.এম আজিজুল হক এর ৩ সেপ্টেম্বর ২০০২ তারিখে মৃত্যু হয় Abdul alim mia (আলাপ) ১৫:৩৭, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাভাবিককরণ (পরিসংখ্যান) নিয়ে Md. Badruzzaman Sagor-এর প্রশ্ন (০৩:১৫, ১৩ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

f --Md. Badruzzaman Sagor (আলাপ) ০৩:১৫, ১৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

MD.RAHIMUL HAQUE RINAD-এর প্রশ্ন (০৬:৪২, ১৩ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

প্রতিযোগিতা শেষ কবে? --MD.RAHIMUL HAQUE RINAD (আলাপ) ০৬:৪২, ১৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MD.RAHIMUL HAQUE RINAD: আপনি সম্ভবত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর কথা বলছেন। প্রতিযোগিতা গত ১১ এপ্রিল পূর্বের ঘোষণা অনুযায়ী সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৫:০৫, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:S.M.sajibmonda নিয়ে S.M.sajibmonda-এর প্রশ্ন (০৭:০১, ১৫ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

আমার নাম একটু ভুল আছে কিভাবে পরিবর্তন করব। --S.M.sajibmonda (আলাপ) ০৭:০১, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@S.M.sajibmonda: আপনার ব্যবহারকারী নাম পরিবর্তন করা সম্ভব। আপনি ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় গেলে "নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন" লেখায় ক্লিক করে প্রয়োজনীয় নির্দেশাবলী অনুসরণ করে নাম পরিবর্তনের আবেদন করতে পারেন। আবেদনের প্রেক্ষিতে আপনার নাম পরিবর্তন করা হবে। এছাড়া কোনো সমস্যা হলে আমাকে জানান। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৫:০৮, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

MD.RAHIMUL HAQUE RINAD-এর প্রশ্ন (১৩:২৫, ১৫ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

সনদপত্রে কীভাবে পাব? --MD.RAHIMUL HAQUE RINAD (আলাপ) ১৩:২৫, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MD.RAHIMUL HAQUE RINAD: আপনি কোন সনদপত্রের কথা বলছেন, ব্যাখ্যা করবেন কি? ― অংকন (আলাপ) ১৫:০৯, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা সম্পর্কে[সম্পাদনা]

@ANKAN: আমার নিবন্ধ গ্রহণ করবার জন্য ধন্যবাদ। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা শেষ হয়েছে। অনেকগুলো নিবন্ধ মানোন্নয়ন ছাড়াই রয়ে গেছে। সেগুলো কি এখন অনুবাদ করা যাবে? আর যদি করা যায় তাহলে কাজ শেষে কি কোথাও নিবন্ধ জমা দিতে হবে? জানালে উপকৃত হব। ধন্যবাদ। Naznin S. Niti (আলাপ) ২৩:১৫, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Naznin Niti: যে সব নিবন্ধ মানোন্নয়ন ছাড়াই রয়ে গেছে, আপনি সেগুলো অনুবাদ করে উইকিপিডিয়া সমৃদ্ধ করতে পারেন। কিন্তু প্রতিযোগিতা যেহেতু শেষ তাই আর জমা দিতে পারবেন না। ধন্যবাদ — SHEIKH (আলাপন) ২৩:২৪, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Naznin Niti: যেমনটা SHEIKH ভাই বললেন, আপনি এখন ঐ তালিকার ভিতরের নিবন্ধাবলীই শুধু নয়, উইকিপিডিয়ার যেকোনো নিবন্ধ নিয়ে কাজ করতে পারেন। বাংলা উইকিপিডিয়ায় আমরা সবাই সাধারণত এভাবেই কাজ করে থাকি। এক্ষেত্রে আপনি আপনার মত করে উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী নিবন্ধগুলো সম্প্রসারণ করুন, এবং তখন কোথাও জমা দিতে হবে না। তবে যেহেতু অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার সময় শেষ, তাই প্রতিযোগিতার জন্য ওগুলো গণনা হবে না। আপনি এই প্রতিযোগিতায় প্রশংসনীয় অবদান রেখেছেন, তাই আমার অনুরোধ থাকবে আপনার অবসর সময় উইকিপিডিয়াকে দেয়ার ― আপনার নিয়মিত অবদান পেলে বাংলা উইকিপিডিয়া নিঃসন্দেহে আরো সমৃদ্ধ হবে। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার ক্ষেত্রে যেকোনো সমস্যায় নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৪:৩৮, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ANKAN: @Sheikh: ঠিক আছে। আমি চেষ্টা করব। অনেক ধন্যবাদ। — Naznin Niti (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র নিয়ে Aowrangojeb Akash-এর প্রশ্ন (১১:৪৬, ২২ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

আমি কি কোন কবিতা বা ছবি পোষ্ট করলে আমার কোন লাভ হবে কি? --Aowrangojeb Akash (আলাপ) ১১:৪৬, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Aowrangojeb Akash: শুভেচ্ছা নেবেন। উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ, যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়, জীবনী, ইত্যাদি নিয়ে নিবন্ধ থাকে। এটা কবিতা বা ছবি পোস্ট করার কোনো মাধ্যম নয়। তাই আপনি এগুলো পোস্ট করতে পারবেন না। পড়তে পারেন, উইকিপিডিয়া কী নয়। এছাড়া এমনিতে উইকিপিডিয়ায় আপনি অবদান রাখতে পারেন। আপনি এখানে ক্লিক করে অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতায় আপনাকে কাজ করতে পারেন এমন বিষয় নিয়ে পরামর্শ দেয়া হবে। এ বিষয়ক কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৫:৪৩, ২৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

শেথ নিয়ে মোঃ মাসুদ আলী-এর প্রশ্ন (১৬:১১, ২৪ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

i want to add a article name 'seth' which is same with storage article name 'sish'. How i include 'sish' article in new article name 'seth'. --মোঃ মাসুদ আলী (আলাপ) ১৬:১১, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

{পিং|মোঃ মাসুদ আলী}} আপনার প্রশ্নটি আপনি আরেকটু ব্যাখ্যা করবেন কি? আমি প্রশ্নটি বুঝতে পারিনি। ব্যাখ্যা করলে আমার জন্য উত্তর দেয়া সহায়ক হতো। ধন্যবাদ! ― অংকন (আলাপ) ০৪:৩৪, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা সম্পর্কে[সম্পাদনা]

স্যার, একটা ছোট্ট প্রশ্ন ছিল। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী (অবদানকারী)- দের সার্টিফিকেটের ভাষা কি বাংলা হবে নাকি ইংরেজী হবে? উওরের অ্পেক্ষায় রইলাম 😊 Shihab1729 (আলাপ) ১৬:৪৪, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Shihab1729: প্রথমেই প্রতিযোগিতায় শীর্ষ দশ অবদানকারীর একজন হওয়ায় অভিনন্দন! সনদপত্রের ভাষা বাংলা হবে। আর আমাকে স্যার বলার কোনো প্রয়োজন নেই ভাইয়া, আমি আপনার মতই একজন অবদানকারী মাত্র। ধন্যবাদ! — অংকন (আলাপ) ০৪:২৯, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ANKAN: আপনার আন্তরিকতা দেখে খুশি হলাম অংকন ভাইয়া 😊। যদি সম্ভব হয়, আমাকে কি কোনোভাবে ইংরেজীতে সনদপত্র দেওয়া যেতে পারে? আমি জানি সব অংশগ্রহণকারী-দের জন্য সমান নিয়ম। সেটা জানার পরেও বলছি, আমার খুব উপকার হবে ভাইয়া, খুব উপকার হবে। দয়া করে বিষয়টা একটু যদি বিবেচনা করতেন। Shihab1729 (আলাপ) ০৬:০৫, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Shihab1729: যেটা আপনিই বলেছেন, সনদপত্র সকলের জন্য সমান। বাংলা উইকিপিডিয়ার কার্যক্রমের সনদপত্র বাংলায় না হলে তা দৃষ্টিকটুও বটে। তবে আপনি আপনার প্রয়োজনের কথা জানিয়ে cr@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করলে সনদপত্র না হলেও অনুরূপ কোনো নথি দেয়ার কথা বিবেচনা করা হবে। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৭:২৫, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:সৌমিত্র ঘোষ নিয়ে সৌমিত্র ঘোষ-এর প্রশ্ন (০৩:৪৬, ২৫ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

মাথা ব্যাথার কারন জানতে চায়? --সৌমিত্র ঘোষ (আলাপ) ০৩:৪৬, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@সৌমিত্র ঘোষ:, প্রথমেই বলি, যদি আপনি চিকিৎসীয় কোনো কারণে এই প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে উইকিপিডিয়া কখনোই কোনো চিকিৎসীয় পরামর্শ দেয় না। এ ধরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়। উইকিপিডিয়া একটি অনলাইন বিশ্বকোষ, এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার তথ্যাবলী থাকে। আপনি যদি মাথাব্যথা নিয়ে তথ্য হিসেবে জানতে চান, তবে মাথাব্যথা নিবন্ধটি দেখতে পারেন। এই নিবন্ধে তথ্যগত ঘাটতি রয়েছে, আপনি ইংরেজি নিবন্ধে (Headache) বিস্তারিত তথ্য পাবেন। বাংলা উইকিপিডিয়াতে ইংরেজি থেকে বাংলায় তথ্য অনুবাদ করার মাধ্যমে হাজারো মানুষকে তথ্য পেতে সহায়তা করতে পারেন আপনি! অবদান রাখার ব্যাপারে প্রশ্নের জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ! ― অংকন (আলাপ) ০৪:৩৩, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মাহমুদুল হাসান তায়েফ-এর প্রশ্ন (১১:২২, ২৬ এপ্রিল ২০২১)[সম্পাদনা]

Thank you. If I need anything I will ask you. --মাহমুদুল হাসান তায়েফ (আলাপ) ১১:২২, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@মাহমুদুল হাসান তায়েফ:, স্বাগত, অবশ্যইই আপনি যে কোন প্রয়োজনে এখানে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা বাংলা উইকিতে যাই লিখবেন না কেন তা বাংলা লিপি ও বাংলা ভাষাতেই লিখার চেষ্টা করবেন। যেমন- Thank you. শব্দের পরিবর্তে আপনি স্বাগত, বাহে, সালাম, নমস্কার ইত্যাদি শব্দ দিয়ে আলাপ শুরু করতে পারেন! — SHEIKH (আলাপন) ১৩:২২, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

রমজান আলী রনি(ছড়াকার)-এর প্রশ্ন (১০:০৯, ১ মে ২০২১)[সম্পাদনা]

প্রিয়জন আমি কিভাবে ভালো একটি নিবন্ধন প্রকাশ করতে পাড়ি। আশাকরি জানাবেন। ধন্যবাদ --রনি ১০:০৯, ১ মে ২০২১ (ইউটিসি)

@রমজান আলী রনি(ছড়াকার): আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় ভালো নিবন্ধ লেখার পূর্বে জেনে নেয়া প্রয়োজন নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্য কীনা, অর্থাৎ সেই নিবন্ধের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ কীনা, যথেষ্ট নিরপেক্ষ তথ্যপ্রমাণ আছে কীনা, ইত্যাদি। যদি উল্লেখযোগ্য হয়, তবে ঐ নিবন্ধ লেখা যেতে পারে। এক্ষেত্রে ভালো নিবন্ধে যথাযথ তথ্যসূত্র বা রেফারেন্স থাকা প্রয়োজন, যেন আপনার লেখা তথ্য যাচাইযোগ্য হয়। ব্লগ, অনির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, ইত্যাদি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না। আরো জানতে পড়তে পারেন উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ। শুভকামনা! ― অংকন (আলাপ) ১৮:২৩, ১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Parvez.anowar.18-এর প্রশ্ন (১৭:৩৫, ১ মে ২০২১)[সম্পাদনা]

vai, amr ip address blocked dekhacche. ami er aage kkhno edit kori ni... ekhn editing disabled show kortese.. unblocked houar jnno ki krte hbe vai? --Parvez.anowar.18 (আলাপ) ১৭:৩৫, ১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ভাই, এই ব্যাপারটা কি একটু দেখতে পারবেন? ― অংকন (আলাপ) ১৮:১৯, ১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Parvez.anowar.18: এক সপ্তাহের জন্য আইপি বাধা রহিতকরণ যোগ করে দিলাম। এখন আপনার সমস্যা হবে না। সম্পাদনা চালিয়ে যান। যদি আপনি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করা অব্যাহত রাখেন, এই সময়সীমা আরও বাড়িয়ে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৮, ১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Abu saleh ahmed rangpur-এর প্রশ্ন (১৮:৫০, ১ মে ২০২১)[সম্পাদনা]

আমি একটি কোম্পানির সকল তথ্য এ্যাড করতে চাচ্ছি। কিভাবে করব? --Abu saleh ahmed rangpur (আলাপ) ১৮:৫০, ১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Abu saleh ahmed rangpur: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রশ্নটি আরেকটু ব্যাখ্যা করলে ভালো হতো, আপনি কি ইতিমধ্যেই নিবন্ধ আছে এমন কোনো কোম্পানির নিবন্ধে তথ্য যোগ করতে চাইছেন? ― অংকন (আলাপ) ০৪:৪২, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বী, কোম্পানি নিবন্ধন রয়েছে। এবং এটি একটি ব্রান্ডিং কোম্পানি। এটা www.rebnaltea.com.bd আমি এই কোম্পানির সকল তথ্য ও প্রফাইল তৈরি করতে চাচ্ছিলাম, কিন্তুু পাচ্ছি না। দয়া করে আমাকে সাহায্য করুন Abu saleh ahmed rangpur (আলাপ) ২০:১৯, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Abu saleh ahmed rangpur: কোম্পানির নিবন্ধন আছে কীনা বুঝাইনি, উইকিপিডিয়ায় ইতিমধ্যে নিবন্ধ বা আর্টিকেল আছে কীনা জানতে চাইছিলাম। আপনার কথায় বুঝেছি আপনি নতুন নিবন্ধ তৈরি করতে চাইছেন। লক্ষ্য করুন, উইকিপিডিয়া কোনো প্রোফাইল যুক্ত করার স্থান নয়, এটা উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। জেনে নিন, উইকিপিডিয়া কী নয়। কোনো কোম্পানি নিয়ে নতুন নিবন্ধ তৈরির পূর্বে জেনে নিন, নিবন্ধটি উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ হয়েছে কীনা। যেমন ঐ বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রচার, বিষয়বস্তুর স্বাধীনতা, নির্ভরযোগ্য গৌণ বা মাধ্যমিক সূত্র ইত্যাদি আছে কীনা। কেবলমাত্র উল্লেখযোগ্য বিষয় সম্পর্কেই নিবন্ধ তৈরি করা যাবে। ― অংকন (আলাপ) ০৫:০৭, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Sufian Raihan-এর প্রশ্ন (১৫:৩৬, ৪ মে ২০২১)[সম্পাদনা]

আসসালামু আলাইকুম। আমি উইকিপিডিয়াতে আমার নিজের তথ্য রাখতে চাই। আমি একজন লেখক, বক্তা এবং মিডিয়াকর্মী। এক্ষেত্রে আমি কী করতে পারি? --Sufian Raihan (আলাপ) ১৫:৩৬, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Sufian Raihan: ওয়ালাইকুম আসসালাম। উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। জীবনী বিষয়ক কোনো নিবন্ধ তৈরি করতে হলে জন্য প্রথমে ঐ নিবন্ধটিকে উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ হতে হয়। উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ হলে এমনিতেই কোনো না কোনো স্বেচ্ছাসেবক নিবন্ধ তৈরি করবেন। এর জন্য আপনাকে নিজে থেকে কিছু করতে হবে না। আর মানদণ্ড পূরণ না করলে নিবন্ধ তৈরি হলেও তা অপসারণ করে দেওয়া হয়। প্রাসঙ্গিক হিসেবে জেনে নিতে পারেন, উইকিপিডিয়া কী নয়। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৫:৩৪, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ভুল করে ফেলেছি[সম্পাদনা]

@ANKAN, আমি পানীয় উৎস আইন নিবন্ধটি শেষ করতে দেরি করে ফেলেছি। ভুলে গিয়েছিলাম। সময়মত জমাও দিতে পারি নি। এখন কি . . . . .. . -- ━ কুউ পুলক (আলাপ) ১৭:৪১, ১১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ভাই, ম্যানুয়ালি যুক্ত করা সম্ভব হলে যুক্ত করে দেয়ার অনুরোধ থাকবে। ― অংকন (আলাপ) ১৯:০০, ১১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৯, ১১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ANKAN ও @আফতাবুজ্জামান আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। -- ━ কুউ পুলক (আলাপ) ২১:৪১, ১১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Mehedi2831mcc-এর প্রশ্ন (০৫:১৭, ১৯ মে ২০২১)[সম্পাদনা]

Hi there --Mehedi2831mcc (আলাপ) ০৫:১৭, ১৯ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehedi2831mcc: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি কি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আগ্রহী? এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। এ সংক্রান্ত কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৫:০৭, ২২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Bijoy7005-এর প্রশ্ন (১৮:৪৮, ২১ মে ২০২১)[সম্পাদনা]

Only Bangla sahitther hitash e help korbeb --Bijoy7005 (আলাপ) ১৮:৪৮, ২১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Bijoy7005: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হলে বাংলা সাহিত্যের ইতিহাস নিবন্ধটি পড়তে পারেন। আপনি নিজেই চাইলে বাংলা উইকিপিডিয়ায় তথ্য যোগ করতে পারেন, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়েও তথ্য যোগ করা যেতে পারে। এক্ষেত্রে অবদান রাখার পথে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানান। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৫:০৫, ২২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমি উইকিপিডিয়ায় নতুন তথ্য যোগ করতে চাই।কিন্তু কিভাবে? --রাকিবুল ইসলাম রিফাত (আলাপ) ০৭:০৮, ২২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@রাকিবুল ইসলাম রিফাত: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। এখানে স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন বিষয়ে তথ্য যোগ করে থাকেন। শুরু করার জন্য প্রাথমিক কিছু কাজের মাধ্যমে এগোতে পারেন। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করেন, তাহলে ধীরে ধীরে পরের যাবতীয় কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৪:১৪, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:Owais Al Qarni নিয়ে Nishanmuhuri-এর প্রশ্ন (০৫:৩২, ২৩ মে ২০২১)[সম্পাদনা]

আমার পাতাটি কেন অপসারণ করা হচ্ছে --Nishanmuhuri (আলাপ) ০৫:৩২, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Nishanmuhuri: শুভেচ্ছা নেবেন। আমি দেখতে পাচ্ছি আপনার লেখা নিবন্ধটি "বিজ্ঞাপন বা প্রচারণার" মত হওয়ায় অপসারিত হয়েছে। উইকিপিডিয়ায় নিবন্ধ লেখার ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্বকোষীয় উপায়ে লিখতে হয়। অনুগ্রহ করে পড়ে নিন উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধউইকিপিডিয়া কী নয়। এ সম্পর্কিত বার্তার জন্য আলাপ:প্রবর্তক শ্রীকৃষ্ণ ইসকন মন্দির, চট্রগ্রাম পাতাটি ইতিমধ্যে আপনি ব্যবহার করেছেন। সেখানেই বার্তা দিতে পারেন, যদি আপনি নিবন্ধকে নতুন করে সঠিকভাবে লিখতে আগ্রহী হয়ে থাকেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৪:১৯, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Gre ফেরিওয়ালা নিয়ে Abu Hanjala-এর প্রশ্ন (০৮:০৩, ২৩ মে ২০২১)[সম্পাদনা]

আমি একজন তরুন ছেলের সম্পকে কিছু লিখতে চাই। যিনি দিনে দিনে অনেক শিক্ষাথীর আর্দশে পরিনিত হচ্ছ। --Abu Hanjala (আলাপ) ০৮:০৩, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Abu Hanjala: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় ভালো নিবন্ধ লেখার পূর্বে জেনে নেয়া প্রয়োজন নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্য কীনা, অর্থাৎ সেই নিবন্ধের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ কীনা, যথেষ্ট নিরপেক্ষ তথ্যপ্রমাণ আছে কীনা, ইত্যাদি। যদি উল্লেখযোগ্য হয়, তবে ঐ নিবন্ধ লেখা যেতে পারে। এক্ষেত্রে ভালো নিবন্ধে যথাযথ তথ্যসূত্র বা রেফারেন্স থাকা প্রয়োজন, যেন আপনার লেখা তথ্য যাচাইযোগ্য হয়। ব্লগ, অনির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, ইত্যাদি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না। আরো জানতে পড়তে পারেন উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ এবং উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)। শুভকামনা! ― অংকন (আলাপ) ১৪:২০, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:Shakil Ahmed (MC ) নিয়ে Shakil Ahmed (MC )-এর প্রশ্ন (১৫:০১, ২৪ মে ২০২১)[সম্পাদনা]

আমার সালাম গ্রহন করবেন আসসালামু ওয়া আলাইকুম আশা করছি ভালো আছেন আমি খুশী যে উইকিপিডিয়াতে সংযুক্ত হতে পেরেছি আমি উইকিপিডিয়া বিষয়ে তেমন কিছু জানিনা ইতিপূর্বে আমি উইকিপিডিয়াতে যুক্ত হয়েছি এখন আমার করণীয় কী জানতে পারলে আমার অনেক ভালো হতো --Shakil Ahmed (MC ) (আলাপ) ১৫:০১, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Shakil Ahmed (MC ): শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। এটি একটি অনলাইন বিশ্বকোষ, যেখানে বিভিন্ন বিষয়ের নিবন্ধে নানাবিধ তথ্যাবলী থাকে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন বিষয়ে তথ্য যোগ করে থাকেন এখানে। আপনি অবদান রাখতে শুরু করার জন্য প্রাথমিক কিছু কাজের মাধ্যমে এগোতে পারেন। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করেন, তাহলে ধীরে ধীরে পরের যাবতীয় কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৫:০৩, ২৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মাহবুব সৈকত-এর প্রশ্ন (১২:০৯, ২৬ মে ২০২১)[সম্পাদনা]

উইকিপিডিয়ায় একাউন্ট/আইডিতে মূল নাম ব্যাবহার করা উচিত নাকি নিক নাম থাকাই ভালো। সেক্ষত্রে মূল নামের অপশন কোথায় ? --মাহবুব সৈকত (আলাপ) ১২:০৯, ২৬ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@মাহবুব সৈকত: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখানে উচিত/অনুচিতের ব্যাপার নেই, এখানে ব্যক্তিগতভাবে আপনার পছন্দটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি নীতিমালার বাইরের কোনো নাম ব্যবহার না করেন (কোনো কিছুর বিজ্ঞাপন, বা অন্য কাউকে অপমানসূচক, ইত্যাদি; বিস্তারিত এখানে), তাহলে আপনি আপনার পছন্দসই যেকোনো নাম ব্যবহার করতে পারবেন। আর অন্য নাম ব্যবহার করা হলে মূল নামের পৃথক কোনো অপশন নেই। মূল নাম চাইলে আপনি আপনার ব্যবহারকারী পাতায় যুক্ত করতে পারেন, তবে এর কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি নিজস্ব ব্যক্তিগত তথ্যকে আপনার মত করে উপস্থাপন করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, ব্যবহারকারী পাতা যে কেউ পড়তে পারে। ধন্যবাদ। – অংকন (আলাপ) ১৪:৪১, ২৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Mojar School-এর প্রশ্ন (১১:৩১, ২৭ মে ২০২১)[সম্পাদনা]

আমি মজার ইশকুল নিয়ে একটি নিবন্ধন লিখছি কিন্তু ইশকুল শব্দ থাকায় তা মুছে দিচ্ছে। মজার ইশকুল আমাদের সংস্থার নাম, এটা কেন মুছে দিবে ? --Mojar School (আলাপ) ১১:৩১, ২৭ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Mojar School: শুভেচ্ছা নেবেন। উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। কোনো নিবন্ধ তৈরি করতে হলে জন্য প্রথমে ঐ নিবন্ধটিকে উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ হতে হয়। উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ হলে ঐ বিষয়ে নিবন্ধ তৈরি করা যায়। মানদণ্ড পূরণ না করলে নিবন্ধ তৈরি হলেও তা অপসারণ করে দেওয়া হয়। প্রাসঙ্গিক হিসেবে জেনে নিতে পারেন, উইকিপিডিয়া কী নয়। আরেকটি ব্যাপার, আপনার ব্যবহারকারী অ্যাকাউন্টের নাম স্পষ্টভাবে একটি প্রতিষ্ঠানের, যা বিজ্ঞাপনধর্মী। বিজ্ঞাপন বা অনুরূপ কাজে উইকিপিডিয়াকে ব্যবহার করা যায় না। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখতে আগ্রহী হোন, তবে আপনাকে এখানে গিয়ে ব্যবহারকারী নাম পরিবর্তন করতে হবে। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৪:৪৬, ২৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মুহাম্মদ হেফাজুর রশিদ-এর প্রশ্ন (০৬:৪০, ২৯ মে ২০২১)[সম্পাদনা]

আমার সকল তথ্য যোগ করতে চাই। কিভাবে সম্ভব? --মুহাম্মদ হেফাজুর রশিদ (আলাপ) ০৬:৪০, ২৯ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@মুহাম্মদ হেফাজুর রশিদ: উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। জীবনী বিষয়ক কোনো নিবন্ধ তৈরি করতে হলে জন্য প্রথমে ঐ নিবন্ধটিকে উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ হতে হয়। আর মানদণ্ড পূরণ না করলে নিবন্ধ তৈরি হলেও তা অপসারণ করে দেওয়া হয়। উইকিপিডিয়া নিজের তথ্য যুক্ত করার কোনো স্থান নয়। প্রাসঙ্গিক হিসেবে জেনে নিতে পারেন, উইকিপিডিয়া কী নয়। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৮:২৫, ২৯ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Sayed kabir (Sayid)-এর প্রশ্ন (০৫:৫১, ৩০ মে ২০২১)[সম্পাদনা]

ধন্যবাদ। আমি নতুন। আমাকে সাহায্য করেন। --Sayed kabir (Sayid) (আলাপ) ০৫:৫১, ৩০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Sayed kabir (Sayid): শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। এটি একটি অনলাইন বিশ্বকোষ, যেখানে বিভিন্ন বিষয়ের নিবন্ধে নানাবিধ তথ্যাবলী থাকে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন বিষয়ে তথ্য যোগ করে থাকেন এখানে। আপনি অবদান রাখতে শুরু করার জন্য প্রাথমিক কিছু কাজের মাধ্যমে এগোতে পারেন। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করলে ধীরে ধীরে পরের যাবতীয় কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৪:২২, ১ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Asraful islam sadhin1-এর প্রশ্ন (১২:৩৪, ৩১ মে ২০২১)[সম্পাদনা]

আমি কিভাবে একটি নতুন পাতা তৈরী করতে পারি? --Asraful islam sadhin1 (আলাপ) ১২:৩৪, ৩১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Asraful islam sadhin1: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি কি বিষয়ে নতুন নিবন্ধ তৈরি করতে চাইছেন? যদি আপনি ইতিমধ্যে ইংরেজিতে বিদ্যমান কোনো নিবন্ধ অনুবাদ করতে আগ্রহী হোন, তবে এখানে ক্লিক করে অনুবাদ শুরু করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য হবে না। আপনাকে নিজ ভাষায় অনুবাদ করতে হবে। যদি মৌলিক বিষয়ে নিবন্ধ লিখতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে পূর্বে উইকিপিডিয়া:নতুন নিবন্ধ শুরুকরণ পড়ে নিতে পারেন।
এছাড়া আপনার আগ্রহের বিষয়ে কিছু সহজ কাজের মাধ্যমে আপনি নতুন নিবন্ধ লেখার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। সহজ কাজগুলো করার জন্য আপনি নীড়পাতায় ক্লিক করে নিজের পছন্দসই বিষয় নির্বাচন করতে পারেন। এছাড়া যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাকে জানান। ধন্যবাদ! — অংকন (আলাপ) ০৪:২৮, ১ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় ANKAN,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Nazrol islam-এর প্রশ্ন (০৯:০০, ১৩ জুন ২০২১)[সম্পাদনা]

hi --Nazrol islam (আলাপ) ০৯:০০, ১৩ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Nazrol islam: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। এটি একটি অনলাইন বিশ্বকোষ, যেখানে বিভিন্ন বিষয়ের নিবন্ধে নানাবিধ তথ্যাবলী থাকে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন বিষয়ে তথ্য যোগ করে থাকেন এখানে। আপনি অবদান রাখা শুরু করার জন্য প্রাথমিক কিছু কাজের মাধ্যমে এগোতে পারেন। এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করলে ধীরে ধীরে পরের যাবতীয় কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৭:১৩, ১৪ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]


অগ্নিহোত্র নিয়ে সদ্গুরু সংঘ-এর প্রশ্ন (০৬:৩০, ১৬ জুন ২০২১)[সম্পাদনা]

যজ্ঞ গুলি পড়তে চায়। --সদ্গুরু সংঘ (আলাপ) ০৬:৩০, ১৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@সদ্গুরু সংঘ: আপনার প্রশ্নটি কি আরেকটু ব্যাখ্যা করতে পারবেন? ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৭:০০, ১৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

শরচ্চন্দ্র পণ্ডিত নিয়ে Abhisekbb92-এর প্রশ্ন (১৫:১৬, ১৬ জুন ২০২১)[সম্পাদনা]

নমস্কার। শরৎচন্দ্র পন্ডিত page এর heading এ ওনার নামের বানান শরচ্চন্দ্র লেখা হয়েছে, উনি নিজে 'শরৎচন্দ্র' লিখতেন।।এটা সংশোধন করতে হবে হয়তো। --Abhisekbb92 (আলাপ) ১৫:১৬, ১৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Abhisekbb92: আপনি আপনার বক্তব্যের পক্ষের তথ্যসূত্র (বইয়ের লিঙ্ক, উল্লেখযোগ্য পত্রিকার লিঙ্ক, ইত্যাদি) দিলে পরিবর্তন করা সম্ভব হবে। আলাপ:শরচ্চন্দ্র পণ্ডিত পাতায় পূর্বে একজন সঠিক বানান শরচ্চন্দ্র বলে জানিয়েছিলেন। তথ্যসূত্র পাওয়া গেলে সেটাই সঠিক হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৬:৫৯, ১৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নাজিউর রহমান খান-এর প্রশ্ন (১৯:১৪, ১৬ জুন ২০২১)[সম্পাদনা]

শুভ রাত্রি, উইকিপিডিয়া তে কাজ করবার সুযোগ পাওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি জানতে চাই, নতুন কোনো পাতা যোগ করতে হলে আমার কী করনীয়? ধন্যবাদ। --নাজিউর রহমান খান (আলাপ) ১৯:১৪, ১৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@নাজিউর রহমান খান: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। আপনি কোন বিষয়ে নতুন নিবন্ধ তৈরি করতে চাইছেন? যদি আপনি ইতিমধ্যে ইংরেজিতে বিদ্যমান কোনো নিবন্ধ অনুবাদ করতে আগ্রহী হোন, তবে এখানে ক্লিক করে অনুবাদ শুরু করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য হবে না। আপনাকে নিজ ভাষায় অনুবাদ করতে হবে। যদি মৌলিক বিষয়ে নিবন্ধ লিখতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে পূর্বে উইকিপিডিয়া:নতুন নিবন্ধ শুরুকরণ পড়ে নিতে পারেন।
এছাড়া আপনার আগ্রহের বিষয়ে কিছু সহজ কাজের মাধ্যমে আপনি নতুন নিবন্ধ লেখার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। সহজ কাজগুলো করার জন্য আপনি নীড়পাতায় ক্লিক করে নিজের পছন্দসই বিষয় নির্বাচন করতে পারেন। এছাড়া যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাকে জানান। ধন্যবাদ! — অংকন (আলাপ) ০৪:০২, ১৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:শোয়াইব হাসান নিয়ে শোয়াইব হাসান-এর প্রশ্ন (১৬:৩০, ১৮ জুন ২০২১)[সম্পাদনা]

আসসালামু আলাইকুম। স্যার, আমি আমার নিজের সম্পর্কে উইকিপিডিয়া তে প্রথমে তথ্য দিতে চাই, যা সারা দেশের মানুষ দেখতে পাবে। এটা কিভাবে সম্ভব? --শোয়াইব হাসান (আলাপ) ১৬:৩০, ১৮ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@শোয়াইব হাসান: ওয়ালাইকুম আসসালাম। উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। উইকিপিডিয়া নিজের তথ্য যুক্ত করার কোনো স্থান নয়। প্রাসঙ্গিক হিসেবে জেনে নিতে পারেন, উইকিপিডিয়া কী নয়। জীবনী বিষয়ক কোনো নিবন্ধ তৈরি করতে হলে জন্য প্রথমে ঐ নিবন্ধটিকে উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ হতে হয়। আর মানদণ্ড পূরণ না করলে নিবন্ধ তৈরি হলেও তা অপসারণ করে দেওয়া হয়। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১০:০৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় ANKAN,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Sourov Raj-এর প্রশ্ন (১২:৫৬, ২১ জুন ২০২১)[সম্পাদনা]

ANKAN ভাই, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আইডি যে খুলা হলো এটা কে কি কেউ হ্যাক করতে পারবে? --Sourov Raj (আলাপ) ১২:৫৬, ২১ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Sourov Raj: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটার উত্তর নির্ভর করছে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য কী ধরণের নিরাপত্তাব্যবস্থা তৈরি করেছেন তার উপর। আপনি যদি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন, তবে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। সাধারণত অন্তত ৮টি অক্ষর বিশিষ্ট, বড় হাতের ও ছোট হাতের অক্ষর এবং নম্বর মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করার পরামর্শ দেয়া হয়। এছাড়া ব্যক্তিগত তথ্য/নাম এবং অন্য ওয়েবসাইটে ব্যবহৃত পাসওয়ার্ড ব্যবহার না করা হলে পাসওয়ার্ড শক্তিশালী হয়। দূর্বল পাসওয়ার্ড ঝুঁকিতে থাকতে পারে। আপনি আপনার পছন্দ অপশনে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ― অংকন (আলাপ) ০৪:৪২, ২৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Sreyo Sikder-এর প্রশ্ন (১৬:৩০, ২৮ জুন ২০২১)[সম্পাদনা]

How can i make an article about me on wikipedia? --Sreyo Sikder (আলাপ) ১৬:৩০, ২৮ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Sreyo Sikder: উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। জীবনী বিষয়ক কোনো নিবন্ধ তৈরি করতে হলে জন্য প্রথমে ঐ নিবন্ধটিকে উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ হতে হয়। আর মানদণ্ড পূরণ না করলে নিবন্ধ তৈরি হলেও তা অপসারণ করে দেওয়া হয়। উইকিপিডিয়া নিজের তথ্য যুক্ত করার কোনো স্থান নয়। প্রাসঙ্গিক হিসেবে জেনে নিতে পারেন, উইকিপিডিয়া কী নয়। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৫:৩৫, ২৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় ANKAN,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

করিমগঞ্জ উপজেলা নিয়ে Md Salman shekh-এর প্রশ্ন (০৯:১৩, ৫ জুলাই ২০২১)[সম্পাদনা]

আমি কি ভাবে একটা লেখায় কিছু তথ্য যোগ করব? --Md Salman shekh (আলাপ) ০৯:১৩, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Md Salman shekh: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। তথ্য যোগ করার জন্য আপনি ঐ নিবন্ধে গিয়ে ডেস্কটপ থেকে হলে সম্পাদনা কিংবা মোবাইল থেকে হলে ডানের পেন্সিল আইকনে ক্লিক করুন। এরপরে যে অংশে তথ্য যোগ করতে চাইছেন, সেখানে যুক্ত করুন। এক্ষেত্রে তথ্যটা যেখান থেকে পেয়েছেন (জাতীয় দৈনিক পত্রিকার সংবাদের লিঙ্ক/বই) যুক্ত করে দিন। তথ্যসূত্র যুক্ত করার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৬:২১, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:Tuhinur946383 নিয়ে Tuhinur946383-এর প্রশ্ন (২০:১৪, ৫ জুলাই ২০২১)[সম্পাদনা]

আলহামদুলিল্লাহ --Tuhinur946383 (আলাপ) ২০:১৪, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আজাকি হালনাগাদ ১৭ জুলাই ২০২১[সম্পাদনা]

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত দ্য আনসাক্সেসফুল সেলফ্‌-ট্রিটমেন্ট অব আ কেস অব "রাইটার্স ব্লক" নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ১৭ জুলাই ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৫:৫৬, ৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ওসামা বিন লাদেন নিয়ে Krishna Pado Rai-এর প্রশ্ন (১৩:২৪, ১৩ জুলাই ২০২১)[সম্পাদনা]

1*আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না । কিন্তু নিজের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, কি করে আমি এই অভ্যাসটা বন্ধ করে দিতে পারি? 2* আমাদের স্টেশনারীজ ব্যবসা আছে। কিন্ত উন্নত করার জন্য কি ধরনের কাজ করব? --Krishna Pado Rai (আলাপ) ১৩:২৪, ১৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Krishna Pado Rai: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ, যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়, জীবনী, ইত্যাদি নিয়ে নিবন্ধ থাকে। উইকিপিডিয়া কোনো চিকিৎসা-বিষয়ক পরামর্শ দেয় না, এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট বিষয়ের ডাক্তারের সাথে কথা বলুন। উইকিপিডিয়াতে সিগারেট সম্পর্কে জানতে এই নিবন্ধটি পড়ুন, আপনি চাইলে ইংরেজি এই নিবন্ধ থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধটি সম্পূর্ণ করতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৫:৩৬, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Jahid ahamed srabon-এর প্রশ্ন (০৩:৪২, ১৪ জুলাই ২০২১)[সম্পাদনা]

‘হ্যা নিস্সয়’ --Jahid ahamed srabon (আলাপ) ০৩:৪২, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Jahid ahamed srabon: শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। এটি একটি অনলাইন বিশ্বকোষ, যেখানে বিভিন্ন বিষয়ের নিবন্ধে নানাবিধ তথ্যাবলী থাকে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন বিষয়ে তথ্য যোগ করে থাকেন এখানে। আপনি অবদান রাখতে শুরু করার জন্য প্রাথমিক কিছু কাজের মাধ্যমে এগোতে পারেন। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করলে ধীরে ধীরে পরের যাবতীয় কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৫:৩৮, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ হাদিসুর রহমান-এর প্রশ্ন (১৪:২৯, ১৮ জুলাই ২০২১)[সম্পাদনা]

আসসালামু আলাইকুম। কেমন আছেন ?? আমার নামের ভুল হয়েছে ... রহমান না হয়ে রহমনা হয়ে হয়ে গেছে .. এ বিষয়ে হেল্প চাই ......... --মোঃ হাদিসুর রহমান (আলাপ) ১৪:২৯, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@মোঃ হাদিসুর রহমনা: ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা নেবেন। ব্যবহারকারী নাম পরিবর্তন করা সম্ভব, এজন্য আপনি নাম পরিবর্তনের এই পাতায় গিয়ে উক্ত পাতার নির্দেশনা অনুচ্ছেদের ৪ নম্বর লিঙ্কে (নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন শীর্ষক) ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন একটা ছবিতে বিস্তারিত বলা আছে কী লিখতে হবে। ঐ নির্দেশনা অনুসরণ করে আবেদন করলে আপনার নাম পরিবর্তন করে দেয়া হবে। নাম পরিবর্তনে কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় জানান। ― অংকন (আলাপ) ১২:১৮, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Humayun668-এর প্রশ্ন (১০:৩৪, ২০ জুলাই ২০২১)[সম্পাদনা]

ধন্যবাদ প্রথমে, এখানে নিবন্ধ ছাড়া ও ব্যাক্তিগত তথ্য ছবিসহ কেমনে আপলোড করবো? --Humayun668 (আলাপ) ১০:৩৫, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Humayun668: শুভেচ্ছা নেবেন। আমি দেখতে পাচ্ছি আপনি ইতিমধ্যে আপনার ব্যবহারকারী পাতায় কিছু তথ্য যুক্ত করেছেন। এভাবে এখানে তথ্য যুক্ত করা যেতে পারে। তবে এই ব্যবহারকারী পাতা কেবলমাত্র উইকির যোগাযোগের জন্যই, নিজের ব্যক্তিগত তথ্য যোগ করার কোনো প্ল্যাটফর্ম এটা নয়। লক্ষ্য করুন, উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। এখানে ব্যবহারকারীরা নিবন্ধে তথ্য যোগ করে অবদান রাখেন মুক্ত বিশ্বকোষ গড়ে তুলতে। প্রাসঙ্গিক হিসেবে জেনে নিতে পারেন, উইকিপিডিয়া কী নয়। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১২:২৭, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[সম্পাদনা]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

M.Hasnain Amin Khan B.P.M. নিয়ে M.Hasnain Amin Khan B.P.M.-এর প্রশ্ন (১০:৩১, ৩০ জুলাই ২০২১)[সম্পাদনা]

আমি কিভাবে এখানে আমার ঠিকান বায়ু ডাটা যোগ করতে পারি --M.Hasnain Amin Khan B.P.M. (আলাপ) ১০:৩১, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@M.Hasnain Amin Khan B.P.M.: শুভেচ্ছা নেবেন। আপনি সম্ভবত বায়োডাটা বুঝিয়েছেন। লক্ষ্য করুন, উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তথ্য থাকে। এখানে ব্যবহারকারীরা নিবন্ধে তথ্য যোগ করে অবদান রাখেন মুক্ত বিশ্বকোষ গড়ে তুলতে। এটা বায়োডাটা তৈরির বা নিজের সম্পর্কে তথ্য যোগ করার কোনো প্ল্যাটফর্ম নয়। প্রাসঙ্গিক হিসেবে জেনে নিতে পারেন, উইকিপিডিয়া কী নয়। উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে প্রশ্নের জন্য জানাতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৪:৩৪, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মোহাম্মদ আহ্নানাফ সিকদার বাবু-এর প্রশ্ন (০৪:৪২, ৩১ জুলাই ২০২১)[সম্পাদনা]

আমি নিজের মধ্যে থাকা সমাজের সমসাময়িক কিছু বিষয় নিয়ে লিখতে চাই। এটি কোন বিভাগে লিখবো এবং এর নির্দিষ্ট কোনো শর্ত আছে কি? --মোহাম্মদ আহ্নানাফ সিকদার বাবু (আলাপ) ০৪:৪২, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ আহ্নানাফ সিকদার বাবু: আপনার আগ্রহকে স্বাগত জানাই। সমসাময়িক বিষয়ের মধ্যে যা বিশ্বকোষে থাকার যোগ্য, তা নিয়ে আপনি নির্ভরযোগ্য তথ্যসূত্রের ভিত্তিতে নিবন্ধ লিখতে পারবেন। নির্ভরযোগ্য তথ্যসূত্র মানে জাতীয় দৈনিক, কোনো পুস্তক, ইত্যাদি। মৌলিক লেখা, যার বিষয়বস্তু অন্য কোথাও নেই, সেগুলো আপনি নিজে প্রথম গবেষণা করে উইকিপিডিয়াতে লিখতে পারবেন না। আপনার প্রথম নিবন্ধ নিয়ে আরো জানতে উল্লেখিত লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৪:৩৮, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুমন চন্দ্র নাথ-এর প্রশ্ন (০৯:০৯, ৩১ জুলাই ২০২১)[সম্পাদনা]

প্রিয় মেন্টার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি সুমন চন্দ্র নাথ নতুন একজন উইকিপিডিয়া ব্যবহাকারী। গত ৩০/০৭/২০২১ তারিখে আমি একটি নতুন মন্দিরের নিবন্ধন প্রকাশ করেছিলাম। যা প্রকাশিত হয়নি। অনুগ্রহপূর্বক আমাকে যদি সহযোগিতা করেন কিভাবে নতুন নিবন্ধন প্রকাশিত হবে তার বিস্তারিত জানালে উপকৃত হবো। ধন্যবাদ। --সুমন চন্দ্র নাথ (আলাপ) ০৯:০৯, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@সুমন চন্দ্র নাথ: শুভেচ্ছা নেবেন। আমি দেখতে পাচ্ছি ৩১শে জুলাই আপনি একটি নতুন নিবন্ধ তৈরি করেছেন, যা পড়তে পারা যাচ্ছে। উইকিপিডিয়ায় সাধারণভাবে নিবন্ধ লেখার পর প্রকাশ করা মাত্রই প্রকাশিত হয়, আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। নিবন্ধ লেখার পরে আপনার মত অন্যান্য অবদানকারীরা কোনো সমস্যা থাকলে ঠিকঠাক করেন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অতএব আপনি নিশ্চিন্তে অবদান রাখা অব্যাহত রাখুন। আপনার তৈরি নিবন্ধে আরো তথ্য/ছবি যোগ করতে পারেন। এ সংক্রান্ত সমস্যায় নির্দ্বিধায় জানান। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৪:৪১, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Shameemdu1-এর প্রশ্ন (১৬:৩১, ২ আগস্ট ২০২১)[সম্পাদনা]

শুভ সন্ধ্যা । স্যার । আমি একটি নিবন্ধ প্রকাশ করেছি । যা অন্য লেখকদের মতো হয়নি । নিবন্ধনটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা কতটুকু । --Shameemdu1 (আলাপ) ১৬:৩১, ২ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Shameemdu1: শুভেচ্ছা নেবেন। আপনার তৈরি নিবন্ধটি লেখক হিসেবে উল্লেখযোগ্য কীনা তা নিয়ে আলোচনা চলছে। বাংলা উইকিপিডিয়ার অবদানকারীগণ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। উইকিপিডিয়ায় নিবন্ধ প্রকাশ করার পরেই প্রকাশিত হয়, তবে অন্যান্য সকল অবদানকারীরা বিশ্লেষণ করে দেখেন নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার যোগ্য কীনা। এ জন্য শুরুতে জেনে নিতে পারেন প্রথম নিবন্ধ শুরু করার পূর্বে কী কী দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ০৪:৪৫, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পাগলা-এর প্রশ্ন (০৮:০৭, ৫ আগস্ট ২০২১)[সম্পাদনা]

আমি জানি না উইকিপিডিয়ায় কি কি কাজ কিভাবে করতে হয় । কি কি কাজ আমি করব? --পাগলা (আলাপ) ০৮:০৭, ৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@পাগলা: বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। এটি একটি অনলাইন বিশ্বকোষ, যেখানে বিভিন্ন বিষয়ের নিবন্ধে নানাবিধ তথ্যাবলী থাকে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন বিষয়ে তথ্য যোগ করে থাকেন এখানে। আপনি অবদান রাখতে শুরু করার জন্য প্রাথমিক কিছু কাজের মাধ্যমে এগোতে পারেন। আপনি এখানে ক্লিক করলে সরাসরি নীড়পাতায় চলে যাবেন। নীড়পাতায় আপনি অবদান রাখতে আগ্রহী এমন বিষয় বেছে নিয়ে কাজ করতে পারবেন। নীড়পাতা থেকে দেয়া সম্পাদনার পরামর্শ অনুযায়ী কিছু কাজ করলে ধীরে ধীরে পরের যাবতীয় কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। এছাড়া এ সংশ্লিষ্ট কোনো সমস্যার জন্য আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৫:২৫, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক-এর প্রশ্ন (০৩:৩১, ৭ আগস্ট ২০২১)[সম্পাদনা]

আমি এখানে আমাদের(চাক) সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস উপস্থাপন করতে চাই কিভাবে করব। জানতে চাই।আর একাউন্টটি কিভাবে সক্রিয় করব? --ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক (আলাপ) ০৩:৩১, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস উপস্থাপনের জন্য নির্দিষ্ট নিবন্ধে তথ্য যোগ করতে পারেন। আমি চাক ভাষা, চাক ইত্যাদি নিবন্ধ দেখতে পাচ্ছি, যেখানে অনেক তথ্য যোগ করবার স্থান রয়েছে। কীভাবে তথ্য যোগ করবেন, তা জানার জন্য উদাহরণ হিসেবে অন্য নিবন্ধ দেখতে পারেন (যেমন বাংলাদেশ)। তথ্য যোগ করার পাশাপাশি তথ্যসূত্র (যেখান থেকে তথ্যটি পেয়েছেন) যোগ করবেন। তথ্যসূত্র হতে পারে জাতীয় দৈনিক, বই, বৈজ্ঞানিক সাময়িকী, প্রভৃতি। আর আপনার অ্যাকাউন্ট তৈরি করা মাত্রই সক্রিয় হয়েছে। এ সংক্রান্ত কোনো প্রশ্ন স্বচ্ছন্দে করতে পারেন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৫:৩১, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Omar Faruk Hridoy-এর প্রশ্ন (১৮:০৯, ১১ আগস্ট ২০২১)[সম্পাদনা]

আমি বাংলাদেশ একজন জনপ্রিয় অভিনেত্রীর বায়ো সেট করবো কীভাবে --Omar Faruk Hridoy (আলাপ) ১৮:০৯, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Omar Faruk Hridoy: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বায়ো সেট বলতে সম্ভবত আপনি উইকিপিডিয়ার নিবন্ধে তার জীবনী বিষয়ক তথ্য যোগ করার কথা বুঝিয়েছেন। ঐ ব্যক্তির নিবন্ধ কি বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যে রয়েছে? যদি ঐ ব্যক্তির নিবন্ধ ইতিমধ্যে বাংলা উইকিপিডিয়ায় থাকে, তবে যথাযথ তথ্যসূত্রসহ (জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ, জাতীয় পর্যায়ে বিখ্যাত ম্যাগাজিন, প্রভৃতির লিঙ্ক) "সম্পাদনা" অংশে ক্লিক করে তার সম্পর্কে তথ্য যোগ করতে পারেন। এক্ষেত্রে ভাষা নিরপেক্ষ হতে হবে, যেন তা প্রচারণামূলক না হয়। এ সম্পর্কে আরো জানতে দেখতে পারেন জীবিত ব্যক্তির জীবনী। এ সংক্রান্ত কোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। ― অংকন (আলাপ) ১৪:০৪, ১২ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Omar Faruk Hridoy-এর প্রশ্ন (১৮:০৯, ১১ আগস্ট ২০২১) (2)[সম্পাদনা]

আমি বাংলাদেশ একজন জনপ্রিয় অভিনেত্রীর বায়ো সেট করবো কীভাবে --Omar Faruk Hridoy (আলাপ) ১৮:০৯, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

গর্জনশীল চল্লিশা নিয়ে Md Amirul haque shamim-এর প্রশ্ন (১২:৩৯, ১৪ আগস্ট ২০২১)[সম্পাদনা]

এ সম্প‌র্কে বিস্তা‌রিত জান‌তে পা‌রি? --Md Amirul haque shamim (আলাপ) ১২:৩৯, ১৪ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Md Amirul haque shamim: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি কি আপনার প্রশ্নটা আরেকটু ব্যাখ্যা করবেন? এ সম্পর্কে বলতে যদি গর্জনশীল চল্লিশা নিয়ে জানতে চেয়ে থাকেন, তবে Roaring Forties ― এই ইংরেজি নিবন্ধটি পড়তে পারেন, এবং সেখান থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধে তথ্য যোগও করতে পারেন। বাংলাতে এই নিবন্ধে যথেষ্ট তথ্য নেই, দুঃখজনকভাবে। ― অংকন (আলাপ) ০৪:১৩, ১৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

গৌতম বুদ্ধ নিয়ে Kumar Navdeep Singh-এর প্রশ্ন (০৫:০৩, ১৬ আগস্ট ২০২১)[সম্পাদনা]

আমি --Kumar Navdeep Singh (আলাপ) ০৫:০৩, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]