ব্যবহারকারী আলাপ:ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক
আলোচনা যোগ করুনসুপ্রিয় ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
|
—মারুফ হোসেন (আলাপ) ১৪:৩৩, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)
চক (জাতিগোষ্ঠী) নিবন্ধে তথ্য যোগ প্রসঙ্গে
[সম্পাদনা]সুপ্রিয় অবদানকারী, সম্প্রতি চক (জাতিগোষ্ঠী) নিবন্ধে আপনি তথ্য যোগ করছেন, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু আপনি নিবন্ধের তথ্য বাংলাপিডিয়ার] এই পাতা থেকে হুবহু অনুলিপি তথা কপি করছেন, যা উইকিপিডিয়ার নীতিমালার বাইরে। আপনি ঐ তথ্যগুলো নিজ ভাষায় পরিবর্তন করে লিখুন, যেন হুবহু বাক্য/শব্দ না থাকে। শুভকামনা রইল। ― অংকন (আলাপ) ১৫:১০, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)
চাকদের খাবার
[সম্পাদনা]চাকদের খাদ্য তালিকা যদি দেখি এদের প্রধান খাদ্য ভাত। চাকরা মুলত তেলের পরিবর্তে এক প্রকার মাছ ও চিংড়ি দিয়ে তৈরি যাকে নাপ্পি বা নিপিক নামে প্রচললন রয়েছে এটিকে ব্যবহার করে থাকে। নাপ্পি দিয়ে তৈরি বিশেষ খাবার কাইংরাবুং ও লাকঠক অন্যতম। এই দুটি খাবার প্রতি বেলা খাবার তালিকায় স্থান পায়। ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক (আলাপ) ১৮:১১, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
গণঅধিকার পরিষদ
[সম্পাদনা]গণ অধিকার পরিষদ বাংলাদেশে উদীয়মান একটি রাজনৈতিক দল। যা তারুণ্যের ছোঁয়া ও তারুণ্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়। আহবায়ক ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কে সদস্য সচিব করে ৮৩ জন বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয় ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক (আলাপ) ১৮:৩২, ৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)