বিষয়বস্তুতে চলুন

গর্জনশীল চল্লিশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ অধিক হওয়ায় দক্ষিণ পশ্চিম প্রত্যায়ন বায়ুর গতি ও বেগ যথেষ্ট পরিবর্তিত হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে স্থলভাগ অতি অল্প থাকায় এ পশ্চিমা বায়ু কোথাও বাধাপ্রাপ্ত হয় না। তাই সারা বছর অবাধে প্রবল বেগে প্রবাহিত হয়। নির্দিষ্ট পথে অধিক বেগে প্রবাহিত হয় বলে প্রবল পশ্চিমা বায়ু নামে পরিচিত। ৪০ ডিগ্রী হতে ৪৭ ডিগ্রী পর্যন্ত এ পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি থাকে। তাই এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয়।

নিউজিল্যান্ডের কুক প্রনালীতে গর্জনশীল চল্লিশা উচ্চতর তরঙ্গ তৈরি করে এবং উপকূলে ক্ষয় হয়, যেটি চিত্রে দেখানো হয়েছে।