ব্যবহারকারী আলাপ:Shameemdu1

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

সুহিতা সুলতানা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

সুহিতা সুলতানা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সুহিতা সুলতানা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। গোলা মুকি(আলাপ)১৮:২৮, ২ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা অপসারণ না করার অনুরোধ[সম্পাদনা]

কবি সুহিতা সুলতানা ৮০ এর দশকের কবি । এবং তাঁর ৩০ এর অধিক কাব্যগ্রন্থ বিভিন্ন প্রকাশনী থেকে বিগত ৪০ বছর প্রকাশিত হয়েছে । তাছাড়া তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক হিসেবে দায়িত্বরত । গুগলে অনুসন্ধান করলে তাঁর নামে অনেক তথ্য চলে আসবে । দেশে এবং বিদেশের অ্যামাজনেও তাঁর বই পাওয়া যায় । প্রচারবিমূখ এই কবির তথ্য তাই রাখার জন্য একান্ত অনুরোধ করছি ।


--২২:১০, ২ আগস্ট ২০২১ (ইউটিসি)114.130.84.154 (আলাপ)