বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:হাম্মাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

[সম্পাদনা]

দৃষ্টি আকর্ষণ করছি

[সম্পাদনা]

ভাই হাম্মাদ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

আপনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু দপ্তরকম্বোডিয়ায় শিশুশ্রম নিবন্ধ দুটি অনুবাদ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার অনুবাদ প্রকাশের আগেই, অন্য দুইজন নিবন্ধ নিয়ে কাজ শুধু করে দিয়েছিল ও তারা অনুবাদ সম্পন্ন করার উদ্দেশ্যেই কাজ শুধু করেছিল। এখন সমস্যা হল কি, যেহেতু তারা আগে নিবন্ধ দুটি নিয়ে কাজ শুধু করেছেন ও নিবন্ধ দুটি তৈরি করেছেন, হিসেবে পয়েন্ট তারা পাবেন। দয়া করে হতাশ হবেন না।

আমি জানি আপনি বেশ কষ্ট করে নিবন্ধ দুটি অনুবাদ করেছেন। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এক নিবন্ধ দুইজনের নামে জমা দেওয়া সম্ভব নয় ও এক নিবন্ধের জন্য দুইজকে পয়েন্ট দেওয়া সম্ভব নয়। আমি তাদের সাথে কথা বলে দেখব যেন তারা আপনাকে নিবন্ধটি ছেড়ে দেয়, তবে কোন কথা দিচ্ছি না কেননা তাদের জোর করা অনুচিত হবে। তারা যদি স্ব ইচ্ছায় ছেড়ে দেয়, তবে তো ভালো, না হলে করার কিছু নেই।

পরামর্শ: সামনে যখন নতুন অনুবাদ শুধু করবেন, ধরুন "ক" নামক নিবন্ধ অনুবাদ করবেন, তবে তখন {{কাজ চলছে}} লিখে "ক" পাতাটি তৈরি করুন। তারপর বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে "ক" অনুবাদ করা চালিয়ে যান। তাহলে ভবিষ্যতে এমন হবে না।

আমি আপনাকে আবারো ধন্যবাদ জানাই। উইকিপিডিয়া পরস্পরের সহযোগিতায় ঘটে উঠেছে ও আপনি যে কাজটি করেছেন তা ঠিক আছে। অন্য কেউ তৈরি করেছে বলে কি হয়েছে, আপনি যে কোন নিবন্ধ যেকোন সময় এভাবে অনুবাদ করতে পারেন। তবে যেহেতু প্রতিযোগিতায় পয়েন্ট দেওয়ার বিষয়টি জড়িত, প্রতিযোগিতায় আপনার আগে কেউ প্রতিযোগিতার কোন নিবন্ধ নিয়ে কাজ শুরু করলে, ঐ নিবন্ধটি তার অনুবাদ করার জন্য রেখে দিন, আপনি অনুবাদ করতে যাবেন না। আপনি যদি প্রতিযোগিতার ঐ নিবন্ধ নিয়ে কাজ করতেও চান, প্রতিযোগিতার পর বা ঐ ব্যক্তির কাজ শেষ পর সেটি নিয়ে কাজ করুন। আবারো, দয়া করে হতাশ হবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৫, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু দপ্তর প্রথমে শুরু করেছেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি এই নিবন্ধটি আপনার জন্য ছেড়ে দিতে রাজি হয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু দপ্তর নিবন্ধের জন্য পূর্ণ পয়েন্ট আপনাকে দেওয়া হবে। নিবন্ধটি আপনাকে নামে জমা করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৭, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি যখন অনুবাদক যন্ত্র ব্যবহার করে করেছি তখন অন্য কেউ সেটা নিয়ে কাজ শুরু করেছে এমনটা লেখা উঠেনি, তাই বুঝিনি। সামনে আপনার পরামর্শ অনুযায়ীই কাজ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে ও যে আমার জন্য নিবন্ধের পয়েন্ট ছেড়ে দিয়েছে তাকে।হাম্মাদ (আলাপ) ০৩:১৬, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
সমস্য নেই, ব্যাপার না। উপরের বলা পরামর্শ আবার বলি: “সামনে যখন নতুন অনুবাদ শুধু করবেন, ধরুন "অমুক শেষে শিশুশ্রম" নামক নিবন্ধ অনুবাদ করবেন, তবে তখন {{কাজ চলছে}} লিখে "অমুক শেষে শিশুশ্রম" পাতাটি তৈরি করে রাখুন। তারপর বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে "অমুক শেষে শিশুশ্রম" অনুবাদ করা চালিয়ে যান। তাহলে ভবিষ্যতে এমন হবে না।” --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:২৩, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
অসাধারণ নবাগত পদক
সুপ্রিয় হাম্মাদ
বাংলা উইকিপিডিয়ায় নবাগত হয়েও চলমান "উইকি শিশুদের ভালোবাসে" প্রতিযোগিতায় বেশ ভালো অবদান রাখছেন। আপনার অনূদিত নিবন্ধগুলো বেশ সুলিখিত ও তথ্যবহুল। আশাকরি ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে। অপনার উইকি যাত্রা উপভোগ্য হোক!
ধন্যবাদান্তে ≈ MS Sakib  «আলাপ» ০৫:৪৭, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি শিশুদের ভালোবাসে ২০২১

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ,

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রাজিলে শিশুশ্রম পাতাটি তৈরির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিবন্ধটিতে কিছু সমস্যা থাকার জন্য এক বা একাধিক পর্যালোচক নিবন্ধটি গ্ৰহণ করতে পারেননি। ফাউন্টেনে একজন পর্যালোচক উল্লেখ করেছেন,

অনেক ইংরেজি কথা থেকে গিয়েছিল। '২.৯ এরও বেশি ১৭ বছরের কম বয়সী মিলিয়ন শিশু' অর্থ হল না তো, মিলিয়ন কথাটি ২.৯ এর পরে বসবে। নিবন্ধের শেষের দিকে টেবিলের ইংরেজি কথাগুলি বাংলায় লিখে দিন, তাহলেই গ্রহণ করা যাবে।

নিবন্ধে উল্লেখিত সমস্যাগুলো সমাধান করে পর্যালোচকদের জানাতে ভুলবেন না। শুভেচ্ছা সহ —শাকিল (আলাপ · অবদান) ০৪:৫৪, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (তথ্য প্রদানের অনুরোধ)

[সম্পাদনা]

উইকি শিশুদের ভালোবাসে ২০২১
১ অক্টোবর - ১৫ অক্টোবর, ২০২১

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (উইকি লাভস চিল্ড্রেন) প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক শিশু প্রসঙ্গে নিবন্ধ তৈরির মাধ্যেম বাংলা উকিপিডিয়াকে সমৃদ্ধ করার প্রচেষ্টায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং পুরস্কার ও সনদপত্র প্রদান সহ পরবর্তী ধাপগুলি সম্পন্ন করতে আমাদেরকে সহযোগিতা করুন৷

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজকদের সাথে যোগাযোগ করুন।


শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
১৮:৪৬, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

[সম্পাদনা]
পদক

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

প্রিয় হাম্মাদ,
বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি আয়োজিত, ‘উইকি শিশুদের ভালোবাসে ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় শিশু বিষয়ক নিবন্ধ তৈরির মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার সরব ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
০৭:৪২, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২১

[সম্পাদনা]
সুপ্রিয়
হাম্মাদ
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ৪টি নিবন্ধ লেখায়
আপনাকে এই

দেওয়া হল।

শুভেচ্ছা। ঐশিক রেহমান (আলাপ) ২৩:৩৬, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Wikipedia Asian Month 2021 Postcard

[সম্পাদনা]

Dear Participants,

Congratulations!

It's Wikipedia Asian Month's honor to have you all participated in Wikipedia Asian Month 2021, the seventh Wikipedia Asian Month. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the Wikipedia Asian Month International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2021. Please kindly fill the form, let the postcard can send to you asap!

This form will be closed at March 15.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2022.02

ঈদ মোবারক

[সম্পাদনা]

মোবারকবাদে: আঃ আজিজ ফাহাদ (আলাপ)

জাজাকাল্লাহ খাইরান। আপনার জন্যও শুভকামনা। হাম্মাদ (আলাপ) ১০:০৮, ৪ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুন

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ

আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।

আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক

ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

UOzurumba (WMF) (আলাপ) ০১:৪৫, ৪ মে ২০২২ (ইউটিসি) ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)উত্তর দিন

জালাল আদ-দীন মাঙ্গুবার্দী

[সম্পাদনা]

তার সম্পর্কে উইকিপিডিয়ায় পৃষ্ঠা চাই 37.111.245.187 (আলাপ) ১৭:০৭, ৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত এ. পি. জে. আবদুল কালাম নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত এ. পি. জে. আবদুল কালাম নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৫:১২, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। হাম্মাদ (আলাপ) ১৫:৫৩, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত কাবা নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত কাবা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৪৬, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত আন্দালুসিয়া নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত আন্দালুসিয়া নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ০৭:৫৫, ২২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি শীর্ষ দশের একজন হয়েছেন। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। অংকন ১৭:১০, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন


"উইকিপিডিয়া এশীয় মাস ২০২২" এডিটাথনে অংশ নিন!

[সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে উইকিপিডিয়ার বার্ষিক প্রতিযোগিতা উইকিপিডিয়া এশীয় মাসের ২০২২ আসর। মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন। Aishik Rehman (আলাপ) - ১১:৫২, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় হাম্মাদ,
আশা করি কনকনে এই ঠাণ্ডাতেও ভালো আছেন। বিগত ২০২২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর নাগাদ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ (বাংলা)
১৫:১৩, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

প্রিয় হাম্মাদ,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মুঘলানী বেগম নিবন্ধ প্রসঙ্গে

[সম্পাদনা]

প্রিয় সুধী @হাম্মাদ; আপনি যে মুঘলানী বেগম নামে নিবন্ধটি লিখছেন, তা ইতিমধ্যে মুঘলানি বেগম নামে উপলব্ধ রয়েছে। -- AbuSayeed (আলাপ) ১৭:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

জানানোর জন্য ধন্যবাদ।
এখন আমি কি আমারটা ডিলিট করে দিব? হাম্মাদ (আলাপ) ১৭:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ, নিবন্ধটি মুঘলানি বেগম পাতায় পুনর্নির্দেশ করা হয়েছে। আপনি কোন নতুন নিবন্ধ তৈরি করার আগে একবার যাচাই করে নিতে পারেন এটি কি আগে থেকে আছে। তাহলে আর বাড়তি বিড়ম্বনায় পড়তে হবে না।-- AbuSayeed (আলাপ) ১৭:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাংলায় নাম

[সম্পাদনা]

সুপ্রিয় @হাম্মাদ, আমি আপনার করা Shah Jahan Begum of Bhopal কে শাহজাহান বেগম (ভোপাল) শিরোনামে স্থানান্তর করেছি এবং Jahanzeb Banu Begum কে জাহানজেব বানু বেগম শিরোনামে স্থানান্তর করেছি। বাংলা উইকিপিডিয়াতে মূলত সব কিছু বাংলায়ই করা হয়। তাই নতুন নিবন্ধের নাম বাংলায় করার অবরোধ রইলো। কোন ধরণের সমস্যায় আমার আলাপ পাতায় বার্তা পাঠান।-- AbuSayeed (আলাপ) ০৩:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ।
ইংরেজি নিবন্ধের missing in Bengali তে ক্লিক করলে নিবন্ধের নামটি ইংরেজি থেকে যায়। এক্ষেত্রে পরামর্শ দিলে ভালো হতো। হাম্মাদ (আলাপ) ১১:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি অনুবাদ করার সময় নিবন্ধের নামের উপর ক্লিক করে অনুবাদ করে নিলেই হবে। আর নিবন্ধটিতে যদি লেখা চলমান অবস্থায় থাকে, তবে কাজ চলছে টেমপ্লেট ব্যবহার করতে পারেন। পরে নিবন্ধটি শেষ হয়ে গেলে এটা মুছে দিবেন।-- AbuSayeed (আলাপ) ১২:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথন প্রশিক্ষণ কর্মশালা ২০২৩

[সম্পাদনা]

প্রিয় হাম্মাদ,

বাংলাদেশ সময় আজ রাত ৮.০০ ঘটিকায় (ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০) চলমান নারীবাদ ও লোকগাথা এডিটাথনকে উপজীব্য করে একটি অনলাইন কর্মশালা ও সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।

  • প্রথম এক ঘন্টার কর্মশালায় অনুবাদের মান অনুধাবন, অনুবাদ সরঞ্জাম বা টুলসগুলোর সর্বোচ্চ সুবিধা গ্রহণের উপায় ও ব্যবহার, সহায়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ন্যুনতম সময়ে মানসম্পন্ন নিবন্ধ তৈরি , রুক্ষ ও সাবলীল অনুবাদের পূর্ণাঙ্গ ধারণাসহ অন্যান্য প্রাসঙ্গিক কর্ম অন্তর্ভুক্ত থাকবে। কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বও থাকবে।
  • দ্বিতীয় এক ঘন্টায় আমরা উন্মুক্ত আলোচনায় অংশ নিব।

মিটিংয়ে যুক্ত হওয়ার উপায়:

  • গুগল মিট অ্যাপস বা meet.google.com ওয়েবসাইটের মাধ্যমে মিটিং কোড yry-wfwy-bfc প্রবেশে করিয়ে অথবা সরাসরি meet.google.com/yry-wfwy-bfc লিংকে ক্লিক করেও সরাসরি যুক্ত হতে পারবেন।
  • মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য অবশ্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

শুভেচ্ছান্তে, -- Aishik Rehman ০৮:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়ার সাপের তালিকা (কলুব্রিডে) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

হ্যালো, এবং উইকিপিডিয়ায় স্বাগতম। যদিও উইকিপিডিয়ায় যে কেউ সম্পাদনা করতে পারে, তবে অগঠনমূলক নিবন্ধ, যেমন: দক্ষিণ এশিয়ার সাপের তালিকা (কলুব্রিডে), আমাদের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি যদি পরীক্ষামূলক সম্পাদনা করতে চান তাহলে খেলাঘর ব্যবহার করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ০৮:০৭, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন!

[সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪২, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪

[সম্পাদনা]

সুপ্রিয় বাংলা উইকিপিডিয়ান ও অন্যান্য সহপ্রকল্পের স্বেচ্ছাসেবক পাঠক এবং অবদানকারীবৃন্দ,

প্রতি বছরের মতো এই বছরেও শুরু হয়ে গেছে উইকিপিডিয়া:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে নিবন্ধ তৈরির এই প্রতিযোগিতা চলবে ১লা ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত। রয়েছে বিশেষ কিছু আন্তর্জাতিক পুরস্কার। অংশগ্রহণ করে বাংলা উইকিপডিয়াকে সমৃদ্ধ করুন।

Nettime Sujata (আলাপ) ০৬:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

[সম্পাদনা]
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় হাম্মাদ!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।

একনজরে
  • অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
  • নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
  • নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।

প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৭, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় হাম্মাদ,
আশা করি এই ঝনঝনে রোদ আর হালকা ঠাণ্ডায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন। সদ্য বিদায়ী ২০২৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এডিট-আ-থনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
(ব্যবহারকারী:Aishik Rehman)
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ — ২০২৪
১১:৪২, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ০৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

লিথুয়ানিয়ায় হলোকস্ট নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য লিথুয়ানিয়ায় হলোকস্ট নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন ᱚᱨᱤᱡᱤᱛ ০১:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটি পূর্বেই লিথুনিয়ায় ইহুদি গণহত্যা নামে তৈরি হয়েছে।অনুবাদ টুল ব্যবহার করে নিবন্ধটি তৈরীর সময় সমস্যার কারণে এটি লিথুনিয়ায় হোলোকাস্ট প্রকাশ যায়।নিবন্ধটি অপসারণের চেষ্টা করলেও পারিনি।তাই নিবন্ধটি অপসারণের প্রস্তাব দেয়ার জন্য ধন্যবাদ। হাম্মাদ (আলাপ) ০২:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

জিম্বাবুয়ের রাজনৈতিক ইতিহাস

[সম্পাদনা]

সুধী, জিম্বাবুয়ের রাজনৈতিক ইতিহাস নিবন্ধটিতে সম্পাদনা, কোডিং ও অনুবাদ জনিত সমস্যা আছে। এছাড়া কিছু টীকা অনূদিত পাতায় নেই। এগুলোর সমাধান করতে হবে। মেহেদী আবেদীন ০৮:৫৭, ১৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সকল সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু,n গ্রুপ উদ্ধৃতিগুলোর issn ত্রুটিটি সমাধান করতে পারছিনা। নিবন্ধটি পুনঃপর্যালোচনার অনুরোধ রইল। হাম্মাদ (আলাপ) ১৭:২৯, ১৭ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ আবার পর্যালোচনা করেছি। অনুবাদে তেমন কোন ভুল নেই। নিবন্ধটিও সম্পূর্ণ লাগছে। মূল সমস্যা রচনাশৈলীতে। এছাড়া টেবিলগুলো ইংরেজি পাতার সাথে তুলনা করে দেখুন। এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক করতে বেশি সময় লাগার কথা নয়। আর হ্যাঁ মেনশন না করে আলাপ পাতায় জানালে আমি নোটিফিকেশন পাইনা। মেহেদী আবেদীন ১৫:৫০, ২১ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ঠিক করা হয়েছে। হাম্মাদ (আলাপ) ১৭:৪২, ২২ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ একটা টেবিল ভুলে নিবন্ধে ছিল না। আমি ওটা ইংরেজি পাতা থেকে কপি করে দিয়েছি। "প্রারম্ভিক বছরগুলোতে দায়িত্বশীল সরকার (১৯২৩-১৯৫৩)" অনুচ্ছেদে রাখা টেবিলটা বাংলা করা মাত্র নিবন্ধটি গৃহীত হবে। মেহেদী আবেদীন ২৩:৩৪, ২২ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে।ধন্যবাদ ভাই। হাম্মাদ (আলাপ) ০৪:৪৯, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedinভাই করা হয়েছে। হাম্মাদ (আলাপ) ০৫:২০, ২৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ গৃহীত হয়েছে। মেহেদী আবেদীন ১২:০২, ২৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ধন্যবাদ ভাই। হাম্মাদ (আলাপ) ১৩:২২, ২৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 মন্তব্য বাক্যের শেষে দাড়ির (।) পরে রেফারেন্স থাকা উচিত। একটা অতিরিক্ত স্পেস আছে, সেগুলো ঠিক করুন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:০২, ১৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করেছি। কিন্তু উদ্ধৃতি ত্রুটিটি ঠিক করতে পারছিনা।n গ্রুপ উদ্ধৃতিগুলো বাদ দেওয়া প্রয়োজন। কারণ সকল গ্রুপ দ্বারা উদ্ধৃতিগুলো তথ্যসূত্র দ্বারা দেওয়া আছে। কষ্ট করে পারলে করে দেবেন। হাম্মাদ (আলাপ) ১৭:২৭, ১৭ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অ্যালভিন লুয়েডেক

[সম্পাদনা]

সুধী, অ্যালভিন লুয়েডেক নিবন্ধটি মোটামুটি ঠিক আছে। তবে এটাতে রচনা শৈলী সম্পর্কিত কিছু সম্পাদনা প্রয়োজন। সমস্যাগুলো ঠিক করার পর জানালে আমি পর্যালোচনা করে গ্রহণ করে নিবো। মেহেদী আবেদীন ১৫:৫২, ২১ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin সমস্যাগুলো ঠিক করা হয়েছে। পুনঃপর্যালোচনার অনুরোধ রইল। হাম্মাদ (আলাপ) ০৬:২১, ২৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ গৃহীত হয়েছে। মেহেদী আবেদীন ১৪:২৫, ২৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ হাম্মাদ (আলাপ) ১৬:২১, ২৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

একুশে নিবন্ধ প্রতিযোগিতা

[সম্পাদনা]

@হাম্মাদ, আপনার বেশ কিছু নিবন্ধ পর্যালোচনা করেছি, দয়া করে সেগুলো লক্ষ্য করুন। কোন সাহায্য প্রয়োজন হলে আমার আলাপ পাতায় বলুন। অন্য স্থানে বললে আমি সেটা লক্ষ্য নাও করতে পারি। আমার পর্যালোচনা গুলো [[https://fountain.toolforge.org/editathons/ekushey এই লিংকে খেয়াল করুন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:৫৫, ২৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram ভাই, রোনান ফ্যারো নিবন্ধটির রেফারেন্সের শিরোনাম অনুবাদ বলতে কি বুঝিয়েছেন? একটু ভেঙে বললে ভালো হতো। হাম্মাদ (আলাপ) ১৩:০০, ২৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ নিবন্ধের ৪৬, ৪৯, ৫১, ৯৪, ৩৫ এরকম কিছু তথ্যসূত্রে সমস্যা দেখতে পাচ্ছেন? সেখানে কি সমস্যা রয়েছে? লেখা আছে, শিরোনাম অনুপস্থিত বা খালি। তো সেটি কিভাবে সমাধান করা যায়? Guthrie, Marisa (২ অক্টোবর ২০১৩)। Exclusive। The Hollywood Reporter http://www.hollywoodreporter.com/live-feed/ronan-farrow-talks-host-msnbc-641539। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
এখানে আমি ৩৫ নং রেফারেন্স ref ট্যাগ ছাড়া উল্লেখ করলাম। দেখুন এইখানে শিরোনাম প্যারামিটার নেই, কিন্তু যেকোন রেফারেন্সে শিরোনাম প্যরামিটার বাধ্যতামূলক থাকে, এইজন্য ত্রুটি দেখাচ্ছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:২৬, ২৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ভাই,রোনান ফ্যারো নিবন্ধটি ঠিক করা হয়েছে। পুনঃপর্যালোচনার অনুরোধ রইল। হাম্মাদ (আলাপ) ১৭:৩১, ২৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ গ্রহণ করা হয়েছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:৫০, ২৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয় হাম্মাদ,

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনি সেরা দশজনের একজন হয়েছেন। আয়োজক দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি! পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে ১০ এপ্রিলের মধ্যে এই ফর্মটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১৩:৪৬, ২৭ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপদক: উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪

[সম্পাদনা]
সুপ্রিয়
হাম্মাদ
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ৫টি নিবন্ধ লেখায়
আপনাকে এই

দেওয়া হল।

আশা করি পরবর্তী বছরগুলোতেও আপনাকে আমরা পাশে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।- Aishik Rehman (আলাপ) ০৬:২০, ৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


আলী মোহাম্মদ রেজ নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত আলী মোহাম্মদ রেজ নিবন্ধটি পর্যালোচনা করেছি।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।মারুফ হাসান (আলাপ) ১২:১২, ৮ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Marufকোন পরামর্শ থাকলে জানালে উপকৃত হব। হাম্মাদ (আলাপ) ১৬:১০, ৮ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Wikipedia Asian Month 2024 Barnstar

[সম্পাদনা]

Dear হাম্মাদ,

Thank you for joining us in celebrating the 10th year of Wikipedia Asian Month!
We truly appreciate your contributions, and we look forward to seeing more articles about Asia written in different languages.

We also hope you continue to participate each year!

Sincerely,
Wikipedia Asian Month User Group


রামি ব্যারাক নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত রামি ব্যারাক নিবন্ধটি পর্যালোচনা করেছি।

নিবন্ধটিতে অনেক তথ্য যুক্ত আছে কিন্তু তথ্যসূত্র মাত্র ১ টি। বাকি সূত্রগুলো যুক্ত করা দরকার। অনুগ্রহ করে তথ্যসূত্র যুক্ত করে বার্তা দিবেন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।Dolon Prova (আলাপ) ০৪:১৮, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Dolon Prova ইংরেজির অধিকাংশ তথ্য সূত্রই অকার্যকর ছিল। তাই তথ্যসূত্র ছিল না।এখন, নতুন করে তথ্যসূত্র যোগ করা হয়েছে। বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ। হাম্মাদ (আলাপ) ০৭:০৪, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ম্যাপ সমস্যা

[সম্পাদনা]

@Marufভাই ম্যাপটা ঠিক করে দিল উপকৃত হব। হাম্মাদ (আলাপ) ০৭:০২, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক হালনাগাদ করা হয়েছে। Desher Maati (আলাপ) ০৭:১৬, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ এরকম বার্তা নিবন্ধের আলাপ পাতায় না দিয়ে ব্যবহারকারী আলাপ পাতায় দেওয়ার চেস্টা করবেন। ধন্যবাদ। মারুফ হাসান (আলাপ) ০৭:৩৫, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


বাব সেমারিন নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত বাব সেমারিন নিবন্ধটি পর্যালোচনা করেছি।

নিবন্ধের বিষয়শ্রেণী অনুবাদ করুন, নিবন্ধের মধ্যে দাড়ি কমার সমস্যা আছে, সেগুলো ঠিক করুন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:৩৯, ১৩ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkramভাই ঠিক করেছি। হাম্মাদ (আলাপ) ০২:৫৬, ১৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


সু ফেই-এরহ নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত সু ফেই-এরহ নিবন্ধটি পর্যালোচনা করেছি।

মন্তব্য অনুচ্ছেদটি অনুবাদ করতে হবে। সংশোধন শেষে বার্তা দিন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।Dolon Prova (আলাপ) ১৪:০০, ১৫ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


তৌফিক তিরৌই নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত তৌফিক তিরৌই নিবন্ধটি পর্যালোচনা করেছি।

তথ্যসূত্রের ত্রুটি দূর করুন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:৫৮, ২৩ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


আবদেলৌহেদ মুনতাসসির নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত আবদেলৌহেদ মুনতাসসির নিবন্ধটি পর্যালোচনা করেছি।

যান্ত্রিকতা রয়েছে, সাবলীল অনুবাদ করে জানান।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৬:০৮, ২৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


আল-হোবি পরিবারের গণহত্যা (৬ ডিসেম্বর, ২০২৩) নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত আল-হোবি পরিবারের গণহত্যা (৬ ডিসেম্বর, ২০২৩) নিবন্ধটি পর্যালোচনা করেছি।

তথ্যসূত্রের আর্কাইভের তারিখ ঠিক করুন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৪:৪৯, ২৭ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

এটা কি স্ক্যাম?

[সম্পাদনা]

@হাম্মাদ ভাই! আশা করি ভালো আছেন! আমি আপনি ইসলাম বিষয়ক এডিটাথনে অংশ নিয়েছেন এবং ১৬৯ টা নিবন্ধ জমা দিয়েছেন, এইজন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ। কিন্তু আপনি আপনার প্রণীত নিবন্ধ তালিকায় ২৫ ফেব্রুয়ারি ― ১৫ এপ্রিল পর্যন্ত ১০৫ টা নিবন্ধ খুজে পেলাম, আমি যদি ধরে নেই, এই সবগুলো নিবন্ধ আপনি ইসলাম বিষয়ক এটিডাথনে জমা দিয়েছেন, তবুও সেটি ১৬৯ হওয়া সম্ভব না।

আমার প্রশ্ন বাকি নিবন্ধ জমা হলো কিভাবে? আয়োজক ও পর্যালোচকদের বোকা বানানোর চেষ্টা? খুব স্পষ্টভাবে সাজানো উত্তর দিলে খুশি হবো। বাংলা উইকিতে অবদান রাখার জন্য ধন্যবাদ। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১২:৪৪, ৩ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram ভাই,জমাকৃত অনেকগুলো নিবন্ধ দুইবার জমা হয়েছে।এ বিষয়টির কারনেই নিবন্ধসংখ্যার এ গরমিল দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে আল-হোবি পরিবারের গণহত্যা (৬ ডিসেম্বর, ২০২৩) নিবন্ধটির কথা উল্লেখ করা যায়।এ নিবন্ধটি দুইবার জমা হয়েছে। এছাড়াও আরো অনেক নিবন্ধ দুইবার জমা হয়েছে। বিষয়টি দেখার অনুরোধ রইল। বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ। হাম্মাদ (আলাপ) ১৫:৫৩, ৩ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ নিবন্ধটি ২টি ভিন্ন দিনে জমা দেওয়া হয়েছে। একইদিনে স্বয়ংকৃয়ভাবে জমা দেওয়া হয়নি। বাকি সকল নিবন্ধের ক্ষেত্রেই এমন হয়েছে। মারুফ হাসান (আলাপ) ০৮:২৩, ৫ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@হাম্মাদ আরো অনেক নিবন্ধ এমন হয়েছে, এটা আপনি জানাননি! আর প্রতিটা নিবন্ধ প্রায় ডাবল জমা হয়েছে, এতে আমার মনে হয়না আপনি অনিচ্ছাকৃত এটা করেছেন। আর আপনার উপরের উত্তরেও সন্তুষ্টজনক ব্যাখ্যা আসেনি। আপনি যদি গ্রহণযোগ্য কোন কারণ ব্যাখ্যা না করতে পারেন, তাহলে আপনাকে এই প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড করা হবে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:৩১, ৫ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkramভাই ও@MarufMarufভাই,
Toolforge এ শুরু হওয়া উইকি রমজান ভালবাসে কোন বার্তা ব্যতীত পরবর্তীতে checkmate এ স্থানান্তর করা হয় এবং আমি checkmate এ বিক্ষিপ্তভাবে (কোনোটা জমা দিয়েছিলাম কোনটা দেইনি)নিবন্ধ জমা দিয়েছিলাম।এর ফলে আমি সব নিবন্ধ জমাদান করা নিয়ে সন্দিহান ছিলাম।তখন জানলাম যে,checkmate একবার জমাকৃত নিবন্ধ পুনরায় জমা করেনা। তাই,chackmate এ সুযোগ থাকায় পরবর্তীতে আবার সকল নিবন্ধ একত্রে জমা দেই।ফলস্বরূপ, বেশকিছু নিবন্ধ দুইবার জমা হয়ে যায়।এমনও নয় যে,একই নিবন্ধ ভিন্ন নামে জমা দেওয়া হয়েছে।এটি কি checkmate এর ত্রুটি নয়?এখানে আমার ইচ্ছাকৃতভাবে কিছু করার সুযোগ রয়েছে কি?তবে সবশেষে,checkmate নতুন হওয়ায় এতে আমার অদক্ষতা কারনে কোন ত্রুটি হতে পারে।কিন্তু,এতে আমার ইচ্ছাকৃত কোন ত্রুটি নেই।বিষয়টি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। হাম্মাদ (আলাপ) ১৬:৫৭, ৫ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


সিভিল সার্ভেন্ট-পরিবার জুটি নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত সিভিল সার্ভেন্ট-পরিবার জুটি নিবন্ধটি পর্যালোচনা করেছি।

তথ্যসূত্রের ত্রুটি দূর করুন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:২৪, ৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


বাব সেগমা নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত বাব সেগমা নিবন্ধটি পর্যালোচনা করেছি।

প্রাসঙ্গিক বিষয়শ্রেণী যোগ করুন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:৪৮, ১৩ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


আমিন আল-হিন্দি নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত আমিন আল-হিন্দি নিবন্ধটি পর্যালোচনা করেছি।

সূত্রহীন নিবন্ধ

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:৩৮, ১৩ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


মোহাম্মদ ভরের হত্যা নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত মোহাম্মদ ভরের হত্যা নিবন্ধটি পর্যালোচনা করেছি।

তথ্যসূত্র শৈলী ঠিক করুন।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:১৪, ১৩ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


বাব এল-ম্রিসা নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত বাব এল-ম্রিসা নিবন্ধটি পর্যালোচনা করেছি।

৩০০ শব্দ নেই।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।Showib Ahmmed (আলাপ) ১৫:১৪, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


ওয়াসিম কাদির নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত ওয়াসিম কাদির নিবন্ধটি পর্যালোচনা করেছি।

৩০০ শব্দ নেই।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।Showib Ahmmed (আলাপ) ১৫:১৭, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


রাশাদ আল-আলিমি নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত রাশাদ আল-আলিমি নিবন্ধটি পর্যালোচনা করেছি।

তথ্যসূত্র ও নিচের টেমপ্লেটগুলো সংশোধন করুন। অনুবাদ না হওয়া টেমপ্লেট দুইটির লিংক সরান।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।Showib Ahmmed (আলাপ) ১৫:৩২, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Showib Ahmmedভাই,ঠিক করা হয়েছে। পুনপর্যালোচনার অনুরোধ রইল। হাম্মাদ (আলাপ) ১৭:১৮, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


ওমর ফেরওয়ানা নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত ওমর ফেরওয়ানা নিবন্ধটি পর্যালোচনা করেছি।

৩০০ শব্দ নেই।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।Showib Ahmmed (আলাপ) ১৭:০৭, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মের ইতিহাস নিবন্ধের উপর মতামত

[সম্পাদনা]

হ্যালো হাম্মাদ,

বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আমি আপনার জমাদানকৃত মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মের ইতিহাস নিবন্ধটি পর্যালোচনা করেছি।

নিবন্ধটি প্রতিযোগিতা চলাকালীন সময়ে তৈরি করা নয়।

বাংলা উইকিপিডিয়ার মান উন্নত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করছি। নিবন্ধটি আরও পরিমার্জনের জন্য কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানাতে পারেন।Showib Ahmmed (আলাপ) ১৭:৩০, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Share Your Feedback – Wiki Loves Ramadan 2025

[সম্পাদনা]

Dear হাম্মাদ

Thank you for being a part of Wiki Loves Ramadan 2025 — whether as a contributor, jury member, or local organizer. Your efforts helped make this campaign a meaningful celebration of culture, heritage, and community on Wikimedia platforms.

To help us improve and grow this initiative in future years, we kindly ask you to complete a short feedback form. Your responses are valuable in shaping how we support contributors like you.

It will only take a few minutes to complete, and your input will directly impact how we plan, communicate, and collaborate in the future.

Thank you again for your support. We look forward to having you with us in future campaigns!


Warm regards,
Wiki Loves Ramadan International Team ০৮:৫১, ১৯ মে ২০২৫ (ইউটিসি)

ইসলাম বিষয়ক পদক ২০২৫

[সম্পাদনা]
রমজান এডিটাথন ২০২৫ পদক
সুপ্রিয় হাম্মাদ ভাই! আপনি সম্প্রতি ২০২৫ ইসলাম বিষয়ক রমজান এডিটাথনে অংশগ্রহণ করেছিলেন। আপনার নিবন্ধগুলো মানসম্মত ছিলো, যা বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক তথ্যের সমৃদ্ধ ঘটিয়েছে। এইজন্য আপনাকে আয়োজক ও উইকিপ্রকল্প ইসলাম থেকে এই পদকটি প্রদান করা হলো।

পদক প্রদানে উইকিপ্রকল্প ইসলাম, বার্তা প্রদানে ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:৩৫, ২০ মে ২০২৫ (ইউটিসি) উত্তর দিন

উইকি লাভস রমজান ২০২৫–এ আপনি বৈশ্বিক শীর্ষ ১০-এ নির্বাচিত হয়েছেন!

[সম্পাদনা]

প্রিয় হাম্মাদ,
অভিনন্দন! উইকি লাভস রমজান ২০২৫ প্রতিযোগিতায় আপনি বৈশ্বিক শীর্ষ ১০ বিজয়ীর (৪ থেকে ১০ম স্থান) একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনার পুরস্কার ও বিজয়ী টি-শার্ট পাঠাতে আমাদের প্রয়োজন নিম্নোক্ত তথ্যসমূহ ২৪ ঘণ্টার মধ্যে নিচের ঠিকানায় ইমেইল করুন: support@wikilovesramadan.org

  • পূর্ণ নাম:
  • উইকিমিডিয়া ব্যবহারকারী নাম:
  • বসবাসের দেশ:
  • ইমেইল ঠিকানা:
  • পছন্দের টি-শার্ট সাইজ (M, L, XL):
  • পছন্দের রঙ (Black, White, Navy):

আপনার পুরস্কার Tremendous প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হবে।

এছাড়াও, আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ফর্মটি পূরণ করুন।

আবারও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ!

শুভেচ্ছান্তে,
উইকি লাভস রমজান আন্তর্জাতিক দল, জনি (আলাপ) ০২:৫৩, ২৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!

[সম্পাদনা]

প্রিয় হাম্মাদ,

আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

📅 আয়োজনের খুঁটিনাটি
  • সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
  • পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন

প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Please Fill Feedback Form to Receive Your WLR 2025 Digital Certificate 🌙

[সম্পাদনা]

Dear হাম্মাদ,

Greetings from the Wiki Loves Ramadan 2025 International Organizing Team!

Thank you once again for your valuable support and contribution as a Local Organizer / Jury Member for Wiki Loves Ramadan 2025. Your dedication played a vital role in making this global campaign a meaningful success across communities.

As part of our post-event documentation and appreciation process, we kindly request you to complete the Participant Feedback Form. This will help us understand your experience and improve future campaigns:

📋 Feedback Form: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdXEtaqszxcwmTJa8pGT60E7GDtpbssNadR9vZFVFbLicGFBg/viewform

After submitting the feedback, you’ll be able to request your personalized Digital Certificate of Appreciation through this quick form:

📄 Certificate Request Form: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc0yv5KHfUY21SpHkIpX_fJ9npsrfK4rWM4onDEkfnFtarcDw/viewform

We highly appreciate your time in completing these forms. Should you need any assistance, feel free to reach out.


Warm regards,
Wiki Loves Ramadan International Team