ব্যবহারকারী:AbuSayeed
প্রিয় সুধী! আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম। আমার অবসর কাটে বই পড়ে কিংবা উইকিপিডিয়ায়। সময় পেলেই হারিয়ে যাই পাহাড়-জল-জঙ্গল পরিবেষ্টিত সিলেট অঞ্চল কিংবা অন্য কোথাও। আমি ২০১৫ সালের শুরু থেকেই বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে সক্রিয়ভাবে সম্পাদনা করে আসছি। আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা ছাড়াও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্প, যেমন- বাংলা উইকিসংকলন, বাংলা উইকিশনারী, উইকিমিডিয়া কমন্স, উইকিডাটা, মেটা উইকি সমেত ইনকিউবেটরে সিলেটি ভাষার উইকি প্রজেক্ট সহ ইত্যাদিতেও সক্রিয়। পছন্দের জায়গা বাংলাদেশ এবং ভারত বিষয়াবলী। তাই যোগ দিয়েছি উইকিপ্রকল্প বাংলাদেশ, উইকিপ্রকল্প সিলেট এবং উইকিপ্রকল্প ভারতে। নতুন একটি নিবন্ধ তৈরি করে পুর্ণাঙ্গ রূপ দেয়ার আনন্দটা খুব উপভোগ করি, যদিও বাংলাদেশ ও ভারতের স্বকীয় উপাদানগুলোর জন্য তথ্যসূত্র খুবই নগণ্য হওয়ায় অনেক ক্ষেত্রে সেটা করা সম্ভবপর হয়ে উঠে না। তাছাড়া সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে উইকিপ্রকল্প সাহিত্যেও নিবন্ধ লিখে থাকি। আর সাধারণ বিষয়াবলী তো আছেই! পাশাপাশি বাংলা উইকিতে কূটনীতি বিষয়ক অর্ধশতাধিকের বেশি নিবন্ধ লিখেছি এবং সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনার লক্ষে 100WikiDays চ্যালেঞ্জে অংশগ্রহণ করে প্রতিদিন কমপক্ষে ১টি করে ১০০ উইকি দিবসে ২৭৬টি নিবন্ধ তৈরি করেছি। নিয়মিত প্রয়োজনীয় পৃষ্ঠাসমূহের তালিকা[সম্পাদনা]
পদকসমূহ[সম্পাদনা]
![]()
|