তপন বাগচী
তপন বাগচী | |
---|---|
জন্ম | কদমবাড়ী গ্রাম, মাতুলালয়, মাদারীপুর জেলা | ২৩ অক্টোবর ১৯৬৮
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | |
উল্লেখযোগ্য কর্ম |
|
সন্তান | তূণী ও ছুটি |
পিতা-মাতা |
|
পুরস্কার | সুনীল সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক ও শিশু একাডেমি পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার (নিচে আরও দেখুন) |
তপন বাগচী বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক লোকসংস্কৃতিবিদ, গীতিকার ও শিশুসাহিত্যিক।[১] তিনি মূলত ১৯৯০ দশকের দিকে বাংলাদেশে খুব জনপ্রিয় কবি।[২][৩] বর্তমানে তিনি বাংলা একাডেমির উপপরিচালক[২] তিনি সুনীল সাহিত্য পুরস্কার, জেমকন কথাসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, নজরুল পুরস্কার নানা উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন।[৪] তাঁর জীবনী ও সৃষ্টকর্মের উপর পত্রিকায় নানা বিশেষ সংখ্যা এবং ৫টি বই রচিত হয়েছে।[২] লোকগাঁথা নিয়ে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।[৫][৬][৭]
জন্ম ও বাল্যকাল
[সম্পাদনা]বাগচী ১৯৬৮ সালের জন্ম ২৩ অক্টোবর মাদারীপুর জেলার মাতুলালয়ের কদমবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম তুষ্টচরণ বাগচী ও মাতার নাম জ্যোতির্ময়ী বাগচী। ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক কেয়া বালা তাঁর স্ত্রী এবং তূণীর ও ছুটি তাঁদের সন্তান।
শিক্ষা জীবন
[সম্পাদনা]বাগচী প্রাথমিক শিক্ষা শেষ করে এলাকার কদমবাড়ী উচ্চবিদ্যালয়ে ভর্তি হন, এরপরে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে যাত্রাগানের উপর গবেষণা করে পিএইচডি লাভ করেন।[৮]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি কর্মজীবনে সাংবাদিকতা এবং প্রকাশনা সংক্রান্ত পেশায় যুক্ত হোন। তিনি একুশে টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। এছাড়াও দৈনিক আজকের কাগজ, আমাদের সময় প্রভৃতি পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলা একাডেমির গবেষণা বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত।[২] তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল-রচনাবলির শেষ ৪ খণ্ডের প্রকাশনা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।[৯]
তিনি বাংলাদেশ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) কাজ করেছেন।[১০]
রচনাবলি
[সম্পাদনা]তপন বাগচীর ২০২১ সাল পর্যন্ত প্রকাশিত মোট ৮৩টি গ্রন্থ রয়েছে। তাঁর আগ্রহের বিষয় বাংলা সাহিত্য, সংগীত, লোকসংস্কৃতি, লোকনাট্য, গণমাধ্যম, মুক্তিযুদ্ধ, আঞ্চলিক ইতিহাস, জীবনী প্রভৃতি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
কাব্যগ্রন্থ
[সম্পাদনা]- কেতকীর প্রতি পক্ষপাত (১৯৯৬)
- শ্মশানেই শুনি শঙ্খধ্বনি (১৯৯৬), প্রকাশক: বাংলা একাডেমি
- অন্তহীন ক্ষতের গভীরে (২০০৫)
- সকল নদীর নাম গঙ্গা ছিল (২০০৮)
- নির্বাচিত ১০০ কবিতা (২০১০)
- প্রেমের কবিতা (২০১১)[১১]
- যাত্রাসংগীত, কবিতাপাক্ষিক, কলকাতা, ২০১২
- চিরবিরহের মোহ (২০১৫)
- যাবতীয় যাত্রাযজ্ঞ (২০২০)
- নির্বাচিত ২০০ কবিতা (২০২১)
গীতিকবিতা
[সম্পাদনা]- বঙ্গবন্ধু থেকে মালালা: মন্দ্রিত সুরধ্বনি, আশালতা প্রকাশনী, ঢাকা, ২০১৯
- কূলের আশায় কুল হারাইছি, সব্যসাচী, ঢাকা, ২০১৮
- তপন বাগচীর মরমি শতগান (অমিতাভ বিশ্বাস সম্পাদিত), আলোকায়ন, ঢাকা, ২০১৮
- দিয়েছি এই বুকের আসন, দোয়েল প্রকাশনী, ঢাকা, ২০১৬
- কলঙ্ক অলঙ্কার হইল, নন্দিত প্রকাশ, ঢাকা, ২০১৬
- আমার ভেতর বসত করে, ইলমা প্রকাশনী, ঢাকা, ২০১৪
ছড়াগ্রন্থ
[সম্পাদনা]- ছড়ার বড়া মিঠেকড়া, বইবাজার প্রকাশনী, ঢাকা, ২০১৯
- মুজিব-নামে রক্তদামে, গ্রন্থরাজ্য প্রকাশনী, ঢাকা, ২০১৯
- পরিবেশ পড়ি বেশ, পরিবার পাবলিকেশন্স, ঢাকা, ২০১৮
- কবি ঠাকুর ছবি ঠাকুর, কথাকৃতি, নদীয়া, ২০১৭
- মেঘের ভেলা ছায়ার খেলাুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু, সৃষ্টি প্রকাশনী, ঢাকা, ২০১৭
- ছন্দোবদ্ধ ভাবের পদ্য, সাকী পাবলিকেশন্স, ঢাকা, ২০১৩
- চোখের পাতায় বুকের খাতায়, বৈশাখী প্রকাশনী, ঢাকা, ২০১২
- সকালবেলা স্মৃতির ভেলা, বৈশাখী প্রকাশনী, ঢাকা, ২০১১
- সমকালে তমকালে, সিদ্দিকীয়া পাবলিকেসন্স, ঢাকা, ২০১০
- মঙ্গা আসে ঘরের পাশে, জ্যোতিপ্রকাশ, ঢাকা, ২০০৯
- রাতের বেলা ভূতের খেলা, শোভাপ্রকাশ, ঢাকা, ২০০৯
- ঢাকা-লন্ডন ইমেইল ছড়া (রব্বানী চৌধুরী-সহযোগে), উৎস প্রকাশন, ঢাকা, ২০০৭
- খাচ্ছে ছুটি লুটোপুটি (২য় সং, ২০১৬), জ্যোতিপ্রকাশ, ঢাকা, ২০০৭
- স্বপ্নেবোনা তূণীর সোনা (২য় সং, ২০১৬), জ্যোতিপ্রকাশ, ঢাকা, ২০০৬
- চরকাবুড়ি ওড়ায় ঘুড়ি, বিশাকা প্রকাশনী, ঢাকা, ১৯৯৫
- রুখে দাঁড়াই বর্গী তাড়াই (২য় সং, ২০১৬), কর্ণফুলীর দেশ প্রকাশন, চট্টগ্রাম, ১৯৯৪
প্রবন্ধ
[সম্পাদনা]তার গবেষণামূলক প্রবন্ধের গ্রন্থগুলো
- তৃণমূল সাংবাদিকতার উন্মেষ ও বিকাশ (১৯৯৯)
- নজরুলের কবিতায় শব্দালঙ্কার (২০০০)
- নজরুলসাহিত্যের কমালোচিত প্রসঙ্গ (২০২০)
- বিপ্লব দাশ (২০০০), প্রকাশক: বাংলা একাডেমি
- সাহিত্যে সাম্প্রতিক পাঠ (২০০১)
- নির্বাচন সাংবাদিকতা (২০০১)
- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ: জীবন ও কবিতা (২০০৬), প্রকাশক: বাংলা একাডেমি
- মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ (২০০৭)
- বাংলাদেশের যাত্রাগান: জনমাধ্যম ও সামাজিক পরিপ্রেক্ষিত (২০০৭), প্রকাশক: বাংলা একাডেমি
- চলচ্চিত্রের গানে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান (২০১০)
- লোকসংস্কৃতির কতিপয় পাঠ (২০১১)
- কিছু স্মৃতি কিছু ধৃতি (২০১১)
- সাহিত্যের সঙ্গ অনুষঙ্গ (২০১১)
- লালন মতুয়া ও লোকসংগীত অন্বেষা (২০১২)
- সংবাদের ভাষা ও সাময়িকপত্র পর্যালোচনা (২০১২)
- রবীন্দ্রসাহিত্যে নতুন প্রেক্ষণ (২০১২)
- সাহিত্যের মধ্যমাঠ থেকে (২০১২)
- রবীন্দ্রনাথ ও বৌদ্ধ আখ্যান (২০১২)।[১২]
- সাহিত্যের কাছে-দূরে (২০১৩)
- সাহিত্যের এদিক সেদিক (২০১৩)
অন্যান্য
[সম্পাদনা]গল্প সংকলন
তাঁর নিজের লেখা গল্পগুলো সংকলন করে দুটি গল্প সংকলন বই রয়েছে।
- ফণিদার যত ফন্দিফিকির, সাতভাইচম্পা প্রকাশনী, ঢাকা, ২০১৯
- মাটির নিচে নদীর ধারা, কলি প্রকাশনী, ঢাকা, ২০১৭
- পুরাণের তিন নদীর গল্প, ক্র্যাফট প্রকাশনী, ঢাকা, ২০১৫
- সাতদিনের সাতকাহন, বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা, ২০১১
- শুভর শখের গোয়েন্দাগিরি (২য় সং ২০০১), জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা, ১৯৯২
সম্পাদিত গ্রন্থ
- ফরিদপুরের ইতিহাস (২০০৭) লেখক: আনন্দনাথ রায়
- অম্বিকাচরণ ঘোষের বিক্রমপুরের ইতিহাস (২০০৮)
- একুশের নতুন কবিতা (১৯৯২), লেখক: আনন্দনাথ রায়
- অদ্বিতীয় নজরুল
- কাজী মোতাহার হোসেনের নজরুলচর্চা
পুরস্কার
[সম্পাদনা]বাগচী দীর্ঘদিন ধরে লেখালেখি করেছেন। লেখালেখি স্বীকৃতিস্বরুপ বেশ কিছু পুরস্কার পেয়েছেন। সেগুলো হল:
- মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার (সংস্কৃতি সংসদ, ঢাকা, ১৯৯১)
- জসীমউদ্দীন গবেষণা পুরস্কার (১৯৯৬)
- সুনীল সাহিত্য পুরস্কার (২০০৮)
- মহাদিগন্ত সাহিত্য পুরস্কার (কলকাতা, ২০০৮)
- অমলেন্দু বিশ্বাস স্মৃতি পুরস্কার (২০০৮)
- জেমকন কথাসাহিত্য পুরস্কার (২০০৮)
- এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৯)
- বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ফেলো (২০১০, ২০১২),
- নতুন গতি সাহিত্য পুরস্কার (কলকাতা, ২০১১)[১৩]
- মহাকবি মধুসূদন জাতীয় পদক (২০১২)[১০]
- সাংস্কৃতিক খবর পদক (কলকাতা, ২০১৩)
- স্টান্ডার্ড চার্টার্ড দ্য ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ গীতিকার পুরস্কার (২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৯)[১৪]
- অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১৫)[৪]
- নজরুল পুরস্কার (২০১৯, চুরুলিয়া)[১৫][৯]
- বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য পুরস্কার (২০২০)
- বগুড়া লেখক চক্র পুরস্কার (২০২১)[১৬][১৭]
- চর্যাপদ একাডেমি সাহিত্য পুরস্কার, চাঁদপুর (২০২১)
- পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার, যশোর, (২০২২)
- বাংলা একাডেমি পুরস্কার (২০২৩)
আরো পড়ুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ শান্ত, আমিনুল ই। "যাত্রা নিয়ে গান লিখেছেন তপন বাগচী"। Risingbd। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ ক খ গ ঘ "ড. তপন বাগচীর সাক্ষাৎকার- প্রথম পর্ব"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ বিশ্বাস, মিল্টন। "তপন বাগচীর কবিতায় 'যাত্রা' প্রসঙ্গ"। Daily Manobkantha। ২০২১-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ ক খ "অগ্রণী ব্যাংক-শিশু একডেমী শিশুসাহিত্য পুরস্কার | Bangladesh Shishu Academy"। web.archive.org। ২০১৮-০৮-২৬। ২০১৮-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন"। দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "সেরা গীতিকবির পুরস্কার পেলেন তপন বাগচী"। Sarabangla। ২০১৯-১০-২৮। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ ক খ "নজরুল পুরস্কার পেলেন ড. তপন বাগচী"। কালের কণ্ঠ। ২০১৯-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ ক খ "মহাকবি মধুসূদন জাতীয় পদক ২০১২ পেলেন কবি-প্রাবন্ধিক ড. তপন বাগচী"। banglanews24.com। ২০১২-০১-১৯। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ বাংলা একাডেমী লেখক অভিধান, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৭
- ↑ লালন মতুয়া ও লোকসংগীত অন্বেষা, কথামেলা প্রকাশনী, ঢাকা, ২০১২
- ↑ "কলকাতা'র নতুন গতি সাহিত্য পুরস্কার পেলেন তপন বাগচী"। banglanews24.com। ২০১২-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ Alom, Zahangir (২০১৩-১০-০৬)। "Of grace, grandeur and melody"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "চুরুলিয়ায় চলছে নজরুল মেলা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খারাপ লেখক বেশি দিন টিকে থাকতে পারে না: তপন বাগচী"। চিন্তাসূত্র। ২০২১-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
- ↑ "বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন ৫ জন"। SAMAKAL। ২০২১-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জাগো নিউজে পত্রিকায় সাক্ষাতকার (১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব)