সাধনা আহমেদ
সাধনা আহমেদ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | নাট্যকার ও অভিনয়শিল্পী |
পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১) |
সাধনা আহমেদ (জন্ম ২৫ জুন ১৯৭১) একজন বাংলাদেশি কবি, নাট্যকার ও অভিনয়শিল্পী।[১] নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[২]
জীবনী
[সম্পাদনা]সাধনা আহমেদ ১৯৭১ সালের ২৫ জুন কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন।[৩][৪] শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যলায়ে থাকাকালীন তিনি আবৃত্তি দলের সাথে যুক্ত ছিলেন।[৩] তিনি ছোটবেলায় নিজ শহরে খেলাঘর আসর নামক একটি সাংস্কৃতিক দলের সাথে যুক্ত ছিলেন।[৩] পরে তিনি নিজ শহরে ‘স্পর্শ’ নামে একটি আবৃত্তি পরিষদ গঠন করেন।[৩] ঢাকায় থাকাকালীন ১৯৯০-এর দশকে ‘থিয়েটার আরামবাগের’ সাথে যুক্ত হয়ে মঞ্চাভিনয় শুরু করেন।[৩]
১৯৯৭ সালে প্রথম টেলিভিশনের জন্য তিনি নাটক রচনা করেন।[৪] পরবর্তীতে টেলিভিশন ছাড়াও তিনি মঞ্চনাটক, কবিতা ও গল্প লেখা শুরু করেন। তার রচিত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে দমের মাদার, ফাগুনশেষে, মাত্ব্রিং, ব্রাত্য আমি মন্ত্রহীন, অংশুপট উপাখ্যান, বিপুল তরঙ্গ,গাঙকুমারী, বিরাঙ্গনার আঁচল ও প্রজন্ম’১৩ এবং ‘সপ্তপর্ণী’। তিনি বর্তমানে ‘ইন্টারন্যাশলাল থিয়েটার ইন্সটিটিউট’-এর বাংলাদেশি অধ্যায়ের সাথে যুক্ত রয়েছেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সাধনা আহমেদের 'মাতব্রিং'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ গ ঘ ঙ সাধনা আহমেদের দুটি নাটক। অন্যন্যা প্রকাশনী। পৃষ্ঠা বই কাভার। আইএসবিএন ৯৭৮৯৮৪৪৩২৩৬৩৬
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। - ↑ ক খ গ "সাধনা আহমেদ"। বিডিনিউজ২৪। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।