বিষয়বস্তুতে চলুন

আবদুল জলিল (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. মুহম্মদ আবদুল জলিল
জন্ম (1948-06-06) ৬ জুন ১৯৪৮ (বয়স ৭৬)
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক ও লেখক

অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল একজন বাংলাদেশি অধ্যাপক, ফোকলোর গবেষক ও লেখক। তিনি বাংলা একাডেমির একজন ফেলো[] এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপ-উপাচার্য।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জলিল ১৯৪৮ সালের ৬ জুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আহমদ আলী ও মাতার নাম জেলেমুন নেসা। তিনি এই দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

জলিল বাংলা একাডেমিতে কিছুকাল কাজ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। এরপর একই প্রতিষ্ঠানে ফোকলোর, বাংলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন।

গবেষণা ও প্রকাশনা

[সম্পাদনা]

জলিল অদ্যাবধি ৪৬টি মৌলিক গবেষণাগ্রন্থ ও ৭১টি রচনা করেছেন। এছাড়া তার তিনটি সুখপাঠ্য উপন্যাস ও একটি ছোটগল্পের গ্রন্থ রয়েছে।

প্রবন্ধসমূহ

[সম্পাদনা]
  • মধ্যযুগের বাংলা সাহিত্যে হিন্দু-মুসলিম সম্পর্ক (১৯৮৩)
  • মধ্যযুগের বাংলা সাহিত্যে বাংলা ও বাঙালি সমাজ (১৯৮৮)
  • বঙ্গে মগ-ফিরিঙ্গি ও বর্গীর অত্যাচার (১৯৮৮)
  • শাহ্ গরীবুল্লাহ্ ও জঙ্গনামা (১৯৮৯)
  • বাংলাদেশের সাঁওতাল: সমাজ ও সংস্কৃতি (১৯৯১)
  • লোকসাহিত্যের নানা দিক (১৯৯৩)
  • বাংলাদেশের উত্তরাঞ্চলের মেয়েলী গীত (১৯৯৪)
  • আদিবাসী লোকজীবন ও লোকসাহিত্য: ওরাওঁ (১৯৯৯)
  • লোকসংস্কৃতির নানা প্রসঙ্গ (১৯৯৫)
  • উত্তরবঙ্গের, বাংলাদেশের ফোকলোর চর্চার ইতিহাস (২০০০)
  • বাংলাদেশে বঙ্কিম চর্চা (২০০১)
  • লোকচিকিৎসায় তন্ত্র-মন্ত্র (২০০১)
  • উত্তরবঙ্গের লোকসঙ্গীত (২০০১)
  • লোকসংস্কৃতির অঙ্গনে (২০০২)
  • লোকবিজ্ঞান ও লোকপ্রযুক্তি (২০০৪)
  • বাংলা বিভাগের পঞ্চাশ বছরের ইতিহাস (রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০০৫)
  • রাজশাহী অঞ্চলের মৃৎশিল্প: শখের হাঁড়ি (২০০৬)
  • শাহজাদপুরের ইতিহাস (২০০৮)
  • বাংলাদেশে ফোকলোর চর্চার ইতিবৃত্ত (২০০৮)
  • বাংলার লোকসংস্কৃতি: লালন-রবীন্দ্রনাথ (২০০৮)

প্রবন্ধ

[সম্পাদনা]
  • মোগল আমলের বাংলা সাহিত্যে শিক্ষার পরিচয় (পূর্বাচল, ঢাকা, ১৯৭৭)
  • মোগল আমলের লোকসংস্কৃতির কয়েকটি দিক (বাংলাদেশ শিল্পকলা একাডেমী, প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা, শীত, ঢাকা, ১৩৮৪)
  • রবীন্দ্র ছোটগল্পে মুসলিম প্রসঙ্গ, রবীন্দ্রনাথের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ (নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী, ১৭ মে ২০১৮)
  • লালনকে জানো মানুষকে জানো, (দৈনিক সোনার দেশ, সাহিত্য সাময়িকী, ১২ অক্টোবর ২০১৮)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলা একাডেমি ফেলো"banglaacademy.org.bd। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯ 
  2. "Pro-Vice Chancellor"nbiu.edu.bd