আলম খোরশেদ
আলম খোরশেদ | |
---|---|
জন্ম | ১৯৬০ (আনু. ৬৩) কুমিল্লা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | বাংলাদেশি |
শিক্ষা | স্নাতকোত্তর |
মাতৃশিক্ষায়তন | |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯০-এর দশক–বর্তমান |
পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২২) |
আলম খোরশেদ (জন্ম ১৯৬০) বাংলাদেশি অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক ও সাবেক যন্ত্র প্রকৌশলী। মৌলিক রচনা, সম্পাদনা ও অনুবাদ মিলিয়ে তার প্রায় বিশটি বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভার্জিনিয়া উল্ফের আ রুম অব ওয়ান্স ওউন (১৯২৯)-এর অনুবাদ নিজের একটি কামরা (২০১২), সালমান রুশদির দা জাগুয়ার স্মাইল-এর অনুবাদ, হেনরি মিলারের আত্মজৈবনিক রচনা ভাবনাগুচ্ছ (২০১২), জাদুবাস্তবতার গাথা: লাতিন আমেরিকার গল্প (২০১৭), স্প্যানিশ থেকে অনূদিত বোর্হেসের সঙ্গে কথোপকথন বিক্তোরিয়া ওকাম্পো (২০১৯) প্রভৃতি।
অনুবাদ সাহিত্যে অবদানের জন্য তিনি ২০২১ সালে অনুবাদ সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান।[১][২] ২০২২ সালে তিনি অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[৩][৪]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আলম খোরশেদ ১৯৬০[৫] সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) কুমিল্লা জেলায় জন্ম নেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বাংলাদেশের গ্রুপ থিয়েটার, বাংলাদেশ ফিল্ম সোসাইটি এবং সমসাময়িক শিল্প আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।[৫] তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটির বারুচ কলেজে স্নাতকোত্তর করেন।[৫] প্রবাসে প্রায় পনের বছর কর্মজীবনের পর, প্রকৌশল পেশা ছেড়ে তিনি ২০০৪ সালে বাংলাদেশে ফিরে আসেন।[৫] এরপর চট্টগ্রামে বিশদ বাংলা নামে একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পরিচালনা শুরু করেন।[৫] নয় বছর বিশদ বাংলা পরিচালনার পর চট্টগ্রাম আর্টস ট্রাস্ট নামে একটি অলাভজনক প্রকল্পের অধীনে ২০১৪ সালের শেষের দিকে তিনি বিস্তার: চিটাগং আর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।[৬][৭]
সাহিত্যকর্ম
[সম্পাদনা]তার সম্পাদিত লাতিন আমেরিকান ছোটগল্প সংকলন জাদুবাস্তবতার গাথা: লাতিন আমেরিকার গল্প (১৯৯১) অনুবাদ সাহিত্যের একটি পথপ্রদর্শক কাজ।[৭]
মৌলিক কাজ
[সম্পাদনা]- গল্পসমগ্র
- খোরশেদ, আলম (২০২০)। মানবীমঙ্গল। পাঞ্জেরী পাবলিকেশন্স। পৃষ্ঠা ১২৭। আইএসবিএন 9789849435365।
- অন্যান্য
- খোরশেদ, আলম। ন্যুয়র্ক নিসর্গ। সন্দেশ। পৃষ্ঠা ১২৭।
অনুবাদ
[সম্পাদনা]- কবিতা
- ভিস্লাভা শিমবরস্কার ত্রিশটি কবিতা। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। অবসর প্রকাশনা সংস্থা। ১৯৯৭। পৃষ্ঠা ৫৪। আইএসবিএন 9844150450।
- নৈঃশব্দ্যের নামগান। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। কথাপ্রকাশ। ২০২০। পৃষ্ঠা ৭২। আইএসবিএন 9789845100724।
- নির্জন নিশ্বাস: নারী বিশ্বের কবিতা। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। পাঠক সমাবেশ। ২০২১। পৃষ্ঠা ১১৩। আইএসবিএন 9789848125991।
- খোরশেদ, আলম, সম্পাদক (২০২২)। অ্যারাইজ আউট অব দ্য লক। দাস, নবীনা কর্তৃক অনূদিত। বালেস্টিয়ের প্রেস।
- গল্প
- জাদুবাস্তবতার গাথা: লাতিন আমেরিকার গল্প। আলম খোরশেদ কর্তৃক অনূদিত। সাহিত্য প্রকাশ। ১৯৯১। পৃষ্ঠা 200। আইএসবিএন 9847012402580
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)। ওসিএলসি 1020492986। Wikidata Q117088112। - বোরহেস, নাগিব, চিনুয়া, মার্কেস ও অন্যান্যের গল্প : আন্তর্জাতিক গল্প সংকলন। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। আগামী প্রকাশনী। ১৯৯৮। পৃষ্ঠা ৮৫। আইএসবিএন 9844014905।
- দক্ষিণী ও লাতিন আমেরিকার অন্যান্য গল্প। আলম খোরশেদ কর্তৃক অনূদিত। বেঙ্গল পাবলিকেশন্স। পৃষ্ঠা 88। আইএসবিএন 978-984-91781-6-3। ওসিএলসি 974168867। Wikidata Q117088135।
- লাতিন-দ্বাদশী। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। বাঙলায়ন। পৃষ্ঠা ৭১। আইএসবিএন 9848357853135।
- সাক্ষাৎকার
- ওকাম্পো, ভিক্টোরিয়া (২০১৯)। বোর্হেসের সঙ্গে কথোপকথন বিক্তোরিয়া ওকাম্পো। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। জার্নিম্যান বুকস্। পৃষ্ঠা ৮৮। আইএসবিএন 9789848050323।
- দ্বিতীয় লিঙ্গের পরে। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। জার্নিম্যান বুকস্। ২০১৯। পৃষ্ঠা ৮৮। আইএসবিএন 9789848892657।
- অন্যান্য
- ভার্জিনিয়া উল্ফ (২০১২)। নিজের একটি কামরা। আলম খোরশেদ কর্তৃক অনূদিত। আইএসবিএন 978-984-8882-43-6। Wikidata Q117088180।
- রুশদি, সালমান (২০২০)। দ্য জাগুয়ার স্মাইল। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। বাতিঘর। পৃষ্ঠা ৭৯। আইএসবিএন 9789848825938। ওসিএলসি 1088535829।
- মিলার, হেনরি (২০১২)। হেনরি মিলার ভাবনাগুচ্ছ। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। দিব্য প্রকাশ। পৃষ্ঠা ৭৯। আইএসবিএন 9789849395256।
- তরজমাগুচ্ছ। খোরশেদ, আলম কর্তৃক অনূদিত। পাঠক সমাবেশ। ২০২০। পৃষ্ঠা ১৮১। আইএসবিএন 9789848125045।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অনুবাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন আলম খোরশেদ ও রওশন জামিল"। বণিক বার্তা। ২৭ নভেম্বর ২০২১। ১৩ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
- ↑ "অনুবাদ সাহিত্য পুরস্কার পেলেন আলম খোরশেদ ও রওশন জামিল"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩০ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলা একাডেমি। ২০২২। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
- ↑ "আমার অঙ্গীকার আরো দৃঢ় হয়েছে : আলম খোরশেদ"। বাংলা ট্রিবিউন। ২৫ জানুয়ারি ২০২৩। ১৩ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
- ↑ ক খ গ ঘ ঙ "আলম খোরশেদ"। 4A। ৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
- ↑ প্রণবেশ চক্রবর্তী (জানুয়ারি ২, ২০১৫)। "Chittagong gets new arts complex, Bistaar"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। Chittagong। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৫, ২০১৭।
- ↑ ক খ "আলম খোরশেদ"। বেঙ্গল পাবলিকেশন্স। ১৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।