শামসুল হক (সাংবাদিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামসুল হক
ব্যক্তিগত বিবরণ
জন্মমুহাম্মদ শামসুল হক
(1956-10-18) ১৮ অক্টোবর ১৯৫৬ (বয়স ৬৭)
কাগজিপাড়া, পটিয়া, চট্টগ্রাম
পিতামাতাদুলামিয়া চৌধুরী (পিতা),
উম্মে খায়ের (মাতা)
পেশাসাংবাদিক
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার -২০২২

শামসুল হক (জন্ম: ১৮ অক্টোবর ১৯৫৬) বাংলাদেশের একজন লেখকসাংবাদিক। তিনি ২০২২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পুরস্কার অর্জন করেন।[১][২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

শামসুল হক ১৮ অক্টোবর ১৯৫৬ সালে চট্টগ্রামের পটিয়ার কাগজিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত নুরুল হক ও মাতা নুর খাতুন।[৪][৫]

কর্মজীবন[সম্পাদনা]

শামসুল হকের সাংবাদিকতার শুরু ১৯৭৭ সালে অধুনালুপ্ত দৈনিক জমানা দিয়ে। দৈনিক প্রথম আলোর জন্মলগ্নে ১৯৯৮ সালে যুক্ত হয়ে ১৫ বছর দায়িত্ব পালন করে সিনিয়র সাব এডিটর পদ থেকে পদত্যাগ করেন।[৪][৫]

তিনি ২০১৪ সাল থেকে ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, মুক্তিযুদ্ধ অনুসন্ধান, গবেষণা ও প্রকাশকেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সহায়ক হিসেবে প্রকাশিত ইতিহাস আশ্রয়ী পত্রিকা ‘ইতিহাসের খসড়া’র সম্পাদক ও প্রকাশক।[৪][৫]

তিনি ১৯৭৭-১৯৭৯ সালে চট্টগ্রামের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোক্তা-সংগঠক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সহসভাপতি ছিলেন।[৪][৫]

১৯৮০-১৯৮২ সালে তিনি চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

বর্তমানে তিনি বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্ৰীয় কমিটির সহসভাপতি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এবং খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উপদেষ্টা।[৪][৫]

গ্রন্থ[সম্পাদনা]

শামসুল হকের প্রকাশিত গ্রন্থ ১৩টির মধ্যে উল্লেখযোগ্য:-

  • স্বাধীনতার বিপ্লবী অধ্যায়-বঙ্গবন্ধু ও অন্যান্য-৪৭-৭১ (২০১৬)[৫]
  • স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু: প্রামান্য দলিল, (১৯৯৬) [৬]
  • বৃহত্তর চট্টগ্রামে অসহয়োগ আন্দোলনের রক্তঝরা দিনগুলি[৪]
  • স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি ও বেতার ঘোষণার ইতিবৃত্ত, (১৯৯৯)
  • চোখে দেখা ৭১, (২০০৫);
  • স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি : আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি (২০০৯)
  • খ্যাতিমানদের নানা রঙের দিনগুলি (২০১১)
  • স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি ও বঙ্গবন্ধু -আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি (২০১৮)
  • প্রত্যক্ষদর্শীর চোখে দেখা ৭১ (২০১৮);
  • চট্টগ্রামে বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গীরা, (২০২০);
  • একাত্তরের শোকগাথা, (২০২০);
  • যুক্তি তথ্য-প্রমাণ প্রেক্ষাপট: বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, (২০২০)

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শামসুল হকের বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিতে সিইউজের অভিনন্দন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৫ জানুয়ারি ২০২৩। ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৪ 
  2. "বাংলা একাডেমি ২০২২ পুরস্কার পেলেন যারা"দৈনিক জনকণ্ঠ। ২৫ জানুয়ারি ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩ 
  3. এম আর লিটন (১৩ ফেব্রুয়ারি ২০২৩)। "বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা"দৈনিক বাংলাদেশের বুলেটিন। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩ 
  4. লেখকঃ মুহাম্মদ শামসুল হক। বৃহত্তর চট্টগ্রামে অসহয়োগ আন্দোলনের রক্তঝরা দিনগুলি। ভোরের কাগজ প্রকাশন। আইএসবিএন 978-984-97516-6-3 
  5. মুহাম্মদ শামসুল হক (২০১৬)। স্বাধীনতার বিপ্লবী অধ্যায় বঙ্গবন্ধু ও অন্যান্য ৪৭-৭১বাংলাদেশ: ইতিহাসের খসড়া। পৃষ্ঠা ২৫৬। আইএসবিএন 9789849210306 
  6. মুহাম্মদ শামসুল হক (২০১৯)। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু: প্রামান্য দলিল। বাংলাদেশ: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ৫৪। আইএসবিএন 9789840423231