ইকতিয়ার চৌধুরী
ইকতিয়ার চৌধুরী | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ডিসেম্বর ১৯৫৪ রামগাঁতী গ্রাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ |
দাম্পত্য সঙ্গী | লীনা চৌধুরী |
সন্তান | ২ ছেলে |
পিতামাতা | চৌধুরী ওসমান (পিতা), হামিদা সুলতানা (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ সরকারি কলেজ |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার -২০২২ |
ইকতিয়ার চৌধুরী (জন্ম ডিসেম্বর ১৯৫৪) বাংলাদেশি কথা সাহিত্যিক, কূটনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি ২০২২ সালে আত্মজীবনী, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি বিষয়ে অবদানের জন্য জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পুরস্কার অর্জন করেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ইকতিয়ার চৌধুরী ডিসেম্বর ১৯৫৪ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পিতা তৎকালীন র্পূব পাকিস্তানের কবি প্রয়াত চৌধুরী ওসমান। মাতা প্রয়াত হামিদা সুলতানা। তিনি স্থানীয় সলপ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। উচ্চ মাধ্যমিক পাস করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩]
তার স্ত্রী লীনা চৌধুরী সাবকে শিক্ষিকা। এই দম্পতীর দু’পুত্র যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী।
কর্মজীবন
[সম্পাদনা]ইকতিয়ার চৌধুরী সত্তরের শেষ প্রান্ত হতে গদ্য লিখতেন। তার প্রথম প্রকাশিত গল্প 'লণ্ঠন' কবি আহসান হাবীব সম্পাদিত দৈনিক বাংলার সাহিত্য পাতায়।
কূটনীতিবিদ পেশাগত জীবনে তিনি সর্বশেষ স্পেনে রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।[৩]
২১ ফেব্রুয়ারি আর্ন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি অর্জনে ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি থাকাকালীন কূটনৈতিক অংশীদার।[৩]
মুক্তিযোদ্ধে অবদান
[সম্পাদনা]ইকতিয়ার চৌধুরী যুদ্ধকালে ছিলেন উত্তর বাংলার বৃহত্তম গেরিলা বাহিনী পলাশডাঙা যুব শিবিরের সহকারী কোষাধ্যক্ষ।
গ্রন্থ
[সম্পাদনা]ইকতিয়ার চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: -[৪]
- যখন প্যারিসে,
- দশ প্রান্ত দশ দিগন্ত,
- স্বশাসনের শিশুকাল,
- প্যাসিফিকে পাঁচ রজনি,
- রামকৃষ্ণ মিশন রোডে বসন্ত,
- যমুনা সম্প্রদায়,
- র্স্বণকন্যা ইমিগ্র্যান্ট,
- সমতটের স্বর,
- স্বশাসনের শিশুকাল,
- দশ প্রান্ত দশ দিগন্ত,
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "বাংলা একাডেমি ২০২২ পুরস্কার পেলেন যারা"। দৈনিক জনকণ্ঠ। ২৫ জানুয়ারি ২০২৩। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ এম আর লিটন (১৩ ফেব্রুয়ারি ২০২৩)। "বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা"। দৈনিক বাংলাদেশের বুলেটিন। ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ ক খ গ ঘ "উল্লাপাড়ার ইকতিয়ার চৌধুরী পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। দৈনিক সমকাল। ২৭ জানুয়ারি ২০২৩। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "ইকতিয়ার চৌধুরী"। www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০১।