ফ্রঁসোয়াজ বারে-সিনুসি‌

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩৯, ২৭ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি‌

ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি‌ (জন্ম: জুলাই ৩০, ১৯৪৭) একজন ফরাসি ভাইরোলজিস্ট। ২০০৮ সালে তিনি এইচআইভি ভাইরাস আবিস্কারেরে জন্য নোবেল পুরস্কার লাভ করেন।[১]

তথ্যসূত্র

  1. "ভাইরাল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার"বিবিসি সংবাদ (ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০০৮।