পূর্ব আফ্রিকা
আফ্রিকার পূর্বভাগের দেশগুলিকে একত্রে পূর্ব আফ্রিকা বলা হয়। এই অঞ্চলের ইতিহাস অত্যন্ত প্রাচীন। এবং এই অঞ্চল্কে ঠিকভাবে সংজ্ঞা্ইয়িত করা যায় না। এই অঞ্চল প্রাকৃ্তিক ও নৃ্তাত্ত্বিক দিক দিয়ে সমৃদ্ধ। ইংরেজ,পর্তুগীজ,জার্মান ও ইতালিয় সাম্রাজ্যবাদীরা এই অঞ্চলে উপনিবেশ গড়েছে। উপনিবেশত্তর যুগেও এই অঞ্চল অশান্ত থেকেছে।
দেশ সমুহ[সম্পাদনা]
'পূর্ব আফ্রিকা বা পুর্বাঞ্চলীয় আফ্রিকা ১৮টি স্বধীন ও একটি পরাধীন রাষ্ট্র নিয়ে গঠিত:[১]
- তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, রোয়াণ্ডা, এবং বুরুন্ডি – পূর্ব আফ্রিকা সম্প্রদাযএর (EAC) সদস্য। বুরুন্ডি ও রোয়াণ্ডাকে মধ্য আফ্রিকার অংশ বলা হয়।
- জিবুতি, এরত্রিয়া, ইথিওপিয়া আর সোমালিয়াকে একত্রে আফ্রিকার শিং বলা হয়। সুদানকেউ এর অংশ ধরা হয়।[২][৩][৪][৫][৬]
- মোজাম্বিক ও মাদাগাস্কার – দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার অংশ মনে করা হয়। মাদাগাস্কারের সাথে দক্ষিণভ এশিয়ার সভ্যতার যোগ আছহে।
- মালাউই, যাম্বিয়া, ও জিম্বাবোয়ে – পুরাতন Central African Federationএর সদস্য কিন্তু এদের দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার অংশ মনে করা হয়।
- ক্মোরস, মরিশাস, আর সিশিলিস – ভারত মহাসাগরের ছোট দ্বীপ রাষ্ট্র।
- Réunion ও মায়োটে –ভারত মহাসাগরের ছোট ফরাসি উপনবেশ।
মিশর আফ্রিকার ঈশান দিকে অবস্থিত,[৭] কিন্তু উত্তর আফ্রিকার দেশ ধরা হয়।[৮]
ইতিহাস[সম্পাদনা]
প্রাগৈতিহাসিক[সম্পাদনা]
আরব ও পর্তুগিজ জামানা[সম্পাদনা]
সাম্রাজ্যবাদী যুগ[সম্পাদনা]
সাম্রাজ্যবাদ উত্তর আমল[সম্পাদনা]
এই অঞ্চল ঠান্ডা যুদ্ধ প্রভাবিত ছিল। ইদি আমিনের মত একাধিক স্বৈরাচারীর উত্থান হয়েছে এখানে।
ভুগোল[সম্পাদনা]
ভুমিরুপ[সম্পাদনা]
এই অঞ্চলের ভুমিরুপ বন্ধুর। এই অঞ্চলের মুল পর্বত রাস দাশেন(৪৬২০),এল্গোন(৪৩২১)রুয়্যেঞ্জেরী(৫১২০),কেনিয়া(৫২০০),কিলিমাঞ্জারো(৫৮৯৬)মাসিফ ডে(২৮৯৬)আঙ্কারাটা(২৬৩৮)। এই অঞ্চলে ডেনাকিল খাতের মত ১১৬মিটার গভীর খাতও আছে । এছাড়া বিনিন্ন নদী গ্রস্ত উপ্ত্যকা তৈরি করেছে। নুবিয়ান ও ওগাদেন এখানকার প্রধান মরুভুমি।
নদনদী[সম্পাদনা]
এখানকার নদনদীর মধ্যে নীল, নোগাল,শেবেল,জুব্বা,রুফিজি,রোডুমা,জাম্বেসী ও লিম্পোপো প্রধান। নীল নদের উৎস এখানেই।
হ্রদ[সম্পাদনা]
এখানকার প্রধান হ্রদ হল তুরকানা,ভিক্টোরিয়া,টাঙ্গানিকা,কিভু,আ্যল্বার্ট,এড্বার্ড, রুকোয়া তানা ও আসাল।
জলবায়ু[সম্পাদনা]
এখানকার জল্বায়ু উষ্ণ ও ক্রান্তীয় উষ্ণ প্রকৃ্তির।
স্বাভাবিক উদ্ভিদ[সম্পাদনা]
বন্যজীবন[সম্পাদনা]
এই অঞ্চলে বন্যজীবন সমৃদ্ধ। জলহস্তী, জিরাফ, সিংহ,দ ইত্যাদি স্তন্যপায়ী ও নানা ধরনের পাখি এখানে পাওয়া যায়।
জনজাতি[সম্পাদনা]
ভাষা[সম্পাদনা]
এখানে ইংরেজি,পর্তুগিজ ও স্বোয়াহিলি জাতীয় অন্যান্য উপজাতীয় ভাষা প্রচলিত।
প্রধান শহর[সম্পাদনা]
এখানকার প্রধান শহরগুলির মধ্যে দোদোমা, দারুস সালাম, মাপুটো, আন্তানাল্রিভো, ভিক্টোরিয়া, নাইরোবি, মোগাদিশু, আদ্দিস আবাবা, লিলোঙ্গোয়ে, কাম্পালা, জিবুতি, আস্মেরা, কিগালি, বুজুম্বুরা, মোরোনি ও পোর্ট লুইস প্রধান।
তথ্য[সম্পাদনা]
- ↑ United Nations Statistics Division - Standard Country and Area Codes Classifications
- ↑ Robert Stock, Africa South of the Sahara, Second Edition: A Geographical Interpretation, (The Guilford Press: 2004), p. 26
- ↑ IRIN Africa
- ↑ Michael Hodd, East Africa Handbook, 7th Edition, (Passport Books: 2002), p. 21: "To the north are the countries of the Horn of Africa comprising Ethiopia, Eritrea, Djibouti and Somalia."
- ↑ Encyclopaedia Britannica, inc, Jacob E. Safra, The New Encyclopaedia Britannica, (Encyclopaedia Britannica: 2002), p.61: "The northern mountainous area, known as the Horn of Africa, comprises Djibouti, Ethiopia, Eritrea, and Somalia."
- ↑ Sandra Fullerton Joireman, Institutional Change in the Horn of Africa, (Universal-Publishers: 1997), p.1: "The Horn of Africa encompasses the countries of Ethiopia, Eritrea, Djibouti and Somalia. These countries share similar peoples, languages, and geographical endowments."
- ↑ Egyptian Presidency - Egypt Profile: Geography[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]. "[Egypt is s]ituated in the Northeastern corner of Africa, bounded by the Mediterranean Sea from the North and the Red Sea from the East, with the Sinai Peninsula constituting a link to Southwest Asia..."
- ↑ https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/eg.html#Geo
আফ্রিকা বিষয়ক এই নিবন্ধটি অসম্পুর্ণ, আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।