পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১১ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রাঘব চাড্ডা |
আত্মীয় | প্রিয়াঙ্কা চোপড়া (চাচাতো বোন) ও (সাইদ খান ) |
পরিনীতি চোপড়া (উচ্চারিত [pəriːniːt̪iː ˈtʃoːpɽaː]; ইংরেজি: Parineeti Chopra; জন্ম: ২২ অক্টোবর, ১৯৮৮) একজন ভারতীয় অভিনেত্রী। ২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বেহেল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন । শুরুতে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিনীতি চোপড়া, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেয়ার পর ২০০৯ সালে ভারতে চলে আসেন । ভারতে এসে যশ রাজ ফিল্মস -এ 'জনসংযোগ পরামর্শক' হিসেবে কাজ শুরু করেন । প্রতিষ্ঠানে কর্তব্যরত অবস্থাতেই চলচ্চিত্র পরিচালক মনীশ শর্মা'র নজরে আসেন । পরবর্তীতে অডিশনের মাধ্যমে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন ।
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]পরিনীতি চোপড়া হরিয়ানার আমবালায় একটি পাঞ্জাব পরিবারে ১৯৮৮ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন। [১][২][৩] তার বাবার নাম পাওয়ান চোপড়া যিনি একজন ব্যবসায়ী। তিনি অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]অভিনয় জীবন
[সম্পাদনা]পরিনীতি চোপড়া Debut and breakthrough (২০১১–১২) ছবির মাধ্যমে প্রথম দর্শকের সামনে হাজির হন।
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]বছর | চলচ্চিত্রের নাম | ভূমিকা |
---|---|---|
২০১১ | লেডিস vs. রিকি বেহেল | ডিম্পল চাড্ডা |
২০১২ | ইশাকজাদে | জয়া কোরেশী |
২০১৩ | শুদ্ধ দেশী রোমান্স | গায়েত্রী |
২০১৪ | হাসি তো ফাসি | মিতা সোলাঙ্কি |
দাওয়াত এ ইশক | ||
কিল দিল | ||
২০১৭ | মেরি পেয়ারি বিন্দু | বিন্দু |
গোলমাল এগেইন | খুশী |
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Birthday Bells"। Dainik Bhaskar। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Bhattacharya, Budhaditya (২২ জুন ২০১২)। "Films for real!"। The Hindu। ৩১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৩।
- ↑ "Parineeti Chopra: Who is she?"। India Today। ১১ এপ্রিল ২০১২। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩।
বহি:সংযোগ
[সম্পাদনা]- ১৯৮৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- আম্বালার মানুষ
- হরিয়ানার অভিনেত্রী
- পাঞ্জাবি হিন্দু
- জি সিনে পুরস্কার বিজয়ী
- আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী