ওমেগা পয়েন্ট (উপন্যাস)
অবয়ব
লেখক | হুমায়ূন আহমেদ |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | বিজ্ঞান কল্পকাহিনী |
প্রকাশক | সময় প্রকাশন |
প্রকাশনার তারিখ | ফেব্রুয়ারি ২০০০ |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ |
আইএসবিএন | আইএসবিএন ৯৮৪ ৪৫৮ ১৮৬ ৯ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর |
ওমেগা পয়েন্ট হুমায়ুন আহমেদ রচিত একটি বিজ্ঞান কল্পকাহিনীমূলক উপন্যাস। ওমেগা পয়েন্ট নিয়েই এর কাহিনী রচিত হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র রেফকে নিয়ে ওমেগা পয়েন্ট একটি গবেষণা চালায় যার মূল লক্ষ্য সময় সমীকরণের সমাধান। ওমেগা পয়েন্ট নিয়ে গুছিয়ে একটি গল্প দাড় করাবার চেষ্টা থেকেই হুমায়ুন আহমেদ বইটি লিখেছেন।
চরিত্র
[সম্পাদনা]- রেফ/রফিক - যাকে নিয়ে ওমেগা পয়েন্ট গবেষণা চালাচ্ছে।
- শেফা - অতীত সময়ে রফিকের প্রেমিকা যার সাথে তার বিয়ে হয়।
- শেফ - প্রকৃত রেফের বর্তমান সময়ে রেফকে দেখাশোনার দায়িত্ব পালনকারী অষ্টম মাত্রার রোবট। তার মানবিক আবেগ রয়েছে।
- এমরান টি - ইতিহাসের সেরা পদার্থবিজ্ঞানী। সময় সমীকরণ নিয়ে সে কাজ করছে। বিজ্ঞান কাউন্সিলের প্রধান।
- রেলা - এমরান টি'র সাথে সাথে থাকার দায়িত্বে নিয়োজিত নবম মাত্রার রোবট। একটি কিশোরী মেয়ে।
- সিডিসি - প্রধান কম্পিউটার।