এন৫০৬ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় মহাসড়ক ৫০৬ shield}}
জাতীয় মহাসড়ক ৫০৬
রংপুর - কুড়িগ্রাম মহাসড়ক
মানচিত্র
পথের তথ্য
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৫০.০১ কিমি[১] (৩১.০৭ মা)
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত: এন৫১৭ (রংপুর)
প্রধান সংযোগস্থল এন৫০৯ (বড়বাড়ী)
পূর্ব প্রান্ত: জেড৫৬২২ (কুড়িগ্রাম শহর)
মহাসড়ক ব্যবস্থা
এন৫ এন৫০৯

এন৫০৬ (জাতীয় মহাসড়ক) হল বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি জাতীয় মহাসড়ক, যা কুড়িগ্রাম জেলা শহরকে রংপুর বিভাগীয় শহরের সাথে সংযুক্ত করেছে। রাস্তাটি পশ্চিম প্রান্ত রংপুরের নিকটে এন৫১৭ এ এবং পূর্ব প্রান্ত কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি দুই লেন বিশিষ্ট রাস্তা।

রাস্তার বিবরণ[সম্পাদনা]

এন৫০৬ রংপুর শহরের দক্ষিণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সামনে, যেখানে এন৫১৭ উত্তর দিয়ে বাক নিয়েছে ঠিক সেই স্থানের একটি সংযোগস্থল থেকে শুরু হয়েছে।[২] এরপর উত্তর-পূর্বমুখী হয়ে এগিয়ে কিছু বাড়ি-ঘর অতিক্রম করে সাতমাথা নামক স্থানে জেড৫০১০ কে ছেদ করেছে। রাস্তাটি পূর্বদিকে বাক নিয়ে কৃষি জমির মধ্যদিয়ে কাউনিয়া উপজেলা শহরে উপনীত হয়েছে।

প্রধান সংযোগস্থলসমূহ[সম্পাদনা]

সম্পূর্ণ রাস্তাটি রংপুর জেলা লালমনিরহাট জেলাকুড়িগ্রাম জেলাতে অবস্থিত।

অবস্থান মাইল কি.মি. গন্তব্য টীকা
০.০০ ০.০০  এন৫১৭
 জেড৫০১০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "OnlineRoadNetwork N506"। সড়ক ও মহাসড়ক বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. RHD ROAD NETWORK, Rangpur Zone [সওজ সড়ক নেটওয়ার্ক, রংপুর জোন] (pdf) (মানচিত্র) (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]