এন৫১৮ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় মহাসড়ক ৫১৮ shield}}
জাতীয় মহাসড়ক ৫১৮
পথের তথ্য
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৪.১৬ কিমি[১] (২.৫৮ মা)
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত: এন৫ (বাস টার্মিনাল)
প্রধান সংযোগস্থল জেড৫০১১ (সৈয়দপুর সেনানিবাস)
পশ্চিম প্রান্ত: এন৫ (সোনাপুকুর)
মহাসড়ক ব্যবস্থা
এন৫১৭ এন৫১৯

জাতীয় মহাসড়ক ৫১৮ বা এন৫১৮ হল বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি জাতীয় মহাসড়ক। মহাসড়কটি এন৫-এর একটি সংযোগ সড়ক যা উত্তরাঞ্চলের অন্যতম শিল্পনগরী সৈয়দপুরের মাঝ বরাবর দিয়ে যেয়ে এন৫-কে দুই দিক থেকে সংযুক্ত করেছে। রাস্তাটির উত্তর পূর্ব প্রান্ত সৈয়দপুর বাসটার্মিনালের নিকটে এবং পশ্চিম প্রান্ত শহরের পশ্চিমে সোনাপুকুরে।

রাস্তার বিবরণ[সম্পাদনা]

এন৫১৮ হল এন ৫এর একটি সংযোগ সড়ক। সৈয়দপুর বাস টার্মিনালের নিকট এন৫-এর একটি সংযোগস্থল থেকে শুরু হয়ে পশ্চিম দিকে এগিয়ে গেছে।[২] এরপর রাস্তাটি জেড৫০১১-এর সাথে সংযোগ স্থাপন করে এবং আরও এগিয়ে গিয়ে নদীকে অতিক্রম করে। এরপর মহাসড়কটি শহরের মাঝ বরাবর এগিয়ে গিয়ে চিলাহাটি-পার্বতীপুর রেল লাইন অতিক্রম করে এবং উত্তর দিকে বাক নেয়। কিছুদুর এগিয়ে গিয়ে রাস্তাটি আবার পশ্চিমে বাক নেয়। এরপর রাস্তাটি প্রথমে কিছু মার্কেট ও পরে কৃষিজমির উপর দিয়ে এগিয়ে গিয়ে এন৫-এর সাথে মিলিত হয়ে শেষ হয়েছে।[২]

প্রধান সংযোগস্থলসমূহ[সম্পাদনা]

সম্পূর্ণ রাস্তাটি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় অবস্থিত।

অবস্থান মাইল কি.মি. গন্তব্য টীকা
সৈয়দপুর ০.০০ ০.০০ এন৫ (বাসটার্মিনাল)
জেড৫০১১ (সৈয়দপুর সেনানিবাস)
সৈয়দপুর এন৫ (সোনাপুকুর)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "OnlineRoadNetwork N518"। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. RHD ROAD NETWORK, Nilphamari Division [সওজ সড়ক নেটওয়ার্ক, নীলফামারী বিভাগ] (মানচিত্র) (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ বিভাগ। ৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭