এন১১০ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় মহাসড়ক ১১০ shield}}
জাতীয় মহাসড়ক ১১০
কক্সবাজার সংযোগ সড়ক–লাবনী মোড় মহাসড়ক
পথের তথ্য
এএইচ৪১-এর অংশ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১০.৯৬৮ কিমি (৬.৮১৫ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:লিংক রোড বাসস্টপ, কক্সবাজার জেলা
পশ্চিম প্রান্ত:ঝিনুক মার্কেট, লাবনী পয়েন্ট, কক্সবাজার
অবস্থান
প্রধান শহরকক্সবাজার
মহাসড়ক ব্যবস্থা
এন১ আর১৮০

কক্সবাজার সংযোগ সড়ক–লাবনী মোড় মহাসড়ক হল একটি ১০.৯৬৮ কিমি (৬.৮১৫ মা) বিশিষ্ট জাতীয় মহাসড়ক যা বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ৪১-এর একটি অংশ।[১]

পটভূমি[সম্পাদনা]

এই সড়কের শুরু হল লিংক রোড, যেখান থেকে এই রাস্তাটি পশ্চিমে এবং কক্সবাজার–টেকনাফ সড়কটি দক্ষিণ-পূর্ব দিকে চলে গেছে।[২] এই মহাসড়কটি কক্সবাজারের ব্যস্ততম সড়ক যা লিংক রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান শহরতলীর কলাতলী হয়ে লাবনী পয়েন্টের ঝিনুক বাজার পর্যন্ত বিস্তৃত। ১০.৯৬৮ কিলোমিটার দৈর্ঘ্যের[৩] এই রাস্তাটির দুটি লেন রয়েছে যা ৭.৩০ মিটার চওড়া।[৪] এই মহাসড়কটি প্রস্তাবিত মীরসরাই–কক্সবাজার মেরিন ড্রাইভের অংশ।[৫]

সম্প্রসারণ[সম্পাদনা]

২০১৮ সালে মহাসড়কটি চার লেনে উন্নীত করার জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রস্তাব পাঠানো হয়। ওই বছর প্রকল্পটি নিয়ে একাধিক বৈঠকের পর তা চূড়ান্ত হয়।[৪] ১৯ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেন যে প্রকল্পটির জন্য শীঘ্রই দরপত্র শুরু করা হবে।[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ৭ ডিসেম্বরে এই সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন।[৬]

পথ[সম্পাদনা]

  1. সংযোগ সড়ক
  2. বাস টার্মিনাল (লারপাড়া)
  3. পুলিশ লাইন
  4. ডলফিন মোড় (কলাতলী)
  5. লাবনী মোড়
  6. ঝিনুক বাজার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "4-Laning of link road - laboni moure road (N-110) Under Cox's Bazar District" (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ অধিদপ্তর। ৬ জানুয়ারি ২০২১। ১৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  2. "কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত সড়ক উদ্বোধন"বাংলানিউজ২৪.কম। ৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  3. চৌধুরী শাহীন, শাহজাহান (২ ফেব্রুয়ারি ২০২০)। "কক্সবাজার সওজের অধীনে ১৭৫৮ কোটি টাকা ব্যয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ"প্রতিদিনেরসংবাদ.কম। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  4. "৪ লেন মহাসড়ক হচ্ছে কক্সবাজার শহরে"আমারসংবাদ.কম। ২৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  5. "সন্ধ্যার পর কক্সবাজার যেনো ভুতুড়ে শহর"বাংলানিউজ২৪.কম। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  6. "কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"ঢাকা ট্রিবিউন। ৭ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২