এন১১০ (বাংলাদেশ)
জাতীয় মহাসড়ক ১১০ | ||||
---|---|---|---|---|
কক্সবাজার সংযোগ সড়ক–লাবনী মোড় মহাসড়ক | ||||
পথের তথ্য | ||||
এএইচ৪১-এর অংশ | ||||
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য | ১০.৯৬৮ কিমি (৬.৮১৫ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর প্রান্ত: | লিংক রোড বাসস্টপ, কক্সবাজার জেলা | |||
পশ্চিম প্রান্ত: | ঝিনুক মার্কেট, লাবনী পয়েন্ট, কক্সবাজার | |||
অবস্থান | ||||
প্রধান শহর | কক্সবাজার | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
কক্সবাজার সংযোগ সড়ক–লাবনী মোড় মহাসড়ক হল একটি ১০.৯৬৮ কিমি (৬.৮১৫ মা) বিশিষ্ট জাতীয় মহাসড়ক যা বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ৪১-এর একটি অংশ।[১]
পটভূমি
[সম্পাদনা]এই সড়কের শুরু হল লিংক রোড, যেখান থেকে এই রাস্তাটি পশ্চিমে এবং কক্সবাজার–টেকনাফ সড়কটি দক্ষিণ-পূর্ব দিকে চলে গেছে।[২] এই মহাসড়কটি কক্সবাজারের ব্যস্ততম সড়ক যা লিংক রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান শহরতলীর কলাতলী হয়ে লাবনী পয়েন্টের ঝিনুক বাজার পর্যন্ত বিস্তৃত। ১০.৯৬৮ কিলোমিটার দৈর্ঘ্যের[৩] এই রাস্তাটির দুটি লেন রয়েছে যা ৭.৩০ মিটার চওড়া।[৪] এই মহাসড়কটি প্রস্তাবিত মীরসরাই–কক্সবাজার মেরিন ড্রাইভের অংশ।[৫]
সম্প্রসারণ
[সম্পাদনা]২০১৮ সালে মহাসড়কটি চার লেনে উন্নীত করার জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রস্তাব পাঠানো হয়। ওই বছর প্রকল্পটি নিয়ে একাধিক বৈঠকের পর তা চূড়ান্ত হয়।[৪] ১৯ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেন যে প্রকল্পটির জন্য শীঘ্রই দরপত্র শুরু করা হবে।[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ৭ ডিসেম্বরে এই সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন।[৬]
পথ
[সম্পাদনা]- সংযোগ সড়ক
- বাস টার্মিনাল (লারপাড়া)
- পুলিশ লাইন
- ডলফিন মোড় (কলাতলী)
- লাবনী মোড়
- ঝিনুক বাজার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "4-Laning of link road - laboni moure road (N-110) Under Cox's Bazar District" (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ অধিদপ্তর। ৬ জানুয়ারি ২০২১। ১৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২। একের অধিক
|archiveurl=
এবং|আর্কাইভের-ইউআরএল=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|archivedate=
এবং|আর্কাইভের-তারিখ=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|url-status=
এবং|ইউআরএল-অবস্থা=
উল্লেখ করা হয়েছে (সাহায্য) - ↑ "কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত সড়ক উদ্বোধন"। বাংলানিউজ২৪.কম। ৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২।
- ↑ চৌধুরী শাহীন, শাহজাহান (২ ফেব্রুয়ারি ২০২০)। "কক্সবাজার সওজের অধীনে ১৭৫৮ কোটি টাকা ব্যয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ"। প্রতিদিনেরসংবাদ.কম। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "৪ লেন মহাসড়ক হচ্ছে কক্সবাজার শহরে"। আমারসংবাদ.কম। ২৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ "সন্ধ্যার পর কক্সবাজার যেনো ভুতুড়ে শহর"। বাংলানিউজ২৪.কম। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২।
- ↑ "কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। ঢাকা ট্রিবিউন। ৭ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২।