জেড৫০০৪ (বাংলাদেশ)
অবয়ব
জেলা সড়ক ৫০০৪ | ||||
---|---|---|---|---|
রানীশংকাইল-হরিপুর সড়ক | ||||
![]() | ||||
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ১৮ কিলোমিটার (১১ মাইল) | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
জেড৫০০৪ বা রানীশংকাইল-হরিপুর সড়ক হচ্ছে বাংলাদেশের একটি আঞ্চলিক জেলা সড়ক। এটি উত্তর বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরসভায় আরম্ভ হয়ে প্রথমে পূর্ব-পশ্চিম এবং পরে উত্তর থেকে দক্ষিণ-পশ্চিম বিন্যাসে চলে গেছে।
জেড৫০০৪ সড়কটি জেড৫০০২ বা ঠাকুরগাঁও-নেকমরদ-পীরগঞ্জ-বীরগঞ্জ-এর শিবদীঘি থেকে শুরু হয়েছে এবং হরিপুর উপজেলার থানা মোড়ে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এই সড়কটি হরিপুর উপজেলাকে রানীশংকাইল উপজেলার সাথে যুক্ত করেছে।[১]
দৈর্ঘ্য
[সম্পাদনা]রানীশংকাইল-হরিপুর সড়ক বা জেড৫০০৪-এর দৈর্ঘ্য ১৮ কিলোমিটার বা ১১ মাইল।
যেসব বাজার স্পর্শ করেছে
[সম্পাদনা]- রাণীশংকৈল পৌরসভা
- শিবদীঘি
- বলিদ্বারা বাজার
- কামারপুকুর বাজার
- ডাঙ্গীপাড়া ইউনিয়ন
- রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়
- চৌরঙ্গী বাজার
- বটতলী বাজার
- হরিপুর ইউনিয়ন
চিত্রশালা
[সম্পাদনা]-
রাণীসংকৈল উপজেলায় শিবদীঘি তেমাথা, বামের দিকে দেখা যাচ্ছে জেড৫০০৪ সড়কের শুরু।
-
জেড৫০০৪, চৌরঙ্গী, হরিপুর ঠাকুরগাঁও, ডানদিকের সড়কটি হরিপুরে গেছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |