উস্তাদ
অবয়ব
উসুলে ফিকহ |
---|
ফিকহ |
আহকাম |
ধর্মতত্ত্বীয় উপাধি |
|
উস্তাদ (ফার্সি: استاد; /ওস্তাদ্/, মালিক বা শিক্ষক) এশিয়ার মুসলিমদের মধ্যে ব্যবহৃত একটি সম্মানসূচক উপাধি। ফারসি ভাষা থেকে এটি বাংলা ও উর্দু-হিন্দিসহ ভারতীয় উপমহাদেশের অন্যান্য ভাষা, মধ্য ও পশ্চিম এশিয়ার প্রায় সব তুর্কি ভাষা এবং বিভিন্ন ইরানি ভাষায় (যেমন কুর্দি ভাষা) তা প্রবেশ করেছে।
এই উপাধি সাধারণত বহুল পরিচিত শিক্ষক ও শিল্পীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সম্মানসূচক ব্যবহার ছাড়াও এটি সাধারণ অর্থে শিক্ষক বা কোনো বিষয়ে দক্ষ ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়। দক্ষিণ এশিয়ায় কিছু মার্শাল আর্টের নির্দেশককেও এই নামে সম্বোধন করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- চৌধুরী, মু. সগির আহমদ। "ইসলামি জ্ঞানার্জনে উস্তাদের প্রয়োজনীয়তা ও উস্তাদের যোগ্যতা"। মাসিক আত তাওহীদ। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া। ১২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১।
- Baily, John (২০০১)। "Ustād"। Sadie, Stanley। The New Grove dictionary of music and musicians (2nd সংস্করণ)। London: Macmillan Publishers। আইএসবিএন 0-333-60800-3।
- Platts dictionary