বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:কোনো আইনি হুমকি নয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:No legal threats থেকে পুনর্নির্দেশিত)

উইকিপিডিয়ায় কখনোই আইনি হুমকি প্রদান করবেন না।

এই ধরনের হুমকি বলতে বোঝায় উইকিপিডিয়ার বাইরে, বাস্তব জীবনে কাউকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া—যেমন কোনো ব্যবহারকারী বা উইকিপিডিয়ার বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত। এটি উইকিপিডিয়ার নিজস্ব আলোচনাভিত্তিক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়।

যদি কেউ এমন হুমকি দেন, তাহলে বিষয়টি Wikipedia:Administrators' noticeboard/Incidents পাতায় অথবা কোনো প্রশাসককে জানানো উচিত। সাধারণত হুমকি দেওয়া অবস্থায় থাকলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

আইনি হুমকি দেওয়ার পরিবর্তে, উইকিপিডিয়ার বিরোধ নিষ্পত্তি পদ্ধতিগুলোর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

যদি আপনার অভিযোগ সরাসরি উইকিপিডিয়া বা উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্পর্কিত হয়, তাহলে ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করুন।

উল্লেখ্য, উইকিপিডিয়াতে বা বাইরে ব্যবহারকারীদের মধ্যে কোনো আইনি বিরোধ থাকলে সেটি কেবলমাত্র আইনি হুমকি দেওয়া না হলে, নিষেধাজ্ঞার কারণ নয়। তবে যেসব ব্যবহারকারী কোনো আইনি বিবাদে জড়িত, তাদের সেই বিবাদের পক্ষভুক্ত ব্যক্তিদের নিয়ে তৈরি বা সম্পাদিত নিবন্ধ থেকে বিরত থাকা উচিত, কারণ এতে স্বার্থের সংঘর্ষ দেখা দিতে পারে।

যেসব বিষয়কে আইনি হুমকি হিসেবে গণ্য করা হয় না

[সম্পাদনা]

কপিরাইট

[সম্পাদনা]

কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আইনি হুমকি নয়। যদি আপনি উইকিপিডিয়ায় যোগ করা কোনো উপাদানের কপিরাইট মালিক হন, তবে সেটি ব্যবহারযোগ্য কি না—এই বিষয়ে পরিষ্কার করে জানানো সম্পূর্ণ স্বাগত। এ ক্ষেত্রে আপনি তথ্য দলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানাতে পারেন। এছাড়াও Wikipedia:Copyright problems পাতায় বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে।

মানহানি

[সম্পাদনা]

কোনো তথ্য মানহানিকর কি না, সে বিষয়ে আলোচনা করা আইনি হুমকি হিসেবে বিবেচিত হয় না। উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী, কোনো বিবৃতি মানহানিকর প্রমাণিত হলে তা দ্রুত মুছে ফেলা হয়। আপনি যদি মনে করেন যে কোনো লেখা আপনার মানহানি করছে, তাহলে দয়া করে info-en-q@wikipedia.org ঠিকানায় ইমেইল করুন।

স্বার্থের সংঘর্ষ

[সম্পাদনা]

পারিশ্রমিকপ্রাপ্ত সম্পাদকদের উইকিমিডিয়া ফাউন্ডেশনের ব্যবহারের শর্তাবলি কিংবা অপ্রকাশিত বিজ্ঞাপনের বিরুদ্ধে প্রযোজ্য আইনের বিষয়ে সচেতন করা আইনি হুমকি নয়।

আইনি হুমকির আভাস বোঝাতে পারে এমন বক্তব্য

[সম্পাদনা]

কোনো আলোচনা বা বিরোধে অংশ নেওয়ার সময়, কিংবা অন্য কোনো ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের সময়—সবসময় আপনার ভাষা সতর্কভাবে বেছে নিন। এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন, যা অন্য কেউ (ভুলভাবে হলেও) আইনি হুমকি হিসেবে বুঝতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি বলেন যে কারো মন্তব্য “মানহানিকর” বা “নিন্দনীয়”, তাহলে সেই ব্যবহারকারী মনে করতে পারেন আপনি তাকে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এ ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে, এর চেয়ে নিরপেক্ষ ও শান্ত ভাষা ব্যবহার করা ভালো। যেমন: “আমার সম্পর্কে ওই মন্তব্যটি সঠিক নয়, দয়া করে সেটি সংশোধন করুন।”

বিষয়টির পেছনের কারণ

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আইনি হুমকি দেওয়া একটি অসভ্য আচরণ, যা বিভিন্ন সমস্যা তৈরি করে:

  • এটি মুক্তভাবে সম্পাদনা করার পরিবেশে বাধা দেয়। এতে কোনো একটি পক্ষ অন্য পক্ষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পারে, ফলে তথ্য উপস্থাপনায় একপাক্ষিকতা দেখা দিতে পারে।
  • এমন আচরণ ব্যবহারকারীদের মধ্যে বিরূপ মনোভাব ও অবিশ্বাস তৈরি করে, ফলে সদ্ভাব ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

আইনি হুমকির মতো আচরণের পরিবর্তে, উইকিপিডিয়ার বিরোধ নিষ্পত্তির পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে কার্যকর উপায়। এতে অনেক ক্ষেত্রেই শান্তিপূর্ণ ও গঠনমূলক সমাধানে পৌঁছানো যায়।

আইনি হুমকির পরিণতি ও সমাধান

[সম্পাদনা]

উইকিপিডিয়া সম্প্রদায় বিশ্বাস করে—মানুষ পরিবর্তন হতে পারে। রাগ বা ভুল বুঝে দেওয়া মন্তব্য, যদি ব্যবহারকারী তা পরে প্রত্যাহার করে নেন, তাহলে তা তার বিরুদ্ধে ধরে রাখা উচিত নয়।

এই নীতির লক্ষ্য হলো আইনি হুমকি প্রতিরোধ করা—নিবন্ধে ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ বন্ধ করা নয়। বরং, সম্পাদকদের উচিত ক্ষুব্ধ ব্যবহারকারীকে উৎসাহ দেওয়া, যাতে তিনি নির্দিষ্ট ভুলগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এ ক্ষেত্রে Wikipedia:Contact us/Article problem/Factual error (from subject) পাতাটির লিঙ্ক শেয়ার করা সহায়ক হতে পারে।

যদি কেউ নিজের ব্যবহারকারী আলাপ পাতায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন, তবে তা সাধারণত বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করে না। যতক্ষণ না শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা করা হয়েছে, ততক্ষণ তাকে আলাপ পাতার ব্যবহারে বাধা দেওয়া ঠিক নয়। তবে, যদি অভিযোগ বারবার করা হয় এবং তা অনর্থক বা বিরক্তিকর হয়ে ওঠে, তাহলে সেই ব্যবহারকারীকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।

আরও পড়ুন

[সম্পাদনা]