আরব লিগের সদস্য রাষ্ট্রসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সদস্যতার একটি গ্রাফিক টাইমলাইন

আরব লিগের ২২টি[ক] সদস্য রাষ্ট্র রয়েছে। এটি ১৯৪৫ সালের মার্চ মাসে কায়রোতে ছয় সদস্য রাষ্ট্র নিয়ে প্রতিষ্ঠিত হয়। আরব লিগের প্রতিষ্ঠাতা সদস্যরা হচ্ছে মিশর,ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং ট্রান্সজর্ডান (১৯৪৯ থেকে জর্ডান)। ইয়েমেন ৫ মে ১৯৪৫ সালে আরব লিগে যোগদান করে। ২০ শতকের দ্বিতীয়ার্ধে সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে সাতটি দেশ পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে। আরব লিগের সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।

বর্তমান সদস্য রাষ্ট্রসমূহের তালিকা[সম্পাদনা]

রাষ্ট্র যোগদানের তারিখ রাজধানী রাষ্ট্রের আয়তন(কিমি²)
আলজেরিয়া ১৬ আগস্ট ১৯৬২ আলজিয়ার্স ২৩,৮১,৭৪১
বাহরাইন ১১ সেপ্টেম্বর ১৯৭১ মানামা ৭৫০
কোমোরোস ২০ নভেম্বর ১৯৯৩ মোরোনি ২,২৩৫
জিবুতি ৪ সেপ্টেম্বর ১৯৭৭ জিবুতি শহর ২৩,২০০
মিশর ২২ মার্চ ১৯৪৫ কায়রো ১০,০২,৪৫০
ইরাক ২২ মার্চ ১৯৪৫ বাগদাদ ৪,৩৮,৩১৭
জর্ডান ২২ মার্চ ১৯৪৫ আম্মান ৮৯,৩৪২
কুয়েত ২০ জুলাই ১৯৬১ কুয়েত শহর ১৮,৭১৭
লেবানন ২২ মার্চ ১৯৪৫ বৈরুত ১০,৪৫২
লিবিয়া[১] ২৮ মার্চ ১৯৫৩ ত্রিপোলি ১৭,৫৯,৫৪১
মৌরিতানিয়া ২৬ নভেম্বর ১৯৭৩ নুওয়াকশুত ১০,৩০,৭০০
মরক্কো ১ অক্টোবর ১৯৫৮ রাবাত ৭,১০,৮৫০ অথবা ৪,৪৬,৫৫০ [২]
ওমান ২৯ সেপ্টেম্বর ১৯৭১ মাস্কাট ৩,০৯,৫৫০
ফিলিস্তিন[১] ৯ সেপ্টেম্বর ১৯৭৬[২] জেরুসালেম (দে জুরি)[৩]
রামাল্লাহ (দে ফাক্তো)
৬,০৪০ অথবা ২৬,৭৯০[৩]
কাতার ১১ সেপ্টেম্বর ১৯৭১ দোহা ১১,৪৩৭
সৌদি আরব ২২ মার্চ ১৯৪৫ রিয়াদ ২১,৪৯,৬৯০
সোমালিয়া ১৪ ফেব্রুয়ারি ১৯৭৪ মোগাদিশু ৬,৩৭,৬৬১
সুদান ১৯ জানুয়ারি ১৯৫৬ খার্তুম ১৮,৮৬,০৬৮
সিরিয়া[৪] ২২ মার্চ ১৯৪৫ দামেস্ক ১,৮৫,১৮০
তিউনিসিয়া ১ অক্টোবর ১৯৫৮ তিউনিস ১,৬৩,৬১০
সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর ১৯৭১ আবুধাবি ৮৩,৬০০
ইয়েমেন[৫] সানা (দে জুরি)
আদেন (দে ফাক্তো)
৫,২৭,৯৬৮

বর্তমান পর্যবেক্ষক রাষ্ট্রের তালিকা[সম্পাদনা]

আরব লিগের সাতটি দেশ পর্যবেক্ষক সদস্য রাষ্ট্র। এটি একটি মর্যাদা যা তাদের মতামত প্রকাশ করার এবং পরামর্শ দেওয়ার অধিকার আছে কিন্তু লিগের কোন বিষয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। পর্যবেক্ষক সদস্য রাষ্ট্রগুলো হলো ইরিত্রিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা,ভারত, গ্রিস, আর্মেনিয়া, চাদ[৪] ভারত হলো আরব লীগের আরেকটি পর্যবেক্ষক রাষ্ট্র সদস্য। যেখানে বিপুল সংখ্যক লোক আরব বংশোদ্ভূত আছে।[৫] আর্মেনিয়াকে ২০০৪ সালে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছিল।[৬] চাদকে ২০০৫ সালে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছিল।[৭]

রাষ্ট্র যোগদানের তারিখ রাজধানী আয়তন
(কিমি²)
জনসংখ্যা রাষ্ট্রভাষা
আর্মেনিয়া ২০০৪ ইয়েরেভান ২৯,৭৪৩ ৩,০১৮,৮৫৪ আর্মেনিয়ান
ব্রাজিল ২০০৩ ব্রাসিলিয়া ৮,৫১৫,৭৬৭ ২০৭,৩৫০,০০০ পর্তুগীজ
চাদ এপ্রিল, ২০০৫ এনজামেনা ১,২৮৪,০০০ ১৩,৬৭০,০৮৪ ফরাসি, আরবি
ইরিত্রিয়া জানুয়ারী ২০০৩ আসমারা ১,১৭,৬০০ ৫,৮৬৯,৮৬৯ টাইগ্রিনিয়া, ইংরেজি, আরবি
গ্রিস ২০২১ এথেন্স ১৩১,৪৪৫ ১০,৬৫৫,৩৭১ গ্রীক
ভারত এপ্রিল,২০০৭ নতুন দিল্লি ৩,২৮৭,২৬৩ ১,৩২৬,৫৭২,০০০ হিন্দি, ইংরেজি
ভেনিজুয়েলা সেপ্টেম্বর,২০০৬ কারাকাস ৯১৬,৪৪৫ ৩১,৭৭৫,৩৭১ স্প্যানিশ

সদস্যপদের সময়কাল[সম্পাদনা]

আরব লিগের সম্প্রসারণ

১৯৪৫-প্রতিষ্ঠাতা সদস্য: মিশর, জর্ডান, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, ইয়েমেন


১৯৫৮- তৃতীয় বৃদ্ধি: মরক্কো, তিউনিসিয়া


১৯৭১- সপ্তম বৃদ্ধি: সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার


১৯৯৩- দ্বাদশ (সর্বশেষ) বৃদ্ধি: কোমোরোস


২০১১- সংকোচন: দক্ষিণ সুদানের বিচ্ছেদ

  • ১৯৪২ - যুক্তরাজ্য আরব লিগের ধারণা প্রচার করে।[৮]
  • ১৯৪৫- মধ্যপ্রাচ্যের সাতটি দেশের নেতারা আলেকজান্দ্রিয়া প্রোটোকল স্বাক্ষর করেন, এইভাবে ২০ শতকে সর্ব-আরববাদ মতাদর্শের সাথে প্রথম সংস্থা প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাতা সদস্যরা ছিল মিশর, ইরাক, লেবানন, সিরিয়া, সৌদি আরব, জর্ডান ( ট্রান্সজর্ডান নামে প্রবেশ করে), এবং ইয়েমেন (যা ১৯৬৭ সাল থেকে সাধারণত উত্তর ইয়েমেন নামে পরিচিত ছিল)।
  • ১৯৫৩- লিবিয়া স্বাধীনতার দুই বছর পর আরব লীগে যোগ দেয়।
  • ১৯ জানুয়ারি ১৯৫৬- সুদান আরব লিগে যোগ দেয়।
  • ১৯৫৮ সালের ১ অক্টোবর- মরক্কো এবং তিউনিসিয়া স্বাধীনতার দুই বছর পর আরব লিগে যোগদান করে।
  • ২০ জুলাই ১৯৬১- কুয়েত স্বাধীনতার ৩১ দিন পরে লিগে যোগদান করে।
  • ১৬ আগস্ট ১৯৬২- আলজেরিয়া আরব লীগে যোগ দেয়।
  • ১৯৬৭- দক্ষিণ ইয়েমেন তার স্বাধীনতার পর আরব লীগে যোগ দেয়।
  • ১৯৭১- সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং বাহরাইন আরব লিগে যোগদান করে।
  • ২৬ নভেম্বর ১৯৭৩- মৌরিতানিয়া স্বাধীনতার তেরো বছর পর আরব লিগে যোগদান দেয়।
  • ১৪ ফেব্রুয়ারি ১৯৭৪- স্বাধীনতার চৌদ্দ বছর পর সোমালিয়া আরব লিগে যোগদান করে।
  • ৮ সেপ্টেম্বর ১৯৭৬- ফিলিস্তিন মুক্তি সংস্থা আরব লীগে যোগ দেয়।[৯] ১৯৮৮ সালে স্বাধীনতার ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্র আসনটি গৃহীত হয়।[৯]
  • ১৯৭৭ সালের ৪ সেপ্টেম্বর- একই বছর ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের দুই মাস পর জিবুতি আরব লিগে যোগ দেয়।
  • ২৬ মার্চ ১৯৭৯- মিশর আরব লিগ থেকে বরখাস্ত হয়। আবার ২৩ মে ১৯৮৯ এ পুনরায় যোগদান করে।
  • ২২ মে ১৯৯০- উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হয়।
  • ১৯৯৩- কোমোরোস আরব লিগে যোগদান করে।
  • জানুয়ারী ২০০৩- ইরিত্রিয়া পর্যবেক্ষক হিসাবে আরব লিগে যোগদান করে।
  • ২০০৩- ব্রাজিল পর্যবেক্ষক হিসাবে আরব লিগে যোগ দেয়।
  • ২০০৪ - আর্মেনিয়া পর্যবেক্ষক হিসাবে আরব লিগে যোগ দেয়।
  • এপ্রিল ২০০৫ - চাদ পর্যবেক্ষক হিসাবে আরব লিগে যোগ দেয়।
  • সেপ্টেম্বর ২০০৬- ভেনিজুয়েলা পর্যবেক্ষক হিসাবে আরব লীগে যোগ দেয়।
  • এপ্রিল ২০০৭– ভারত পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আরব লিগে যোগ দেয়।
  • ২২ ফেব্রুয়ারি ২০১১- লিবিয়া আরব লীগ থেকে বরখাস্ত হয়।[১০] ২৫ আগস্ট ২০১১ এ পুনরায় যোগদান করে।
  • জুলাই ২০১১- দক্ষিণ সুদান সুদান থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু আরব লিগে যোগ দেয় না।[১১]
  • ১৬ নভেম্বর ২০১১- সিরিয়া আরব লীগ থেকে বরখাস্ত হয়।
  • ৭ মে ২০২৩ – সিরিয়াকে পুনরায় সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।[১২]

আরও দেখুন[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. সিরিয়াসহ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Arab League - Sportwetten - Beste Singlebörsen im Vergleich"Arab League - Sportwetten - Beste Singlebörsen im Vergleich। ৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Constitution., Commission on the Bicentennial of the United States। The Supreme Court of the United States : its beginnings & its justices, 1790-1991.ওসিএলসি 25546099 
  3. Leech, Philip (২৬ অক্টোবর ২০১৬)। "The State of Palestine: A critical analysis"। Routledge – Google Books-এর মাধ্যমে। 
  4. "Syriens Beziehungen zu Lateinamerika | David X. Noack" (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০ 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; INDIAno নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. "Armenia invited as observer for Arab League"Azad Hye। ১৯ জানুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৪ 
  7. "Chad to join Arab League as observer"www.aljazeera.com 
  8. "Profile: Arab League"BBC News। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 
  9. "Charter of Arab League"Arab League - جامعة الدول العربية। ৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৫ 
  10. "Libya suspended from Arab League sessions – Israel News, Ynetnews"। Ynetnews.com। ২০ জুন ১৯৯৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৬ 
  11. "Interview: Egypt's first ambassador to South Sudan says things there are under control"। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১১ 
  12. "Arab League readmits Syria as relations with Assad normalize"NBC। ৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৩