আগামীকাল (চলচ্চিত্র)
আগামীকাল | |
---|---|
পরিচালক | অঞ্জন আইচ |
প্রযোজক | সালমা ডলি টুটুল চৌধুরী[১] |
রচয়িতা | অঞ্জন আইচ |
চিত্রনাট্যকার | অঞ্জন আইচ |
কাহিনিকার | অঞ্জন আইচ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | কমল চন্দ্র দাস |
সম্পাদক | বি সি ইমরান |
প্রযোজনা কোম্পানি | মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল |
পরিবেশক | অভি কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳ ৯০ লাখ (নির্মাণ) |
আগামীকাল ২০২২ সালের মনস্তাত্ত্বিক-রোমাঞ্চকর বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[২] মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।[৩][৪] আগামীকাল ত্রিভুজ প্রেমের রোমাঞ্চকর গল্পের ভিত্তিতে নির্মিত হয়েছে।[৩] ছায়াচিত্রের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ ও টুটুল চৌধুরী।[৫][৬] এছাড়াও পার্শ্ব চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, সাবেরী আলম ও ফারুক আহমেদ প্রমুখ।[৩] এই চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক অঞ্জন আইচ ও অভিনেতা টুটুল চৌধুরীর বড় পর্দায় অভিষেক ঘটে।[৪][৫][৬][৭] অঞ্জন আইচ চলচ্চিত্রটি অক্টোবর, ২০১৯ হতে মার্চ, ২০২০-এর মধ্যে নির্মাণ সম্পন্ন করেন। ২০২২ সালের ৬ জানুয়ারি, দ্বিতীয় সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটির প্রথম প্রদর্শনী ঘটে।[৮][৯] একই বছর ৩ জুন, চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহসমূহে বাণিজ্যিক মুক্তি দেয়া হয়।[১০]
গল্পসূত্র
[সম্পাদনা]গল্পের প্রধান চরিত্র মম মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। মন্সতত্ত্ববিদ শতাব্দী ওয়াদুদ তাকে সাহায্য করতে আসে। মম'র মানসিক অশান্তির কারণ কি তা পরিস্কার তাকে আসতে হয়েছে। মমও মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে তাকে সব কথা বলে হালকা হতে চায়। মম তার গল্প শুরু করে। মম একজন অনাথ এবং দরিদ্র পরিবারের সন্তান। অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে থেকেছেন। ঘটনাক্রমে মম'র সঙ্গে ইমনের সাথে পরিচয় হয়। ইমন আর মম প্রেমে জড়িয়ে পরেন, কিন্তু মমর আশ্রয়দানকারী মা ইমনের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেন।[১১] আশ্রয় দানকারীর মেয়ে কৌশলে ইমনকে হত্যা করে মমকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে দেয়।[১২] মম'র জেল হয়। অসাধু ধনাঢ্য টুটুল চৌধুরীর সহায়তায় মম স্বাভাবিক জীবন শুরু করে। টুটুলকে বিয়ে করেন মম। হঠাৎ মদ্যপ টুটুল চৌধুরী'র মৃত্যুতে মম'র স্বাভাবিক জীবন আবার জটিল হয়ে ওঠে। আবারও কাঠগড়ায় দাঁড়াতে হয় মমকে। পুলিশের বিশদ তদন্তে এক পর্যায়ে প্রমাণিত হয় যে মম নির্দোষ।[৫]
কুশীলব
[সম্পাদনা]শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- মামনুন হাসান ইমন - সদ্য এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থী।
- জাকিয়া বারী মম[১৩] - দরিদ্র পরিবারের অনাথ সন্তান।
- সূচনা আজাদ - খুনের মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা।[১৪]
- টুটুল চৌধুরী - চোরাচালানকারী, ধনাঢ্য অসাধু ব্যবসায়ী।
পার্শ্ব চরিত্রে
[সম্পাদনা]- শতাব্দী ওয়াদুদ
- আশীষ খন্দকার
- সাবেরী আলম
- ফারুক আহমেদ
- তারিক স্বপন
- সুজাত শিমুল
- এস এম মহসীন
- মাহাবুব শাহীন
- শওকত
- ফখরুল বাশার মাসুম
- বৈদ্যনাথ সাহা
- ফাহমি
নির্মাণ
[সম্পাদনা]২০১৯-এর ২২ অক্টোবর হতে ঢাকার আমীন বাজারে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয়।[১৫][১৬] আমিন বাজারে এই চলচ্চিত্রের অধিকাংশ চিত্রগ্রহণ করা হয়।[১৭][১৮] এছাড়াও ঢাকার সাভার, কক্সবাজার,বান্দরবান, মানিকগঞ্জ ও গাজীপুরে চিত্রগ্রহণ করা হয়েছে।[১৯] চিত্রগ্রহণ পরবর্তী সম্পাদনা ভারতে করা হয়।[২০][২১] চলচ্চিত্রটি প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।[২২]
সঙ্গীত
[সম্পাদনা]আগামীকাল-এ একটি রবীন্দ্রসঙ্গীত সহ মোট চারটি সঙ্গীত রয়েছে।[২৩] ‘হৃদয়ের এ কূল–ও কূল’ শিরোনামের রবীন্দ্রসঙ্গীতটি পৃথ্বীরাজ ও বব ভিভিয়ানের যৌথ সঙ্গীত আয়োজনে জেইন তুলি হালদারের কন্ঠে ধারণ করা হয়েছে।[২৪] পরিচালক অঞ্জন আইচ অন্যান্য মৌলিক গানগুলি রচনা করেছেন। এই গানগুলি সুজন আরিফের সংগীত আয়োজনে কোনাল, অর্পণ কর্মকার, জানে ও সুজন আরিফের নিজের কণ্ঠে ধারণ করা হয়েছে।[২৩][২৫][২৬]
মুক্তি
[সম্পাদনা]১৪ থেকে ১৬ মে,২০২০ পরিচালক অঞ্জন আইচ আগামীকাল -এর পরপর তিনটি প্রথম বর্ণন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।[২৭] এছাড়াও এই চলচ্চিত্রের কলাকুশলীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত আড্ডা'র মাধ্যমে চলচ্চিত্রটির প্রচারণা চালান।[২৮] ২০২১ সালের ৩ জুন চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতি পায়।[২৯] ১১ নভেম্বর প্রথম ট্রেলার প্রকাশিত হয়।[২৬]
প্রাথমিকভাবে চলচ্চিত্রটি মার্চ, ২০২০-এ মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল।[৩][৩০] বাংলাদেশে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে চলচ্চিত্রটির মুক্তি পিছিয়ে যায়।[২১][২৭] প্রেক্ষাগৃহে মুক্তির আগে, ২০২২ সালের ৬ জানুয়ারি দ্বিতীয় সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে আগামিকালের প্রথম প্রদর্শনী ঘটে।[৯] একই বছর ৩ জুন অভি কথাচিত্রের পরিবেশনায়, বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে কাহিনিচিত্রটি বাণিজ্যিকভাবে মুক্তি পায়।[২][১০]
প্রশংসা
[সম্পাদনা]আগামীকালে অভিনয়ের জন্য দ্বিতীয় সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাকিয়া বারী মম সেরা অভিনেত্রী ও টুটুল চৌধুরী সেরা খল নায়কের পুরস্কার জয় করেন।[৩১]
সংগঠন | বছর | বিভাগ | প্রাপক | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
দ্বিতীয় সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | ২০২২ | সেরা অভিনেত্রী | জাকিয়া বারী মম | বিজয়ী | [৩১] |
সেরা খলনায়ক | টুটুল চৌধুরী | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মার্চে আসছে মম'র 'আগামীকাল'"। বণিক বার্তা। ২০২১-০১-২১। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- ↑ ক খ "৩০ হলে চলছে 'আগামীকাল'"। সময় টিভি। ২০২২-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩।
- ↑ ক খ গ ঘ "মার্চে আসছে ইমন-মমর 'আগামীকাল'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-২৩। ২০২০-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ ক খ "এক জুটির দুই ছবি"। প্রথম আলো। ২০১৯-১২-১৩। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ ক খ গ "প্রেম ও থ্রিলারধর্মী গল্প নিয়ে 'আগামীকাল'"। দৈনিক কালের কন্ঠ। ২০১৯-১২-২৩। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ ক খ "মুক্তির অপেক্ষায় ইমন-মমর সিনেমা 'আগামীকাল'"। জাগো নিউজ। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ "ইমন-মম ও সূচনাকে নিয়ে অঞ্জন আইচের কানামাছি"। দৈনিক যুগান্তর। ২০১৯-১২-১২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ "সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'আগামীকাল'"। জাগো নিউজ। ২০২২-০১-০৪। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১০।
- ↑ ক খ "মুক্তির আগেই উৎসবে 'আগামীকাল'"। দৈনিক সমকাল। ২০২২-০১-০৫। ২০২২-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১০।
- ↑ ক খ "আজ মুক্তি পেল 'আগামীকাল'"। দৈনিক যুগান্তর। ২০২২-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩।
- ↑ "ইমন ও মমর 'আগামীকাল'"। এনটিভি অনলাইন। ২০১৯-১২-২৭। ২০১৯-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- ↑ "'আগামীকাল' সিনেমায় প্রেমিককে খুনের দায়ে মমর জেল"। সময় টিভি। ২০১৯-১২-২৩। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ "মমর 'আগামীকাল'"। দেশ রূপান্তর। ২০১৯-১২-২৪। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "'আগামীকাল' পুলিশ কর্মকর্তা হয়ে আসছেন সূচনা!"। এনটিভি অনলাইন। ২০২০-০৫-১৮। ২০২০-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৮।
- ↑ "প্রথমবার সিনেমায় জুটি বাঁধলেন ইমন-মম"। জাগো নিউজ। ২০১৯-১০-২২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ "'আগামীকাল' নিয়ে বড় পর্দায় ইমন-মম"। আরটিভি অনলাইন। ২০১৯-১০-২২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ "মমর 'আগামীকাল'"। দেশ রূপান্তর। ২০১৯-১০-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ "দারুচিনি দ্বীপের পরে ফের একসাথে ইমন-মম"। দৈনিক কালের কন্ঠ। ২০১৯-১০-২৩। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ "প্রেম ও থ্রিলারধর্মী গল্প নিয়ে টুটুল-মমর 'আগামীকাল'"। আলোকিত বাংলাদেশ। ২০১৯-১২-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "অঞ্জন আইচের 'আগামীকাল' সিনেমার ফার্স্ট লুক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৬।
- ↑ ক খ "কেমন কাটবে ইমন ও মমর 'আগামীকাল'?"। এনটিভি অনলাইন। ২০২০-০৫-১৩। ২০২০-০৫-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৬।
- ↑ "'আগামীকাল': ৯০ লাখের সিনেমা, শো প্রতি উঠছে না হাজার টাকাও"। এনটিভি অনলাইন। ২০২২-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।
- ↑ ক খ "আগামীকালর ফার্স্ট লুক"। বাংলাদেশ প্রতিদিন। ২০২০-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৬।
- ↑ "পৃথ্বীরাজ নেই, আসছে তাঁর নতুন গান"। প্রথম আলো। ২০২০-০২-১৮। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪।
- ↑ "গতকাল প্রকাশ পেল আগামীকাল'র ফার্স্ট লুক"। রাইজিংবিডি.কম। ২০২০-০৫-১৫। ২০২০-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৬।
- ↑ ক খ "ডিসেম্বরে বড় পর্দায় মম (ভিডিও)"। রাইজিংবিডি.কম। ২০২১-১১-১২। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৫।
- ↑ ক খ "করোনাকালে 'আগামীকাল' নিয়ে গতিময় পরিকল্পনা"। বাংলা ট্রিবিউন। ২০২০-০৫-১৫। ২০২০-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৬।
- ↑ "আগামীকাল টিম আসছে ফেসবুক লাইভে | কালের কণ্ঠ"। দৈনিক কালের কন্ঠ। ২০২০-০৫-১৩। ২০২০-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৬।
- ↑ "সেন্সর পেলো মম-ইমনের 'আগামীকাল'"। দৈনিক ইত্তেফাক। ২০২১-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৮।
- ↑ "প্রেমিক খুনের দায়ে মমর জেল!"। রাইজিংবিডি.কম। ২০১৯-১২-২৩। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- ↑ ক খ স্মৃতি, ফারজানা (২০২২-০১-০৬)। "শেষ হলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে আগামীকাল
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আগামীকাল (ইংরেজি)