অ্যারন র‍্যামসডেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যারন র‍্যামসডেল
২০২০ সালে বোর্নমাথের হয়ে র‍্যামসডেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যারন ক্রিস্টোফার র‍্যামসডেল[১]
জন্ম (1998-05-14) ১৪ মে ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান স্টোক-অন-ট্রেন্ট, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[২]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর ৩২
যুব পর্যায়
মার্শ টাউন
বোল্টন ওয়ান্ডারার্স
২০১৩–২০১৬ শেফিল্ড ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৭ শেফিল্ড ইউনাইটেড (০)
২০১৭–২০২০ বোর্নমাথ ৩৭ (০)
২০১৮চেস্টারফিল্ড (ধার) ১৯ (০)
২০১৯উইম্বলডন (ধার) ২০ (০)
২০২০–২০২১ শেফিল্ড ইউনাইটেড ৪০ (০)
২০২১– আর্সেনাল (০)
জাতীয় দল
২০১৬ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১৬–২০১৭ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১২ (০)
২০১৭–২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৮–২০২১ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ১৫ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অ্যারন ক্রিস্টোফার র‍্যামসডেল (ইংরেজি: Aaron Ramsdale; জন্ম: ১৪ মে ১৯৯৮; অ্যারন র‍্যামসডেল নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

ইংরেজ ফুটবল ক্লাব মার্শ টাউনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে র‍্যামসডেল ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে বোল্টন ওয়ান্ডারার্স এবং শেফিল্ড ইউনাইটেডের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, শেফিল্ড ইউনাইটেডের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুই মৌসুমে সকল প্রতিযোগিতায় ২ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৬–১৭ মৌসুমে তিনি প্রায় ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব বোর্নমাথে যোগদান করেছেন। বোর্নমাথে চার মৌসুম অতিবাহিত করার পর প্রায় ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে পুনরায় শেফিল্ড ইউনাইটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ৪০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। এরপূর্বে চেস্টারফিল্ড এবং উইম্বলডনের এক মৌসুম করে অতিবাহিত করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি প্রায় ২৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে শেফিল্ড ইউনাইটেড হতে আর্সেনালে যোগদান করেছেন।

২০১৬ সালে, র‍্যামসডেল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ব্যক্তিগতভাবে, র‍্যামসডেল বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০২০–২১ মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের বর্ষসেরা যুব খেলোয়াড় এবং বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অন্যতম।[৩] দলগতভাবে, র‍্যামসডেল এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই ইংল্যান্ডের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

অ্যারন ক্রিস্টোফার র‍্যামসডেল ১৯৯৮ সালের ১৪ই মে তারিখে ইংল্যান্ডের স্টোক-অন-ট্রেন্টে জন্মগ্রহণ করেছেন এবং নিকটবর্তী চেস্টারটন গ্রামে তার শৈশব অতিবাহিত করেছেন।[৪]

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

র‍্যামসডেল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৩৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2018/19 Premier League squads confirmed"। Premier League। ৩ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Aaron Ramsdale: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২১ 
  3. "End of Season Awards"। Sheffield United F.C.। ২৩ মে ২০২১। 
  4. "Aaron returns as Blades sign exciting stopper"। Sheffield United F.C.। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]