বিষয়বস্তুতে চলুন

কনর গ্যালাগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনর গ্যালাগার
২০১৮ সালে চেলসির হয়ে গ্যালাগার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কনর জন গ্যালাগার
জন্ম (2000-02-06) ৬ ফেব্রুয়ারি ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান এপসম, ইংল্যান্ড
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়
এপসম ঈগলস
২০০৮–২০১৯ চেলসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯– চেলসি (০)
২০১৯–২০২০চার্ল্টন অ্যাথলেটিক (ধার) ২৬ (৬)
২০২০সোয়ানসি সিটি (ধার) ১৯ (০)
২০২০–২০২১ওয়েস্ট ব্রমউইচ (ধার) ৩০ (২)
২০২১–২০২২ক্রিস্টাল প্যালেস (ধার) ৩৪ (৮)
জাতীয় দল
২০১৭–২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ (০)
২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ (২)
২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৯–২০২০ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ১৩ (২)
২০২১– ইংল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১৭, ২২ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১৭, ২২ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কনর জন গ্যালাগার (ইংরেজি: Conor Gallagher, ইংরেজি উচ্চারণ: /kˈɒnə ɡˈaləɡə/; জন্ম: ৬ ফেব্রুয়ারি ২০০০; কনর গ্যালাগার নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব চেলসি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭ সালে, গ্যালাগার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কনর জন গ্যালাগার ২০০০ সালের ৬ই ফেব্রুয়ারি তারিখে ইংল্যান্ডের এপসমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

গ্যালাগার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় পাঁচ বছরে ৩৮ ম্যাচে অংশগ্রহণ করে ৫টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।

২০২১ সালের ১৫ই নভেম্বর তারিখে, ২১ বছর, ৯ মাস ও ৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গ্যালাগার সান মারিনোর বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় কালভিন ফিলিপসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইংল্যান্ড ১০–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে গ্যালাগার সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২২ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০২১
২০২২
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "San Marino vs. England - 15 November 2021 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  2. "San Marino - England 0:10 (WC Qualifiers Europe 2021/2022, Group I)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  3. "San Marino - England, Nov 15, 2021 - World Cup qualification Europe - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 
  4. Strack-Zimmermann, Benjamin। "San Marino vs. England"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]