বিষয়বস্তুতে চলুন

অনুরাধা (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুরাধা
অনুরাধা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাকেশ শর্মা
প্রযোজকলুইত কুমার বর্মন
(এম এল এণ্টারটেইনমেণ্ট,
সিনে ড্রীম আনলিমিটেড)
চিত্রনাট্যকাররাকেশ শর্মা
কাহিনিকাররাকেশ শর্মা
শ্রেষ্ঠাংশেমেঘরঞ্জনী মেধি
দিগন্ত হাজারিকা
জয় কাশ্যপ
প্রণামি বরা
সূরুয কলিতা
তানিয়া নন্দী
নয়ন শইকীয়া
সুরকারগান প্রিয়ম
চিত্রগ্রাহকসূরুয ডেকা
সম্পাদকরাতুল ডেকা
দেশ ভারত
ভাষাঅসমীয়া

অনুরাধা ২০১৫ সালের ২৭ মার্চে[] মুক্তি লাভ করা একটি অসমীয়া চলচ্চিত্র[] নারীকেন্দ্রিক কাহিনীর এই ছবিটির পরিচালক রাকেশ শর্মা। ছবিটির সহকারী পরিচালকর দায়িত্বে ছিলেন অণুপম বৈশ্য ও অনিন্দিতা কলিতা। এম এল এণ্টারটেইনমেণ্টসিনে ড্রীম আনলিমিটেডএর বেনারে ছবিটির প্রযোজনা করেন প্রযোজক লুইত কুমার বর্মন।[] মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মেঘরঞ্জনী[]। দিগন্ত শইকীয়া চলচ্চিত্রটিতে কার্যবাহী প্রযোজকের দায়িত্ব নেন।[] সঙ্গীত পরিচালনা গান প্রিয়মের। প্রিয়ম প্রথমবারের জন্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। চিত্রগ্রহণ সূরুয ডেকার।

কাহিনী

[সম্পাদনা]

ব্যতিক্রমধর্মী পূর্ণদৈর্ঘ্য অসমীয়া ছবি অণুরাধা একটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক ছবি। কার্যবাহী প্রযোজক দিগন্ত শইকীয়ার মতে ছবিটিতে একটি নারীর অনুভূতি, আদর্শ, দৃষ্টিভঙ্গী, প্রেম, দর্শন আদি সাবলীলভাবে উপস্থাপন করার প্রচেষ্টা করা হয়।[]

নির্মাণ

[সম্পাদনা]

ফাইভ ডি কেমেরাতে ছবিটির চিত্রগ্রহণ করা হয়। চিত্রগ্রহণের জন্য জিম্মি জিব প্রযুক্তি ব্যবহার করা হয়।[]

অভিনয়

[সম্পাদনা]

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেন মেঘরঞ্জনী। এইটি তাঁর প্রথমটি পূর্ণদৈর্ঘ্য কথাছবি। নায়কের চরিত্রে অভিনয় করেন দিগন্ত হাজারিকা। অন্য অন্য চরিত্রে অভিনয়শিল্পীসকল হ'ল:

  • জয় কাশ্যপ
  • প্রণামি বরা
  • সূরুয কলিতা
  • তানিয়া নন্দী
  • নয়ন শইকীয়া
  • প্রশান্ত গোস্বামী
  • মালবিকা ঠাকুরীয়া[]

কলা-কুশলী

[সম্পাদনা]

ছবিটির কার্য্যবাহী প্রযোজক দিগন্ত শইকীয়া। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা রাকেশ শর্মার৷ চলচ্চিত্রটি সম্পাদনা করেন রাতুল দাস।[] চিত্রগ্রহণ করেন সূরুয ডেকা। মুখ্য সহকারী পরিচালক অণুপম বৈশ্য।[]

সঙ্গীত

[সম্পাদনা]
অণুরাধা
গান প্রিয়ম
কর্তৃক চলচ্চিত্র স্কোর
দৈর্ঘ্য২৮.৪২ মিনিট
সঙ্গীত প্রকাশনীএম এল এণ্টারটেইনমেণ্ট

অণুরাধার সঙ্গীত পরিচালনা ও গানের কথা প্রিয়মের। গান সমূহে কণ্ঠদান করেন জুবিন গার্গ, অংগরাগ মহন্ত, রূপম ভূঞা, প্রার্থনা গগিয়ে, অনিতা বি ডেকা ও সৌরভ মহন্ত।[]

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."এচেরেঙা পোহর"গান প্রিয়মগান প্রিয়মজুবিন গার্গ২:৪২
২."বৈ যোয়া"গান প্রিয়মগান প্রিয়মঅংগরাগ মহন্ত৫:৩৬
৩."শ্বিলঙরে কুঁয়লী"গান প্রিয়মগান প্রিয়মরূপম ভূঞা৩:২৭
৪."থীম ছং"গান প্রিয়মগান প্রিয়মসৌরভ মহন্ত৫:৪৭
৫."গুণ গুণ"গান প্রিয়মগান প্রিয়মঅনিতা বি ডেকা২:০৮
৬."টিপা টিপে"গান প্রিয়মগান প্রিয়মপ্রার্থনা গগিয়ে৩:০০
৭."বৈ যোয়া - ভার্ছন ২"গান প্রিয়মগান প্রিয়মসৌরভ মহন্ত৫:৩৮
মোট দৈর্ঘ্য:২৮:৪২

মুক্তি

[সম্পাদনা]

শ্রব্য গানের অডিয়ো

[সম্পাদনা]

২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে গুয়াহাটীর নেহরু পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রটির সঙ্গীত প্রকাশ করা হয়।[] এই অনুষ্ঠানে অসমএর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, গায়ক জে পি দাস ও অভিনেতা জয়ন্ত কুমার দাস উপস্থিত ছিলেন।[]

চলচ্চিত্র

[সম্পাদনা]

২০১৫ সালের ২৭ মার্চ তারিখে সমগ্র অসমে চলচ্চিত্রটি মুক্তি লাভ করে।[]

তথ্য সংগ্রহ

[সম্পাদনা]
  1. Pranjal Borah (১৭ মার্চ ২০১৫)। "Anuradha to Release on 27th March 2015"। Kothasobi। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  2. "অণুরাধার কথা"। বিস্ময়: ১২৩। ২০১৪।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. অসমীয়া খবর, ১০ নয়েম্বর, ২০১৩
  4. গানিকা তালুকদার. মেঘরঞ্জনী ও দিগন্ত হাজারিকার রোমাণ্টিক যুটিরে অণুরাধা, বহুমুখ, পরিপূরিকা, আমার অসম, ১৩ নয়েম্বর, ২০১৩, পৃ: চিত্রবাণী (৪)
  5. "কাঁ চলচ্চিত্র উৎসবনিয়ে রাকেশ শর্মার অণুরাধা"। নিয়মীয়া বার্তা। ১২ মার্চ ২০১৪। 
  6. "অণুরাধার চিডি মুকলি"। দৈনিক অসম। ২৮ ফেব্রুয়ারি ২০১৪। 
  7. জ্যোতি প্রকাশ নাথ. সম্পাদনা মেজত অসমীয়া কথাছবি অণুরাধা, শংকরজ্যোতি, ২০ ডিসেম্বর, ২০১৩, পৃ: কলা সংস্কৃতি (১০)

বহিঃসংযোগ

[সম্পাদনা]