বিষয়বস্তুতে চলুন

চলচ্চিত্রের আবহ-সঙ্গীত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চলচ্চিত্র স্কোর থেকে পুনর্নির্দেশিত)
একজন সুরকার (ক্যামেরাকে পিঠ দেখিয়ে মঞ্চে দাঁড়িয়ে পরিচালনা করছেন) ও একটি ক্ষুদ্র বাদকজোট চলচ্চিত্রের আবহ-সঙ্গীত যন্ত্রে ধারণ (রেকর্ড) করছেন। প্রসঙ্গ-উল্লেখ হিসেবে পর্দায় চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।

চলচ্চিত্রের আবহ-সঙ্গীত, চলচ্চিত্রের নেপথ্য-সঙ্গীত বা চলচ্চিত্রের পটভূমি-সঙ্গীত বলতে কোনও চলচ্চিত্রের জন্য বিশেষভাবে রচিত ও ঐ চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যকে সঙ্গপ্রদানকারী নেপথ্য সঙ্গীতকে বোঝায়। চলচ্চিত্রের আবহ-সঙ্গীত চলচ্চিত্রের ধারণকৃত ধ্বনিসঙ্কলন (সাউন্ডট্র্যাক) একটি অংশ, যার মধ্যে গান, কথোপকথন এবং বিশেষ আবহধ্বনিগুলিও অন্তর্ভুক্ত থাকে। সাধারণত এক বা একাধিক সুরকার চলচ্চিত্রের পরিচালক বা প্রযোজকের নির্দেশনায় বা সহযোগিতায় আবহ-সঙ্গীত রচনা করেন এবং তারপর সেটি একটি সঙ্গীতশিল্পীর জোট - সাধারণত একটি ঐকবাদনদল (অর্কেস্ট্রা), সঙ্গীত বাদকদল (ব্যান্ড), একক বাদক, সমবেত গায়কদল বা কণ্ঠশিল্পীদল (যারা প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত) - পরিবেশন করেন এবং পরিবেশিত সঙ্গীত একজন ধ্বনিপ্রকৌশলী যন্ত্রের ধারণ (রেকর্ড) করেন। চলচ্চিত্রের আবহ-সঙ্গীতগুলি সঙ্গীতের বিভিন্ন ধরনের শৈলীতে রূপায়িত হতে পারে, যেগুলি সাধারণত চলচ্চিত্রগুলির প্রকৃতির উপর নির্ভর করে। বেশিরভাগ আবহ-সঙ্গীতের মূল ভিত্তি হিসেবে পশ্চিমা ধ্রুপদী সঙ্গীত ব্যবহৃত হয়, তবে অনেক আবহ-সঙ্গীত আবার জ্যাজ, রক, পপ, ব্লুজ, নিউ এজ সঙ্গীতভাবাবহ সঙ্গীত (Ambient music) এবং বিভিন্ন ধরনের নৃগোষ্ঠীগত ও বিশ্ব সঙ্গীত শৈলীর দ্বারা প্রভাবিত হয়। ১৯৫০-এর দশক থেকে আবহ-সঙ্গীতের অংশ হিসাবে বৈদ্যুতিন উপাদানগুলিকে (Electronica) ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে রচিত অনেকগুলি আবহ-সঙ্গীতে ঐকবাদনদল এবং বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার রয়েছে।[]

চলচ্চিত্রের আবহ-সঙ্গীতকে শুরু ও শেষবিশিষ্ট অনেকগুলি স্বয়ংসম্পূর্ণ খণ্ডে বিভক্ত করা হয়, এবং একেকটি খণ্ডকে চলচ্চিত্রের কাহিনীর কোনও নির্দিষ্ট দৃশ্যের নেপথ্যে একটি নির্দিষ্ট সময় ধরে বাজানো হয়। এগুলিকে ইংরেজিতে কিউ বলে।[] এই খণ্ড বা কিউগুলি কাহিনীকে আরও ফুটিয়ে তোলে ও আবেগিক আবহ সৃষ্টি করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bebe Barron: Co-composer of the first electronic film score, for 'Forbidden Planet'"The Independent। London। মে ৮, ২০০৮। জুলাই ৪, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০২ 
  2. Savage, Mark. "Where Are the New Movie Themes?" BBC, July 28, 2008.

বহিঃসংযোগ

[সম্পাদনা]
চলচ্চিত্র সঙ্গীত সংস্থা
গবেষণা সাময়িকী (অনলাইন ও মুদ্রণ)
শিক্ষা
ভাষা