বিষয়বস্তুতে চলুন

২০২৪ ডুরান্ড কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৪ ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ
দেশ ভারত
তারিখ২৭ জুলাই ২০২৪ – ৩১ আগস্ট ২০২৪
মাঠকলকাতা, জামশেদপুর, শিলংকোকরাঝাড়
দল২৪

২০২৪ ডুরান্ড কাপ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে স্পনসরশিপ সম্পর্কের কারণে ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ নামেও পরিচিত, এটি হবে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৩তম সংস্করণ আসর এবং এটি এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক স্বীকৃত হওয়ার পর তৃতীয় সংস্করণ আসর। ঝাড়খণ্ড সরকারের সমর্থিত এআইএফএফ, ভারতীয় সশস্ত্র বাহিনীর ইস্টার্ন কমান্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি এই টুর্নামেন্টের আয়োজন করেছিলো।


এ বছর তৃতীয়বারের মতো টুর্নামেন্টটি একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এটি হবে টুর্নামেন্টের তৃতীয় মৌসুম যেখানে আই-লিগ, রাজ্য লিগের এবং আঞ্চলিক লিগের ক্লাব, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং আমন্ত্রিত বিদেশি সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্বকারী দলগুলির সাথে শীর্ষ স্তরের ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ১৩টি ক্লাবকে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক করা হয়েছিলো।[১]

মোহনবাগান এসজি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, ২০২৩ সালের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল।[২]

দলসমূহ[সম্পাদনা]

দল প্রধান কোচ অধিনায়ক অবস্থান
ইন্ডিয়ান সুপার লিগের দলসমূহ
বেঙ্গালুরু বেঙ্গালুরু, কর্ণাটক
ইস্টবেঙ্গল কলকাতা, পশ্চিমবঙ্গ
চেন্নাইয়িন চেন্নাই, তামিলনাড়ু
গোয়া মারগাও, গোয়া
হায়দ্রাবাদ হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
জামশেদপুর জামশেদপুর, ঝাড়খণ্ড
কেরালা কোচি, কেরালা
মোহামেডান কলকাতা, পশ্চিমবঙ্গ
মোহনবাগান কলকাতা, পশ্চিমবঙ্গ
মুম্বই মুম্বই, মহারাষ্ট্র
নর্থইস্ট ইউনাইটেড গুয়াহাটি, আসাম
ওড়িশা ভুবনেশ্বর, ওড়িশা
পাঞ্জাব লুধিয়ানা, পাঞ্জাব
আই-লিগের দলসমূহ
শিলং লাজং শিলং, মেঘালয়
ইন্টার কাশী বারাণসী, উত্তর প্রদেশ
রাজ্য লিগের লিগের দলসমূহ
ডাউনটাউন শ্রীনগর, জম্মু ও কাশ্মীর
বড়োল্যান্ড কোকরাঝাড়, আসাম
ভারতীয় সশস্ত্র বাহিনীর দলসমূহ
বায়ুসেনা নয়াদিল্লি, দিল্লি
সেনাবাহিনী
নৌবাহিনী
সিআইএসএফ প্রটেক্টর
বিএসএফ
আমন্ত্রিত বিদেশি সশস্ত্র বাহিনীর দলসমূহ
বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা, বাংলাদেশ
ত্রিভুবন সেনাবাহিনী কাঠমান্ডু, নেপাল

ভেন্যুসমূহ[সম্পাদনা]

কলকাতা জামশেদপুর
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন কিশোরভারতী ক্রীড়াঙ্গন জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স
ধারণক্ষমতা: ৬৮,০০০ ধারণক্ষমতা: ১২,০০০ ধারণক্ষমতা: ২৪,৪২৪
শিলং কোকরাঝাড়
জওহরলাল নেহরু স্টেডিয়াম এসএআই স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩০,০০০ ধারণক্ষমতা: ১০,০০০

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MBG EAB IAF DTH
মোহনবাগান (H) নকআউট পর্যায়ে অগ্রসর ১৮ আগস্ট ৮ আগস্ট ২৭ জুলাই
ইস্টবেঙ্গল (H) সম্ভাব্য নকআউট পর্যায়ে অগ্রসর ২৯ জুলাই ৭ আগস্ট
বায়ুসেনা ২ আগস্ট
ডাউনটাউন
উৎস: ডুরান্ড কাপ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MSC BEN INV IKA
মোহামেডান (H) নকআউট পর্যায়ে অগ্রসর ৬ আগস্ট ১৩ আগস্ট ২৮ জুলাই
বেঙ্গালুরু সম্ভাব্য নকআউট পর্যায়ে অগ্রসর ৩১ জুলাই ৩ আগস্ট
নৌবাহিনী ৯ আগস্ট
ইন্টার কাশী
উৎস: ডুরান্ড কাপ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ সি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MCI KER CIS PUN
মুম্বই নকআউট পর্যায়ে অগ্রসর ১ আগস্ট ৫ আগস্ট ১১ আগস্ট
কেরালা সম্ভাব্য নকআউট পর্যায়ে অগ্রসর ১০ আগস্ট ৪ আগস্ট
সিআইএসএফ ৩০ জুলাই
পাঞ্জাব
উৎস: ডুরান্ড কাপ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি

গ্রুপ ডি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন JAM CHN ARM BAN
জামশেদপুর (H) নকআউট পর্যায়ে অগ্রসর ৪ আগস্ট ১৪ আগস্ট ২৮ জুলাই
চেন্নাইয়িন সম্ভাব্য নকআউট পর্যায়ে অগ্রসর ৩১ জুলাই ১১ আগস্ট
ভারতীয় সেনাবাহিনী ৭ আগস্ট
বাংলাদেশ সেনাবাহিনী
উৎস: ডুরান্ড কাপ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ ই[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন BDO NEU OFC BSF
বড়োল্যান্ড (H) নকআউট পর্যায়ে অগ্রসর ৬ আগস্ট ১২ আগস্ট ৩০ জুলাই
নর্থইস্ট ইউনাইটেড সম্ভাব্য নকআউট পর্যায়ে অগ্রসর ১৬ আগস্ট ৯ আগস্ট
ওড়িশা ৩ আগস্ট
বিএসএফ
উৎস: ডুরান্ড কাপ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

গ্রুপ এফ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন GOA SHI HYD TRI
গোয়া নকআউট পর্যায়ে অগ্রসর ১৭ আগস্ট ৫ আগস্ট ৮ আগস্ট
শিলং লাজং (H) সম্ভাব্য নকআউট পর্যায়ে অগ্রসর ১০ আগস্ট ২ আগস্ট
হায়দ্রাবাদ ১৩ আগস্ট
ত্রিভুবন সেনাবাহিনী
উৎস: ডুরান্ড কাপ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড টু হেড পয়েন্ট; ৩) হেড টু হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা; ৬) লটারি
(H) স্বাগতিক।

দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলোর র‌্যাঙ্কিং[সম্পাদনা]

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ইস্টবেঙ্গল নকআউট পর্যায়ে অগ্রসর
বি নৌবাহিনী
সি কেরালা
ডি চেন্নাইয়িন
বিএসএফ
এফ হায়দ্রাবাদ
২৭ জুলাই ২০২৪ (2024-07-27) তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ডুরান্ড কাপ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোলের সংখ্যা; ৪) লটারি

নকআউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
 
 
 
নির্ণয়ের অপেক্ষায়
 
 
 
নির্ণয়ের অপেক্ষায়
 
কোয়ার্টার-ফাইনাল ১-এর বিজয়ী
 
 
 
কোয়ার্টার-ফাইনাল ২-এর বিজয়ী
 
নির্ণয়ের অপেক্ষায়
 
৩১ আগস্ট –বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
 
নির্ণয়ের অপেক্ষায়
 
সেমি-ফাইনাল ১-এর বিজয়ী
 
 
 
সেমি-ফাইনাল ২-এর বিজয়ী
 
নির্ণয়ের অপেক্ষায়
 
 
 
নির্ণয়ের অপেক্ষায়
 
কোয়ার্টার-ফাইনাল ৩-এর বিজয়ী
 
 
 
কোয়ার্টার-ফাইনাল ৪-এর বিজয়ী
 
নির্ণয়ের অপেক্ষায়
 
 
নির্ণয়ের অপেক্ষায়
 

কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

ম্যাচ[সম্পাদনা]

কোয়ার্টার-ফাইনাল ১
নির্ণয়ের অপেক্ষায়বনামনির্ণয়ের অপেক্ষায়
[ প্রতিবেদন পিডিএফ] [ প্রতিবেদন আই-লিগ]
কোয়ার্টার-ফাইনাল ২
নির্ণয়ের অপেক্ষায়বনামনির্ণয়ের অপেক্ষায়
[ প্রতিবেদন পিডিএফ] [ প্রতিবেদন আই-লিগ]
কোয়ার্টার-ফাইনাল ৩
নির্ণয়ের অপেক্ষায়বনামনির্ণয়ের অপেক্ষায়
[ প্রতিবেদন পিডিএফ] [ প্রতিবেদন আই-লিগ]
কোয়ার্টার-ফাইনাল ৪
নির্ণয়ের অপেক্ষায়বনামনির্ণয়ের অপেক্ষায়
[ প্রতিবেদন পিডিএফ] [ প্রতিবেদন আই-লিগ]

সেমি-ফাইনাল[সম্পাদনা]

ম্যাচ[সম্পাদনা]

সেমি-ফাইনাল ১
কোয়ার্টার-ফাইনাল ১-এর বিজয়ীবনামকোয়ার্টার-ফাইনাল ২-এর বিজয়ী
[ প্রতিবেদন পিডিএফ] [ প্রতিবেদন আই-লিগ]
সেমি-ফাইনাল ২
কোয়ার্টার-ফাইনাল ৩-এর বিজয়ীবনামকোয়ার্টার-ফাইনাল ৪-এর বিজয়ী
[ প্রতিবেদন পিডিএফ] [ প্রতিবেদন আই-লিগ]

ফাইনাল[সম্পাদনা]

ফাইনাল ম্যাচ
সেমি-ফাইনাল ১-এর বিজয়ীবনামসেমি-ফাইনাল ২-এর বিজয়ী
[ প্রতিবেদন পিডিএফ] [ প্রতিবেদন আই-লিগ]

পরিসংখ্যান[সম্পাদনা]

সর্বোচ্চ গোলদাতা[সম্পাদনা]

চাবিকাঠি
ছুরি গোল্ডেন বুট বিজয়ী
ক্রম. খেলোয়াড় দল গোল

হ্যাটট্রিক[সম্পাদনা]

খেলোয়াড় জন্য বিরুদ্ধে ফলাফল তারিখ সূত্র

গোল বাঁচানো[সম্পাদনা]

চাবিকাঠি
ছুরি গোল্ডেন গ্লাভস বিজয়ী
ক্রম. খেলোয়াড় দল গোল বাঁচানো

শৃঙ্খলা[সম্পাদনা]

খেলোয়াড়[সম্পাদনা]

  • সর্বাধিক হলুদ কার্ড:
  • সর্বাধিক লাল কার্ড:

দল[সম্পাদনা]

  • সর্বাধিক হলুদ কার্ড:
  • সর্বাধিক লাল কার্ড:

পুরস্কার[সম্পাদনা]

মৌসুম পুরস্কার এবং পুরস্কার মূল্য[সম্পাদনা]

২০২৪ সংস্করণের জন্য পুরষ্কারের প্রাইজ মানি ১ কোটি (ইউএস$ ১,২২,২৩৩) বরাদ্দ করা হয়েছিল।

অবস্থান খেলোয়াড় ক্লাব মূল্য
গোল্ডেন গ্লাভস  ৩ লাখ (ইউএস$ ৩,৭০০)
গোল্ডেন বুট  ৩ লাখ (ইউএস$ ৩,৭০০)
গোল্ডেন বল  ৪ লাখ (ইউএস$ ৪,৯০০)
রানার্স-আপ  ৩০ লাখ (ইউএস$ ৩৬,৭০০)
চ্যাম্পিয়ন  ৬০ লাখ (ইউএস$ ৭৩,৩০০)
মোট ১ কোটি (ইউএস$ ১,২২,২৩৩)

ম্যান অব দ্য ম্যাচ[সম্পাদনা]

ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ
খেলোয়াড় দল খেলোয়াড় দল খেলোয়াড় দল
ম্যাচ ১ ম্যাচ ১৬ ম্যাচ ৩১
ম্যাচ ২ ম্যাচ ১৭ ম্যাচ ৩২
ম্যাচ ৩ ম্যাচ ১৮ ম্যাচ ৩৩
ম্যাচ ৪ ম্যাচ ১৯ ম্যাচ ৩৪
ম্যাচ ৫ ম্যাচ ২০ ম্যাচ ৩৫
ম্যাচ ৬ ম্যাচ ২১ ম্যাচ ৩৬
ম্যাচ ৭ ম্যাচ ২২ ম্যাচ ৩৭
ম্যাচ ৮ ম্যাচ ২৩ ম্যাচ ৩৮
ম্যাচ ৯ ম্যাচ ২৪ ম্যাচ ৩৯
ম্যাচ ১০ ম্যাচ ২৫ ম্যাচ ৪০
ম্যাচ ১১ ম্যাচ ২৬ ম্যাচ ৪১
ম্যাচ ১২ ম্যাচ ২৭ ম্যাচ ৪২
ম্যাচ ১৩ ম্যাচ ২৮ ম্যাচ ৪৩
ম্যাচ ১৪ ম্যাচ ২৯
ম্যাচ ১৫ ম্যাচ ৩০

সম্প্রচার[সম্পাদনা]

সনি স্পোর্টস নেটওয়ার্ক ২০২৩ থেকে শুরু করে তিনটি সংস্করণের জন্য ডুরান্ড কাপ এর সম্প্রচার স্বত্ব অধিগ্রহণ করেছিলো। ২০২৪ সংস্করণটি নেটওয়ার্কের ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভ পাশাপাশি টিভি চ্যানেল সনি টেন ২ এবং সনি টেন ২ এইচডি-তে সরাসরি সম্প্রচার করা হবে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mergulhao, Marcus (২৫ মে ২০২২)। "Nine-month calendar for Indian football from next season"The Times of India। ২৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২ 
  2. "Mohun Bagan vs East Bengal Highlights, Durand Cup 2023 Final: Dimitri Petratos On Target As MBSG Clinch Record 17th Durand Cup Title"NDTV Sports (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৩ 
  3. "Durand Cup 2023: All you need to know about Indian football's oldest tournament; Schedule, groups, live streaming info"Sportstar। Chennai: The Hindu। ২৩ জুলাই ২০২৩। ২৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৩ 

আরো দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]