সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
সুনামগঞ্জ পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত২৩ মার্চ ১৯৯৯; ২৫ বছর আগে (1999-03-23)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরওয়েজখালী, সুনামগঞ্জ
যে অঞ্চলে
সুনামগঞ্জ জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস[১]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.sunamganj.gov.bd

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় ০১টি জোনাল অফিস, ০৭টি সাব-জোনাল অফিস, ০১টি এরিয়া অফিস এবং ২৪টি অভিযোগ কেন্দ্রের[২] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ২৩ মার্চ, ১৯৯৯ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১১ নভেম্বর, ২০০১ সালে।

ইতিহাস[সম্পাদনা]

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। এ সমিতির অধীনে ১০টি উপজেলা, ৮০টি ইউনিয়ন ও ২৪৯৬টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর সুনামগঞ্জ জেলার ওয়েজখালীতে অবস্থিত।

জোনাল অফিসসমূহ[সম্পাদনা]

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • ছাতক জোনাল অফিস[৩]

সাব-জোনাল অফিস[সম্পাদনা]

  • বিশ্বম্ভপুর সাব-জোনাল অফিস
  • দিরাই সাব-জোনাল অফিস
  • জগন্নাথপুর সাব-জোনাল অফিস
  • দক্ষিণ সুনামগঞ্জ সাব-জোনাল অফিস
  • তাহিরপুর সাব-জোনাল অফিস
  • দোয়ারাবাজার সাব-জোনাল অফিস
  • জামালগঞ্জ সাব-জোনাল অফিস

এরিয়া অফিস[সম্পাদনা]

  • শাল্লা এরিয়া অফিস

গ্রাহক সংখ্যা[সম্পাদনা]

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে তিন লক্ষ আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • মোট আয়তন: ৩২০৪ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১৫.৬৯% (জুলাই, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১১টি
  • মোট নির্মিত লাইন: ৭২৬০.৬৬৯ কিলোমিটার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অফিস প্রধান, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.sunamganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১ 
  2. "একনজরে, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি" (পিডিএফ)pbs.sunamganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১ 
  3. "ছাতক উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.chhatak.sunamganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১