দাবাং (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাবাং
দাবাং চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅভিনব কাশ্যপ
প্রযোজকআরবাজ খান
মালাইকা আরোরা খান
ধিলিন মেহতা
ম্যাট জেমলিন
রচয়িতাদিলীপ শুক্লা
অভিনব কাশ্যপ
শ্রেষ্ঠাংশেসালমান খান
আরবাজ খান
সোনাক্ষী সিনহা
সোনু সুদ
বিনোদ খান্না
ডিম্পল কাপাডিয়া
অনুপম খের
সুরকারগান
সাজিদ-ওয়াজিদ
ললিত পণ্ডিত
ব্যাকগাউন্ড স্কোর:
সন্দীপ শিরকদার
চিত্রগ্রাহকমহেশ লিমায়ী
সম্পাদকপ্রণব বি ধুকার
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী অস্তাভিনায়ক সিনে ভিশন লি:
মুক্তি
  • ১০ সেপ্টেম্বর ২০১০ (2010-09-10)
স্থিতিকাল১২৬ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৪২০ মিলিয়ন (US$ ৫.১৩ মিলিয়ন)[২]
আয় ২.১৫ বিলিয়ন (US$ ২৬.২৮ মিলিয়ন)[৩]

দাবাং (হিন্দি: दबंग নির্ভীক) ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি অ্যাকশনধর্মী-মশলাদার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন অভিনব কাশ্যপ এবং প্রযোজনা করেছেন আরবাজ খান। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরবাজ খানের বড় ভাই সালমান খান। এছাড়াও সহ-শিল্পী হিসেবে রয়েছেন সোনাক্ষী সিংহ, আরবাজ খান, ওম পুরী, ডিম্পল কাপাডিয়া, বিনোদ খান্না, অনুপম খের, মহেশ মাঞ্জরেকার এবং মাহি গিল। খল-নায়ক চরিত্রে সোনু সুদ রয়েছেন। চলচ্চিত্রটিতে সোনাক্ষী সিংহ অভিনেত্রী, আরবাজ খান প্রযোজক এবং অভিনব কশ্যপ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। মালাইকা অরোরা খান বিশেষ আইটেম গান মুন্নি বদনাম হুয়িতে পারফর্ম করে ব্যাপকভাবে সাড়া ফেলে দেন।[৪] চলচ্চিত্রটির গল্পবিন্যাস ভারতের উত্তর প্রদেশ রাজ্য থেকে নেওয়া হয় এবং চুলবুল পান্ডে নামের একজন পুলিশকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠেছে। ৪২০ মিলিয়ন বাজেটের চলচ্চিত্রটি ২.১৫ বিলিয়ন রুপি আয় করতে সামর্থ্য হয়।[৫]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

দাবাং
কর্তৃক চলচ্চিত্রের গান
মুক্তির তারিখ৬ আগস্ট ২০১০ (2010-08-06)
ঘরানাচলচ্চিত্রের গান
দৈর্ঘ্য৪৭:৪৩
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
সাজিদ-ওয়াজিদ কালক্রম
বীর
(২০১০)
দাবাং
(২০১০)
নো প্রবলেম
(২০১০)

দাবাং চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন পরিচালক যুগল সাজিদ-ওয়াজিদ এবং ললিত পণ্ডিত। গীত রচনা করেছেন ফয়েজ আনোয়ার, ললিত পণ্ডিত ও জলীস শেরওয়ানি। ললিত পণ্ডিত মুন্নি বদনাম হুয়ি গানটি গীত রচনা করেছেন।[৬] গানে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী খান, সনু নিগম, শ্রেয়া ঘোষাল, মমতা শর্মা, ঐশ্বর্য নিগম, মাস্টার সলীম, সুখিন্দর সিং, ওয়াজিদ আলী। গানের অ্যালবাম ৬ আগস্ট, ২০১০ দিল্লীতে মুক্তি পায়।[৭]

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."তেরে মস্ত্‌ মস্ত্‌ দো নয়েন"ফয়েজ আনোয়াররাহাত ফতেহ আলী খান৫:৫৯
২."মুন্নি বদনাম হুয়ি"ললিত পণ্ডিতমমতা শর্মা, ঐশ্বর্য নিগম, মাস্টার সলীম৫:০৭
৩."চোরি কিয়া রে জিয়া"জলীস শেরওয়ানিসনু নিগম, শ্রেয়া ঘোষাল৪:৪৮
৪."হুড় হুড় দাবাং"জলীস শেরওয়ানিসুখিন্দর সিং, ওয়াজিদ আলী৪:১৩
৫."হামকা পিনি হ্যাঁয়"জলীস শেরওয়ানিওয়াজিদ আলী, মাস্টার সলীম, শাবাব সাবরি৫:১৫
৬."তেরে মস্ত্‌ মস্ত্‌ দো নয়েন – ২"ফয়েজ আনোয়াররাহাত ফতেহ আলী খান, শ্রেয়া ঘোষাল৫:৫৯
৭."মুন্নি বদনাম হুয়ি – পুনঃমিশ্রণ"ললিত পণ্ডিতমমতা শর্মা, ঐশ্বর্য নিগম৪:০৫
৮."তেরে মস্ত্‌ মস্ত্‌ দো নয়েন – পুনঃমিশ্রণ"ফয়েজ আনোয়াররাহাত ফতেহ আলী খান৫:০২
৯."হামকা পিনি হ্যাঁয় – পুনঃমিশ্রণ"জলীস শেরওয়ানিওয়াজিদ আলী, মাস্টার সলীম, শাবাব সাবরি৪:২৭
১০."দাবাং – থিম" সালমান খান২:৪৮
মোট দৈর্ঘ্য:৪৭:৪৩

আরোও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DABANGG (12A)" (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১২ 
  2. "The Biggest Profit Makers 2010"বক্স অফিস ভারত (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫ 
  3. "Top All Time Worldwide Grossers Updated 11/5/2012"বক্স অফিস ভারত (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫ 
  4. "Dabangg unveiled!" (ইংরেজি ভাষায়)। Rediff। ৬ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১০ 
  5. Priyanka Roy (১১ সেপ্টেম্বর ২০১০)। "MR FEARLESS"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। কলকাতা, ভারত। ১৫ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১২ 
  6. "Dabangg: Soundtrack listing and details"। Bollywood Hungama। ১৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৫ 
  7. Sharma, Garima (৮ আগস্ট ২০১০)। "Dabangg's expensive promotion"The Times of India। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]