উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/২০১৯ অক্টোবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সার্ভারের ক্যাশ পরিষ্কার করুন

নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ ও শাকিব খান-এ পুনর্নির্দেশ করা হল। আপাতত শাকিব খান নিবন্ধে পুনর্নির্দেশ করা হল --জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:৪০, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এসকে ফিল্মস[সম্পাদনা]

এসকে ফিল্মস (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "এসকে ফিল্মস" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উইকিপিডিয়ায় বিষয়টি স্বতন্ত্র নিবন্ধ হতে পারে না বলে মনে করি। অনেক উল্লেখযোগ্য ব্যক্তিই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কিন্তু, যেগুলোর নামে উইকিপিডিয়ায় নিবন্ধ আছে, সেগুলোর দিকে খেয়াল করলে দেখা যাবে ঐসব প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক চলচ্চিত্রে ঐ প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক গৌণ ভূমিকায় ছিলেন। এই প্রযোজনা প্রতিষ্ঠানের মুক্তিপ্রাপ্ত ও আসন্ন চলচ্চিত্র – সবখানেই দেখা যাবে মুখ্য চরিত্রে আছেন শাকিব খান। আর এসকে ফিল্মসের নিউজ কভারেজেও বড় অংশ জুড়ে আছেন শাকিব খান। এমতাবস্থায়, উইকিপিডিয়ায় স্বতন্ত্র নিবন্ধ হিসেবে রাখা যায় না বলে আমি মনে করি। S. M. Nazmus Shakib (আলাপ) ১৪:১০, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একমত নই ইতিমধ্যে তিনটি চলচ্চিত্র ব্যাবসাসফল হয়েছে এবং আরো ৪টির মতো মুক্তির অপেক্ষায় রয়েছে| নীতিমালা অনুযায়ী অবশ্যই উল্লেখযোগ্যতা পায়| Halima Sultana (আলাপ) ০২:৪১, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Halima Sultana: একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র প্রযোজনা করলেই প্রযোজনা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হবে এমন নীতিমালা উইকিপিডিয়ায় নেই। উপরন্তু, ব্যবসাসফল সব চলচ্চিত্রই যে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (চলচ্চিত্র) এর মানদণ্ড পূরণ করে, এমন নীতিমালা নেই। ঠিক তেমনি, আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া চলচ্চিত্র যে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা মানদণ্ড পূরণ করে না, এমনটা নয়। তবে, এসকে ফিল্মস প্রযোজিত সব ও আসন্ন চলচ্চিত্র যে উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করে, তাতে আমার দ্বিমত নেই।
প্রযোজনা সংস্থাকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) এ উত্তীর্ণ হতে হবে। এসকে ফিল্মস তা পূরণ করে না বলে আমার মনে হয়েছে। কেননা, এর নিউজ কভারেজে প্রতিষ্ঠানটির কর্ণধারের দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।--S. M. Nazmus Shakib (আলাপ) ১২:৩৫, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@বিয়ার গ্রিলস: ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) এ উত্তীর্ণ হতে হয়। এখানে তা হয় নি বলে মনে হচ্ছে।-- S. M. Nazmus Shakib (আলাপ) ১৬:১৫, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: রেখে দেয়া হল। আমার মনোনয়ন তুলে নিয়ে নিবন্ধটিকে "এলবো গ্রিজ" নামে স্থানান্তর করছি। মেরাজ (আলাপ) ০৪:১৮, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কঠোর পরিশ্রম[সম্পাদনা]

কঠোর পরিশ্রম (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "কঠোর পরিশ্রম" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

বাংলা উইকিতে এর উল্লেখযোগ্যতা কতটুকু হবে? মেরাজ (আলাপ) ০৪:১২, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। বাংলা উইকিতে আলাদাভাবে উল্লেখযোগ্যতা মাপার কোনো যুক্তি নাই। নিবন্ধ উইকফিাই এবং তথ্যসূত্র যোগ করা হয়েছে। রেখে দিতে পারেন। ~মহীন (আলাপ) ১৪:১০, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য @Moheen: ভাই, আমি মনে হয় আমার মনোভাব ঠিকভাবে ব্যক্ত করতে পারিনি। মনে করে যে, ব্যাঙের সর্দি বা কাঁঠালের আমসত্ত্ব কিংবা অকর্মন্যের ঢেঁকি, এই বাংলা বাগধারাগুলো বাংলা উইকির জন্য প্রযোজ্য হলেও তা ইংরেজি অথবা চীনা উইকিতে মানানসই হবে না। আচ্ছা বাংলা ভাষায় কঠোর পরিশ্রম শব্দটি দ্বারা কি বোঝানো হয়? সাধারণ পাঠক নিশ্চয়ই Elbow grease-এর অর্থ খুঁজতে এই নিবন্ধ পড়তে আসবে না। সব থেকে বড় কথা হলো, সবকিছুতেই অন্ধভাবে ইংরেজি উইকিপিডিয়া অনুসরণ করা বাংলা উইকির জন্য স্বাস্থ্যকর নয়। ধন্যবাদ। মেরাজ (আলাপ) ১৫:১২, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আরেকটি সমস্যা হলো এলবো গ্রিজ যদি অনুবাদ করে কঠোর পরিশ্রম রাখা হয়, তবে তা আর ইংরেজি বাগধারা থাকলো না, এটা রাখতে হলেও তা প্রতিবর্ণীকরণ করে রাখতে হবে। ভবিষ্যতের কথা জানি না, তবে এ মুহুর্তে এটি বাংলা উইকির চেয়ে উইকিঅভিধানের জন্য এটি বেশি মানানসই মনে হচ্ছে, আর সেখানে থাকলেও ভুক্তিটি মূল অক্ষরে অর্থাৎ Elbow grease নামেই রাখতে হবে। — তানভির১৭:২৮, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হল~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৫, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]

পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

তথ্যসূত্রহীন ও উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় দেলোয়ার () • ১২:০৯, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন তথ্যসূত্রবিহীন সংক্ষিপ্ত নিবন্ধ।--মাসুম-আল-হাসান (আলাপ) ২১:৩৯, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হল। বিজ্ঞাপন ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৭, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সৈয়দ রনো[সম্পাদনা]

সৈয়দ রনো (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "সৈয়দ রনো" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উল্লেখযোগ্যতার কোনো মানদণ্ডেই উত্তীর্ণ নয়.... দেলোয়ার () • ২১:৫৬, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হলAshiq Shawon (আলাপ) ১৭:২০, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মুনশী শাহাবুদ্দীন আহমেদ[সম্পাদনা]

মুনশী শাহাবুদ্দীন আহমেদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "মুনশী শাহাবুদ্দীন আহমেদ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

তথ্যসূত্রহীন নিবন্ধ ~ইসমাইল (আলাপ) ০৮:৫২, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  •  বিরোধিতা অপসারণে. (অনুগ্রহ {{ping}} রিপ্লাইতে দয়া করে).-নেহাল(আলাপ) ০৯:১০, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  •  সমর্থন। এধরনের নিবন্ধের নীতিমালা অনুযায়ী শুধুমাত্র পদ অনুযায়ী কেউ স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হয়ে যান না। বরং তাদেরকে WP:GNGWP:ANYBIO-এর শর্তগুলো পূরণ করে আসতে হয়। নিবন্ধের ক্ষেত্রে এই শর্তগুলোর কোনোটি-ই পূরণ হয়নি। নিবন্ধে দেওয়া সূত্র দুটির একটি বিজ্ঞপ্তি যে তিনি সচিব হয়েছেন আর আরেকটি বর্তমান সচিবের জীবনী (যা আবার নিরপেক্ষ সূত্রও নয়)। এগুলো কোনোটি-ই নিবন্ধের উল্লেখযোগ্যতা নির্ধারণের জন্য যথেষ্ট নয়। তাছাড়ার নিবন্ধের ভাষাও নিরপেক্ষ নয়, অনেকেটাই প্রচারণামূলক ও ট্রিভিয়ায় ভরা। — তানভির১২:১১, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: রেখে দেয়া হল। এই নিবন্ধটি উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৯-এর অংশ হিসাবে তৈরি করা হয়েছে। ~মহীন (আলাপ) ০৯:২০, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উন্মুক্ত যোগাযোগ[সম্পাদনা]

উন্মুক্ত যোগাযোগ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "উন্মুক্ত যোগাযোগ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

তথ্যসূত্রহীন নিবন্ধ ~ইসমাইল (আলাপ) ০৭:১৮, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হলAshiq Shawon (আলাপ) ১৭:১৪, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমিরুল মোমেনীন মানিক[সম্পাদনা]

আমিরুল মোমেনীন মানিক (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "আমিরুল মোমেনীন মানিক" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

অনুল্লেখযোগ্য জীবিত ব্যক্তির জীবনী। পুরো নিবন্ধই বিজ্ঞাপনমূলক এবং বেশিরভাগ সূত্রই প্রাথমিক ও রূটিন সূত্র। মেরাজ (আলাপ) ১৭:৫৩, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উল্যখ্যোগ্যতা!!! তিনি নচিকেতা চক্রবর্তীকুমার বিশ্বজিৎনকুল কুমার বিশ্বাস,  এস আই টুটুলআসিফ আকবর, সহ একাধিক সংঙ্গীত শিল্পীর সংঙ্গে গান গেয়েছেন । এছাড়া দূরবীন (চলচ্চিত্র) চলচ্চিত্র সহ একাধিক ছবি তে প্লেব্যাক সংঙ্গীত গেয়েছেন।উলেখ্যযোগ্য পুরস্কার ইউনেস্কো ক্লাব জার্নালিজম এ্যাওয়ার্ড ২০১১ , ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা ( ২০১৬, ২০১৭, ২০১৮) , সাঁকো অ্যাওয়ার্ড ২০১২।তাই অপসারন এর বিরোধীতা করছি। মোঃ আরিফ (আলাপ) ১০:১২, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণে একমত --IqbalHossain (আলাপ) ০৮:৩৯, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত রেখে দেয়া হল। এই রকম ক্ষেত্রে অপসারণ প্রস্তাব না করে পুনঃনির্দেশ দিয়ে দিন। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:২৯, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Jonathan Lee Riches[সম্পাদনা]

Jonathan Lee Riches (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "Jonathan Lee Riches" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

এই পাতাটি উইকিপিডিয়ায় ইতিমধ্যে রয়েছে Wikimanbd (আলাপ) ০৯:৪৯, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: পার্টাসিস টিকা নিবন্ধের সাথে একীকরণ করা হলো। — তানভির১৩:২৪, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Pertussis vaccine[সম্পাদনা]

Pertussis vaccine (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "Pertussis vaccine" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

এই পাতাটি উইকিপিডিয়া ইতিমধ্যে রয়েছে Wikimanbd (আলাপ) ০৯:৪৮, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত রেখে দেয়া হল। পূর্ব হতেই বৃহদায়তনে লিখিত নিবন্ধ রয়েছে; ভুল বুঝাবুঝি এড়ানোর জন্যে এটিকে পুনঃনির্দেশ হিসাবে রাখা হলো। Ashiq Shawon (আলাপ) ১৮:১৭, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা[সম্পাদনা]

সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

নিবন্ধের বিষয়বস্তু অতি সংক্ষিপ্ত৷ ডোরেমন(আলাপ) ০৪:৪১, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: রেখে দেয়া হলAshiq Shawon (আলাপ) ১৭:১৭, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ইকবাল খন্দকার[সম্পাদনা]

ইকবাল খন্দকার (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "ইকবাল খন্দকার" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

অনুল্লেখযোগ্য জীবিত ব্যক্তির জীবনী। পুরো নিবন্ধই বিজ্ঞাপনমূলক এবং বেশিরভাগ সূত্রই প্রাথমিক ও রূটিন সূত্র। মেরাজ (আলাপ) ০৭:৫৭, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উলেখ্যযোগ্য নয় বলতে!!! তিনি বিটিভি এবং বেসরকারি টেলিভিশন সহ পচিশ এর বেশী অনুষ্ঠান এর উপস্থাপনা করেছেন। এছাড়া তার লেখা গান বেলাল খান,পড়শি,আসিফ আকবর,আরফিন রুমি সহ জনপ্রিয় একাধিক শিল্পী গেয়েছেন। তার প্রকাশিত বই এর সংখ্যা অর্ধ-শতাধিক যা পাঠক এর নিকট জনপ্রিয়তা লাভ করেছে।এছাড়া তিনি একাধিক নাটক রচনা করেছেন, ইত্যাদি। এর পর ও তিনি উলেখ্যযোগ্য নয়? মোঃ আরিফ (আলাপ) ২১:৪০, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: রেখে দেয়া হল। ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩১, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মাহবুবুল এ খালিদ[সম্পাদনা]

মাহবুবুল এ খালিদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "মাহবুবুল এ খালিদ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)#সৃজনশীল পেশাজীবী মানদন্ড পূরণে ব্যর্থ। IqbalHossain (আলাপ) ০৯:১০, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তিন নাম্বার পয়েন্ট অনুযায়ী রাখা যেতে পারে,কেননা তার লেখা গান ইমতিয়াজ আহমেদ বুলবুল ও ইমন সাহা সহ একাধিক সুরকার সুর করেছেন। তার লেখা এবং সুর করা গানের সংখ্যা প্রায় তিন শতাধিক। এছাড়া তার লেখা গান গেয়েছেন ইমরান,কনা, রাজীব,সালমা,সুবীর নন্দী,সামিনা চৌধুরী। উল্লেখিত কারনে তিনি তিন নং শর্তপূরন করে। মো আরিফ (আলাপ) ২১:১৫, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হলআফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৭, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

জর্জ লিংকন ডি কস্টা[সম্পাদনা]

জর্জ লিংকন ডি কস্টা (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "জর্জ লিংকন ডি কস্টা" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)#সৃজনশীল পেশাজীবী মানদন্ড পূরণে ব্যর্থ। IqbalHossain (আলাপ) ০৮:২১, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন, তথ্যসূত্রবিহীন সংক্ষিপ্ত নিবন্ধ।--মাসুম-আল-হাসান (আলাপ) ২১:৪৩, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হল। পাতাটি এরপূর্বে দুইবার অপসারিত এবং একবার আলোচনার মাধ্যমে সুতরাং দ্রুত অপসারণ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৯, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফারহান আহমেদ জোভান[সম্পাদনা]

ফারহান আহমেদ জোভান (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "ফারহান আহমেদ জোভান" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

WP:সৃজনশীল মানদণ্ডের কোনটিতেই উত্তীর্ণ নয়। দুটি চলচ্চিত্রের একটিতে গুরুত্বপূর্ণ কোন চরিত্রে অভিনয় করেননি এবং অপরটি স্বল্পদৈর্ঘ্য অনুল্লেখযোগ্য চলচ্চিত্র। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৮, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হলব্যবহারকারী:Ibrahim Husain Meraj কর্তৃক দ্রুত অপসারণ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১২, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদা - নূর ফাউন্ডেশন[সম্পাদনা]

আবেদা - নূর ফাউন্ডেশন (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "আবেদা - নূর ফাউন্ডেশন" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) অনুযায়ী উল্লেখযোগ্য নয়। মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:১৪, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপরাধী (গান)-এ পুনর্নির্দেশ করা হল। নিবন্ধ প্রণেতার মন্তব্য অনুসোরে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৭, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আরমান আলিফ[সম্পাদনা]

আরমান আলিফ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "আরমান আলিফ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

স্পষ্টতই, এই নিবন্ধটির প্রধান বিষয় WP:BLP1E এবং WP:TOOSOON। এটি কেবলমাত্র একক ইভেন্টের কারণে যা 'অপোরাধি'। উত্স সমস্ত একক ঘটনা সম্পর্কিত খবর। এবং WP:NMUSIC ব্যর্থ, কারণ তিনি কেবল 'মেরিল প্রথম আলো পুরষ্কারে' মনোনীত করেছিলেন, তার মানে এই নয় যে তিনি কিছু জিতেছেন বা কোনও পুরষ্কার পেয়েছেন। এমনকি আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় গায়কের সাথে কোনও উল্লেখযোগ্য অ্যালবাম বা কোনও দ্বৈত সঙ্গীত খুঁজে পাইনি। এই নিবন্ধটি মুছে ফেলা উচিত --নেহাল(আলাপ) ১০:০৫, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অপরাধী গানের নিবন্ধে।--S. M. Nazmus Shakib (আলাপ) ১০:২২, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হলো। — তানভির১৩:৪৫, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

জামিয়া ইয়াকুবিয়া হাবীবিয়া ডেন্ডাবর[সম্পাদনা]

জামিয়া ইয়াকুবিয়া হাবীবিয়া ডেন্ডাবর (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "জামিয়া ইয়াকুবিয়া হাবীবিয়া ডেন্ডাবর" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

খালি নিবন্ধন Skh sourav halder (আলাপ) ১৩:৩০, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ। খালি নিবন্ধ।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৮:১৬, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মঙ্গলের প্রাকৃতিক উপগ্রহ[সম্পাদনা]

মঙ্গলের প্রাকৃতিক উপগ্রহ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "মঙ্গলের প্রাকৃতিক উপগ্রহ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

নিবন্ধন যাচাই করার মতো কোনো তথ্য নেই অসম্পূর্ণ নিবন্ধ Skh sourav halder (আলাপ) ১৩:২৮, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হলফেরদৌস০৪:৪৪, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তামিরুল ইসলাম মিল্লাত[সম্পাদনা]

তামিরুল ইসলাম মিল্লাত (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "তামিরুল ইসলাম মিল্লাত" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

সৃজনশীল পেশাজীবী হিসেবে উল্লেখযোগ্যতার শর্তসমূহ পূরণ করেনি। অংকন (আলাপ) ০৪:৩৬, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হলো। — তানভির১৩:৪৩, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আয়েশা মুন্নি[সম্পাদনা]

আয়েশা মুন্নি (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "আয়েশা মুন্নি" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

WP:ANYBIO অথবা WP:লেখক কোন মানদণ্ডের কোন ধারাই পূরণ করেনি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৩, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হলব্যবহারকারী:Ariful59, সবসময় যুক্তি সহকারে কারণ উল্লেখ করবেন। মেরাজ (আলাপ) ০৩:৫৪, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Mohishkundi[সম্পাদনা]

Mohishkundi (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "Mohishkundi" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

Ariful59 (আলাপ) ০৩:৪৪, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ। উল্লেযোগ্যতার নীতামালা পূরণ করেনি। — তানভির১৪:০৯, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কামরুল হাসান নাসিম[সম্পাদনা]

কামরুল হাসান নাসিম (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "কামরুল হাসান নাসিম" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

নিবন্ধটি রাজনৈকিত ব্যক্তির জীবনীর উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। সংবাদপত্রের খবরগুলোও মৌলিক মানদণ্ডে পূরণ করে না। অন্যান্য ক্ষেত্রের কথা বাদই দিলাম। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০১, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • নিবন্ধটি অপসারণের কোন যুক্তিযুক্ত কারণ খুঁজে পাওয়া দুষ্কর। নিবন্ধটি আরো সমৃদ্ধশালী হোক। — Aysha Akter Arin (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
  • নিবন্ধটি আরো পরিপাটি হওয়া দরকার। কারণ, কামরুল হাসান নাসিম বহুমুখী প্রতিভায় ভাস্বর থাকা একজন ব্যক্তিসত্তা। যিনি অপসারনের দাবী রেখে মন্তব্য রেখেছেন, তিনি বলছেন, 'রাজনৈকিত ব্যক্তির জীবনীর উল্লেখযোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ নয়'। তাঁর এই বাক্য গঠনেও দুইটি ভুল আছে। এক, রাজনৈকিত নয়-- রাজনৈতিক বানান হবে, যা ঠিক করা জরুরী। এছাড়া ব্যক্তির লিখেছেন, যা হবে ব্যক্তি জীবনীর... গেল পাঁচ বছরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কামরুল হাসান নাসিম এর উপর সহস্রাধিক রাজনৈতিক খবর প্রকাশ পেয়েছে। গুগল এ সার্চ করলে তা দেখা যায়।— Paula brands (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
  •  মন্তব্য Aysha Akter Arin ও Aysha arin দুটিই একই ব্যক্তির তাতে সন্দেহ নাই। এই নিবন্ধের গুণকীর্তন ছাড়া এই একাউন্টের আর কোন সম্পাদনা নাই। আর Paula brands শুধুমাত্র এখানে মন্তব্যের জন্য তৈরি করা হয়েছে, এটিও বোঝা যায়। তাছাড়া, তাঁদের বক্তব্য থেকে এটাও প্রতিয়মান যে, তাঁরা বা তিনি নিবন্ধের বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩১, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • কাউকে ব্যক্তিগত আক্রমণ করবার সুযোগ নেই। তবে জনাব নাহিদ সুলতানকে বুঝতে হবে যে, শুদ্ধ বাংলায় লেখার অভ্যাসে থাকতে হবে। আমাদের সকলের সেদিকটায় নজর দিতে হবে। এদিকে সন্দেহ ও শংকা প্রকাশ করাই যায়। যেমন জনাব নাহিদ সুলতান এর বক্তব্যের মধ্যে রাজনৈতিক পক্ষ নেয়ার দিকটা স্পষ্ট হয়েছে বলেই তিনি জনাব কামরুল হাসান নাসিম এর উপর চটেছেন বলে অনুমিত হয়। কারণ, কামরুল হাসান নাসিম দেশের সাবেক এক নারী প্রধানমন্ত্রীর মাথা ব্যথার নাম। আমি মনে করি, মত প্রকাশে অন্যের চিন্তাকে গ্রহণ করবার দিকটায় সর্বজনীন ও উদার হতে হবে। নিজের পছন্দ ও অপছন্দকে গুরুত্ব না দিয়ে খ্যাতিমানদের সম্মান করতে হবে। বাংলাদেশে মেধা ভিত্তিক রাজনীতির অন্যতম প্রতিনিধি হিসাবে কামরুল হাসান নাসিমকে বাদ রেখে এগোতে থাকলে তা এই জাতির ব্যর্থতা হিসাবে দেখার সুযোগ আছে। জনাব নাহিদ সুলতানকে এও জানতে হবে যে, বাংলা সাহিত্য থেকে বিশ্বসেরা কোন সম্মাননা যদি কেও নিয়ে আসতে পারেন, বিদগ্ধশ্রেণিরা মনে করছেন, সেই নামটা  কামরুল হাসান নাসিম হতে পারেন। মনে রাখতে হবে যে, ১০৬ বছর পার হয়ে গেছে। আমরা বাংলা সাহিত্যে 'নোবেল' অর্জন করতে পারিনি। — Paula brands (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
  •  সমর্থন, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)র একটি শর্তও পূরণ করেনি।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:০৩, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • অপসারণে বিরোধিতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি পুনর্গঠন এর উদ্যোক্তা হিসাবে তাঁর জীবনীকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এমন সাহসী পদক্ষেপ নেয়া ব্যক্তি সত্তা সম্যক সকলের জানা দরকার। — Paula brands (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
  • মুছে ফেলার বিরোধিতা করছি। নিবন্ধটি যাকে ঘিরে আবর্তিত, তাঁর সম্পর্কে আরো কিছু উল্লেখযোগ্য তথ্য প্রদান করা গেলে প্রীত হওয়া যায় এবং তা করা গেলে তাঁর জীবনীর যে মানদন্ড, সেই সম্মাননা তাঁকে প্রদান করা হয়ে যায়।— Aysha Akter Arin (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
  •  মন্তব্য সক একাউন্ট প্রমাণিত হওয়ায় মন্তব্য কেটে দেওয়া হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
অপসারণে একমতউইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)#রাজনীতিবিদ মানদণ্ডের কোনো শর্তই পূরণ করেনি। --IqbalHossain (আলাপ) ০৫:১১, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: রেখে দেয়া হলআফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩০, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আবু কায়সার[সম্পাদনা]

আবু কায়সার (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "আবু কায়সার" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উল্লেখযোগ্যতা প্রমাণের জন্য আরোও সূত্র প্রয়োজন। মেরাজ (আলাপ) ০৪:২৬, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণে  বিরোধিতা Mmrsafy (আলাপ) ০৫:৫৮, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: রেখে দেওয়া হলো। — তানভির১০:৪২, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

প্রমথনাথ রায় চৌধুরী[সম্পাদনা]

প্রমথনাথ রায় চৌধুরী (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "প্রমথনাথ রায় চৌধুরী" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

তথ্যসূত্র না থাকায়, তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে না। আর ঠিক উল্লেখযোগ্য বলেও নিবন্ধটি বলা যাচ্ছে না। মেরাজ (আলাপ) ০৪:১৯, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হলো। — তানভির১০:৪০, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিনোদ লাল দে[সম্পাদনা]

বিনোদ লাল দে (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "বিনোদ লাল দে" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

তথ্যসূত্র না থাকায়, তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে না। আর ঠিক উল্লেখযোগ্য বলেও নিবন্ধটি বলা যাচ্ছে না। মেরাজ (আলাপ) ০৪:০১, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হলো। — তানভির১০:১৯, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আশিক মুস্তাফা[সম্পাদনা]

আশিক মুস্তাফা (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "আশিক মুস্তাফা" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

নিবন্ধটি মৌলিক মানদণ্ডWP:লেখক পূরণ করেনি। শুধুমাত্র অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার উল্লেখের মাধ্যমে নিবন্ধটিকে মানদণ্ডে উত্তীর্ণ বলা চলে না। একই পুরস্কারপ্রাপ্ত যে নিবন্ধগুলো রয়েছে সেগুলো অন্য মানদণ্ডে ইতিমধ্যে উত্তীর্ণ। শিশুসাহিত্যে বাংলাদেশের উল্লেখযোগ্য পুরস্কার বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, প্রথমটি নয়। উইকিপিডিয়া:অতি শীঘ্রইও এখানে প্রযোজ্য হতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৮, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হল~মহীন (আলাপ) ১০:২১, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এইডা (EIDA)[সম্পাদনা]

এইডা (EIDA) (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "এইডা (EIDA)" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

তথ্যসূত্রগুলো একটি ব্যান্ডের শুরু বা উৎপত্তিকে নির্দেশ করছে, কিন্তু গুরুত্বকে নির্দেশ করছে না যার মাধ্যমে উল্লেখযোগ্যতা নিশ্চিত করা যায়। — তানভির১৭:২৫, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হল~মহীন (আলাপ) ১৬:১৮, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কাঠাদুরা, কালিয়া[সম্পাদনা]

কাঠাদুরা, কালিয়া (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "কাঠাদুরা, কালিয়া" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

বর্ণনায় স্থান হিসেবে গ্রামটির উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠিত হয়নি। বর্ণনাতে যা বলা হয়েছে বাংলাদেশের প্রায় সকল গ্রামের চিত্র একই।  অংকন (আলাপ) ১৩:৩৫, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন দ্রুত অপসারণযোগ্য।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:২৬, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হল~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪৯, ১২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কাজী এমদাদুল হক (অফিসার)[সম্পাদনা]

কাজী এমদাদুল হক (অফিসার) (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "কাজী এমদাদুল হক (অফিসার)" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)
নাফিজ উদ্দীন আহমেদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
কুদরত ইলাহী রহমান শফিক (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
আনিস উজ জামান (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
মোহাম্মদ আবদুল বারী (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
মোহাম্মদ মসীউর রহমান (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
মো. জাকির হোসেন (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
মো. রেজাউল কবীর (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
মোহাম্মদ আখতার হোসেন (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)

বিডিআর বিদ্রোহে নিহত একজন সেনাকর্মকর্তা উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতি অনুযায়ী যথেষ্ট নয়। তাছাড়া তিনি মৃত্যুর আগে কোনো উল্লেখযোগ্য পদে আসীন ছিলেন বলে নিবন্ধে উল্লেখ করা নেই। — তানভির১০:৩৫, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য আমি এই প্রস্তাবনাতে সম্পর্কিত অন্য নিবন্ধগুলো যুক্ত করে দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০১, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য – পাতাগুলো আমার ব্যাবহারকারী উপপাতায় দেয়ার অনুরোধ রইলো।--মোহাম্মদ নাবিল  (☎)  ১১:৫২, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: দ্রুত অপসারণ করা হলমেরাজ (আলাপ) ১৬:২৪, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তাহা ইয়াসিন[সম্পাদনা]

তাহা ইয়াসিন (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "তাহা ইয়াসিন" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

উল্লেখযোগ্যতা প্রমাণিত নয় নকীব সরকার বলুন... ১৩:৪৮, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারনে সমর্থন কোন তথ্যসূত্র নেই এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নন।--Shahidul Hasan Roman (আলাপ) ১৪:৫২, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: অপসারণ করা হলো। অপসারণে বিরোধিতাকারীদের প্রধান যুক্ত হচ্ছে তিনি অনেকগুলো উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন। কিন্তু অনেক খুঁজেও ‘মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড’, ‘জনটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’, ‘গ্লোব অ্যাওয়ার্ড’, ‘ফ্ল্যাগ গার্ল পুরস্কার’, ‘অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল সম্মাননা’, ‘তিন বাংলা সম্মাননা’, ‘রেড ক্রিসেন্ট মোটিভেশনাল অ্যাওয়ার্ড’, ইত্যাদি পুরস্কারের কোনো গ্রহণযোগ্যতা পেলাম না। অনুল্লেখযোগ্য অনেকগুলো পুরস্কার পাওয়া উল্লেখযোগ্যতার ভিত্তি হতে পারে না, একই সাথে অমুক ব্যক্তি তমুক পুরস্কার পেয়েছেন ভিত্তিক খবরের শিরোনামও গ্রহণযোগ্যতা পায় না, যদি না সেই পুরস্কার উল্লেখযোগ্য হয়। উল্লেখ্য ব্যক্তির গণমাধ্যমভিত্তিক কাভারেজ থাকলেও, তা ঘুরে ফিরে এই অনুল্লেখযোগ্য পুরস্কারগুলোকেই নির্দেশ করছে যা প্রাইমারি বা সেকান্ডারি সোর্স হিসেবে উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে গৃহীত নয়। — তানভির১০:৩৬, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নাজমুন নাহার[সম্পাদনা]

নাজমুন নাহার (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (অপসারণের প্রস্তাবনা দেখুন)
(উৎস খুঁজুন: "নাজমুন নাহার" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

অনুল্লেখ্য জীবিত ব্যক্তির জীবনী মেরাজ (আলাপ) ০৩:২৮, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।