ব্যবহারকারী আলাপ:Wikimanbd

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

দ্রুত অপসারণ প্রস্তাবনা ব্যবহার প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয়, দ্রুত অপসারণ প্রস্তাবনা ট্যাগটি ব্যবহারের পূর্বে এর ক্ষেত্রগুলো আগে দেখে নেয়ার পরামর্শ রইলো। আপনি মৈথিল ব্রাহ্মণ পাতাটি কাজ চলমান অবস্থায় সংক্ষিপ্ত নিবন্ধ বলে দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়েছেন। যা নিবন্ধ প্রণেতাকে কাজ করতে অনুৎসাহিত করতে পারে। --দেলোয়ার () • ১৭:৪৩, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@DelwarHossain: আপনাকে ধন্যবাদ জানানোর জন্য।Wikimanbd (আলাপ) ১৪:৪০, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগত বার্তা ও দ্রুত অপসারণ ট্যাগ যুক্ত প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, সম্প্রতি লক্ষ্য করলাম যে, আলাপ:সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝায় নিবন্ধে স্বাগত বার্তা ও দ্রুত অপসারণ ট্যাগ লাগিয়েছেন। এটি একটি অনিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক তৈরি নতুন নিবন্ধ। যেখানে আপনি দ্রুত অপসারণ ট্যাগের পাশাপাশি নিবন্ধের আলাপ পাতায় স্বাগত বার্তাও দিয়েছেন। উল্লেখ্য, স্বাগত বার্তা শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে দেওয়া যায় এবং অপসারণ ট্যাগ নিবন্ধে পাতায় যুক্ত করলে আলাদাভাবে আলাপ পাতায় যুক্ত করার প্রয়োজন নেই। এজন্য উইকিপিডিয়ায় নিবন্ধে ট্যাগ ব্যবহারের বিষয়ে সতর্ক ও আন্তরিক হওয়ার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:২৯, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon: প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি।সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝায় এই পাতাটিতে দ্রুত অপসারণ ট্যাগ লাগিয়ে যখন আমি ব্যবহারকারীর পাতায় দ্রুত অপসারণের কোড লাগানোর পর ওই ব্যবহারকারীর পাতায় প্রথমে স্বাগতম বার্তা এবং পরে অপসারণের ট্যাগ এর ফলাফল দেখা গেছে। কারণ ওই ব্যক্তির অপসারণের ট্যাগ আমি প্রথম লাগিয়েছিলাম এবং ওই ব্যক্তি আইপি ব্যবহারকারী ছিল। এইজন্য প্রথম লাগানোর কারণে স্বাগতম বার্তাসহ অপসারণের ফলাফল দেখা গেছে। আপনাকে ধন্যবাদ আমার আলাপ পাতায় বার্তা রাখার জন্য।Wikimanbd (আলাপ) ১৪:৩৯, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


@Wikimanbd: ভাই, আপনি কি বলছেন আমি কিছু বুঝি নাই? আপনাকে বলতেছি যে, নিবন্ধের আলাপ পাতায় স্বাগত বার্তা দিবেন না এবং ট্যাগ ব্যবহারে সতর্ক ও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৪৭, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon:হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি যে নিবন্ধটির আমার পাতায় দিয়েছেন সেটা তো নিবন্ধন যাচাই করার মত কোনো তথ্য ছিল না এজন্য দ্রুত অপসারণের ট্যাগ লাগিয়েছি আর আমি ট্যাগ লাগানোর ব্যাপারে সতর্ক থাকি সবসময়, যাতে কোনো ভুল না হয়।Wikimanbd (আলাপ) ১৪:৫০, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikimanbd: আপনি অপসারণ ট্যাগ লাগিয়েছেন সেটা আমার সমস্যা না। সমস্যাটা হচ্ছে আপনি নিবন্ধের আলাপ পাতায় স্বাগত বার্তা দিয়েছেন, যেটার ব্যাপারে সতর্ক হতে বলেছি। আর আপনি যেহেতু দ্রত অপসারণ ট্যাগ মূল নিবন্ধের পাতায় দিয়েছেন তাই আলাদাভাবে আলাপ পাতায় দ্রুত অপসারণ ট্যাগ লাগানোর প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৫৬, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পদনা পূর্বাবস্থায় নেওয়া প্রসঙ্গে[সম্পাদনা]

দয়া করে জানাবেন কি চিনুয়া আচেবে নিবন্ধে আমার সম্পাদনা কেন পূর্বাবস্থায় নিয়েছেন?~ইসমাইল (আলাপ) ০২:৪৫, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মাদ ইসমাইল: কারণ আপনি এই কথাটি (থিংস ফল অ্যাপার্ট উপন্যাসের জন্য ২০০৭ সালে বুকার পুরস্কার লাভ করেন চিনুয়া আচেবি) বাদ দিয়েছিলেন।Wikimanbd (আলাপ) ০২:৫১, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যদি সম্পাদনা সারাংশ পড়তেন তাহলে বুঝতে পারতেন কেন ঐ অংশটি বাদ দিয়েছিলাম। আসলে ২০০৭ সালে দ্য গ্যাদারিং বইয়ের জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন অ্যান রাইট। চিনুয়া আচেবে নন। এখানে দেখুন। ধন্যবাদ আর উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাই।~ইসমাইল (আলাপ) ০২:৫৯, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯


সুপ্রিয় Wikimanbd!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বুধবার ১৩:১৬, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


অপসারণ ট্যাগ[সম্পাদনা]

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৯ এডিটাথনের নিবন্ধগুলিতে অযথা অপসারণ ট্যাগ লাাগাবেন না। এমনিতে টুকটাক সম্পাদনা করলেই নিবন্ধগুলি ঠিক হযে যায়। ~মহীন (আলাপ) ০৯:৩৩, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Moheen: আচ্ছা ঠিক আছে মহিন ভাই।Wikimanbd (আলাপ) ০৯:৪৬, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি গ্লোবাল ওপেন অ্যাক্সেস ফোরাম নিবন্ধটি গৃহীত হয়েছে![সম্পাদনা]

সুপ্রিয় Wikimanbd!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি গ্লোবাল ওপেন অ্যাক্সেস ফোরাম নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad@wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), মঙ্গলবার ১৬:৪১, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি জাইরো নিবন্ধটি গৃহীত হয়েছে![সম্পাদনা]

সুপ্রিয় Wikimanbd!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি জাইরো নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad@wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), মঙ্গলবার ১৬:৪২, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Wikimanbd,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]