জনিখেল জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাক্তিয়া প্রদেশের জেলা

জনিখেল (পশতু: جاني خېل ولسوالۍ, ফার্সি: ولسوالی جانی‌خیل) আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের একটি জেলা।[১] জেলাটি খোস্ত প্রদেশের সীমান্তে অবস্থান করছে এবং বেশিরভাগই পশতুন সম্প্রদায়ের মধ্যে ওজির ও মঙ্গল বংশের অধিবাসীও রয়েছে।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

আফগানিস্তানের অন্যান্য জেলার পরিসংখ্যান অনুযায়ী এই জেলাটিতেও সঠিক জনসংখ্যার কোন হিসাব নেই। আফগানিস্তানের ইউএনএইচসিআর এবং সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস (সিএসও) সহ আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় (এমআরআরডি) এর আনুমানিক হিসাব অনুযায়ী ২০০৪ সালে জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৪০,৩৪০ জন এর মত। একই সূত্র অনুযায়ী জেলাটিতে মোট জনসংখ্যার ১০০% ই পশতুন সম্প্রদায়ের লোকজনের বসবাস।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Afghanistan Administrative Divisions" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ সেপ্টেম্বর ২০১০ তারিখে map, March 2007, Afghanistan Information Management Services (AIMS)