সুখ-রোদ জেলা

স্থানাঙ্ক: ৩৪°২৪′ উত্তর ৭০°২২′ পূর্ব / ৩৪.৪০০° উত্তর ৭০.৩৬৭° পূর্ব / 34.400; 70.367
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুখ-রোদ জেলা
Surkh Rod District
জেলা
সুরখ রদ জেলা নঙ্গারহার প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত।
সুরখ রদ জেলা নঙ্গারহার প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত।
দেশ আফগানিস্তান
প্রদেশনঙ্গারহার প্রদেশ
জেলা কেন্দ্রসুলতানপুর
জনসংখ্যা (২০০২)
 • মোট১,২৪,১৬১
সময় অঞ্চলD† (আফগানিস্তান মান সময়) (ইউটিসি+৪:৩০)

সুখ-রোদ (পশতু/ফার্সি: سرخ‌رود), এছাড়াও উচ্চারণ করা হয়ে থাকে সুর্খ-রুদ অথবা সর্খ-রুদ, আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশের উত্তরে অঞ্চলে অবস্থিত একটি জেলা। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে সুলতানপুর। জেলাটি মূলত উর্বর জমির কারণে স্থানীয়দের কাছে সুপরিচিত হয়ে উঠেছে, তবে বর্তমানে এখানে সুপেয় পানির যথেষ্ট অভাব রয়েছে।

শাসনকার্য[সম্পাদনা]

জেলা নেতৃত্ব[সম্পাদনা]

  • ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত, সুর্খ রদ জেলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন সাইদ আলী আকবর।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NATO"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]