ইশকাশিম জেলা
ইশকাশিম জেলা ولسوالی اشکاشکم | |
---|---|
স্থানাঙ্ক: ৩৬°৪৪′ উত্তর ৭১°৩১′ পূর্ব / ৩৬.৭৩৩° উত্তর ৭১.৫১৭° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | বাদাখশন প্রদেশ |
রাজধানী | ইশকাশিম |
উচ্চতা | ৮,৫০০ ফুট (২,৬০০ মিটার) |
জনসংখ্যা | |
• মোট | ১১,০০০ |
সময় অঞ্চল | +৪.৩০ |
• গ্রীষ্মকালীন (দিসস) | +৪.৩০ (ইউটিসি) |
ইশকাশিম জেলা পূর্ব আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ইশকাশিম হচ্ছে জেলাটির রাজধানী শহর, (এছাড়াও: আশকাশিম, আশকাশেম নামেও পরিচিত; পশতু: اشکاشم)। এই অঞ্চলের মানুষদের তাজিক বলা হয়ে থাকে এবং তাদের মধ্যে থেকে কিছু মানুষ ইশকাশিমী ভাষায়ও কথা বলে থাকে। জেলাটিতে মোট জনসংখ্যা আনুমানিক ১১,০০০ জনের মত রয়েছে।
ইশকাসিম জেলা আফগানিস্তান ও তাজিকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত, যেখানে একই ইশকশিম নামের একটি জনবসতি রয়েছে।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
আফগানিস্তানের বাদাখশন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |