কালান্দার জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কালান্দার জেলা (পশতু: قلندر ولسوالۍ, ফার্সি: ولسوالی قلندر) আফগানিস্তানের খোস্ত প্রদেশের পশ্চিম অংশে অবস্থিত একটি জেলা। পশ্চিমে পাক্তিয়া প্রদেশের সীমানা, উত্তর ও পূর্বের মুসা খেলা জেলা এবং দক্ষিণে নাদির শাহ কোট জেলা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৬,৩০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে খোস্ত মেলা।[১] যেটি ৩৩°৩০′৫৪″ উত্তর ৬৯°৪০′৪০″ পূর্ব / ৩৩.৫১৫০° উত্তর ৬৯.৬৭৭৮° পূর্ব / 33.5150; 69.6778 দ্রাঘিমাংশে অবস্থান করছে।

বহিঃসযোগ[সম্পাদনা]