নাদির শাহ কোট জেলা
অবয়ব
নাদির শাহ কোট জেলা (পশতু: نادر شاه کوټ ولسوالۍ, ফার্সি: ولسوالی نادرشاه کوت) আফগানিস্তানের খোস্ত প্রদেশের পশ্চিম অংশে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে পাক্তিয়া প্রদেশ ও শামল জেলা, উত্তরে কালান্দার জেলা, উত্তর-পূর্বাঞ্চলে মুসা খেল জেলা, পূর্বে খোস্ত জেলা, দক্ষিণপূর্বে মান্দোজায়ি জেলা এবং দক্ষিণে তানি ও সেপারা জেলার সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২৮,৩০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে নাদির শাহ কোট নামক গ্রাম ৩৩°১৮′৪০″ উত্তর ৬৯°৪১′৩৬″ পূর্ব / ৩৩.৩১১১° উত্তর ৬৯.৬৯৩৩° পূর্ব যেটি খোস্তের প্রধান রাস্তা থেকে ১৩৮৬ মিটার উচ্চতায় অবস্থিত।

বহিঃসংযোগ
[সম্পাদনা]- AIMS District Map[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ](N.B. The Nadir Shah Kot village is very close to the village of Kapray)
![]() |
আফগানিস্তান এর খোস্ত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |