কোহি সাফী জেলা
কোহি সাফী Kohi Safi کوه صافی | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে জেলাটির অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°৪৭′৪৩″ উত্তর ৬৯°৩১′৩৪″ পূর্ব / ৩৪.৭৯৫৩° উত্তর ৬৯.৫২৬১° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | পারওয়ান প্রদেশ |
জনসংখ্যা | |
• ধর্ম | ইসলাম |
সময় অঞ্চল | + ৪:৩০ |
কোহি সাফী জেলা (দারি: ولسوالی کوه صافی) আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত একটি প্রধান ঐতিহাসিক জেলা।[১] কোহি সাফী জেলা এমন একক জেলা হিসেবে পরিচিত যেখানে প্রায় সকল অঞ্চলীয় সাফী উপজাতি জনসংখ্যার বসতি রয়েছে। যদিও ১৯৩০ সালে কোহার সাফী শাসনামলের পরবর্তী সময়ে পারভানের দ্বিতীয় জনবহুল জেলার মধ্যে অন্যতম বলে মনে করা হয়েছিল, কিন্তু ১৯৩০-১৯৪০ এর দশকে রাজ্যশাসিত অঞ্চলের নিরাপত্তার কারণে এলাকার স্থানান্তরের জন্য সরকারের চাপের কারণে এই অঞ্চলটি অবরুদ্ধ করা হয়েছিল।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Institute for War and Peace Reporting | Giving Voice, Driving Change"। Iwpr.net। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০২।