চাউকে জেলা
অবয়ব

চাউকে জেলা আফগানিস্তানের কুনার প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত একটি জেলা।২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩১,৬০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় অঞ্চলের নাম হচ্ছে চাউকে গ্রাম (৩৪°৪১′৪৬″ উত্তর ৭০°৫৫′২৯″ পূর্ব / ৩৪.৬৯৬১° উত্তর ৭০.৯২৪৭° পূর্ব)যেটি উপত্যকা থেকে ৭২৬ মিটার উচ্চতায় কুনার নদীতে পাশাপাশি অবস্থান করছে। যুদ্ধকালীন সময়ে জেলাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রায় ৮০% ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
![]() |
আফগানিস্তানের কুনার প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |