চর দারা জেলা

স্থানাঙ্ক: ৩৬°৪১′৩৬″ উত্তর ৬৮°৪৮′০৫″ পূর্ব / ৩৬.৬৯৩৩° উত্তর ৬৮.৮০১৪° পূর্ব / 36.6933; 68.8014
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর দারা জেলা
Char Dara District

ولسوالی چاردره
জেলা
চর দারা জেলা Char Dara District আফগানিস্তান-এ অবস্থিত
চর দারা জেলা Char Dara District
চর দারা জেলা
Char Dara District
আফগানিস্তানে জেলাটির অবস্থান
স্থানাঙ্ক: ৩৬°৪১′৩৬″ উত্তর ৬৮°৪৮′০৫″ পূর্ব / ৩৬.৬৯৩৩° উত্তর ৬৮.৮০১৪° পূর্ব / 36.6933; 68.8014
দেশ আফগানিস্তান
প্রদেশকুন্দুজ প্রদেশ
সময় অঞ্চলআফগানিস্তান স্ট্যান্ডার্ড টাইম (ইউটিসি+৪:৩০)

চরদারা জেলা (ولسوالی چاردره; এছাড়াও পরিচিতি চাহার দারা, চাহার দারেহ অথবা চর দারেহ নামে) উত্তর আফগানিস্তানের কুন্দজ প্রদেশের সাতটি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণ-পশ্চিমে কুন্দুজ প্রদেশ এবং উত্তর-পশ্চিমের কালে-ই-জাল জেলা, উত্তর-পূর্বের কুন্দুজ জেলা, দক্ষিণ-পূর্ব আলী আবাদ জেলা, বাগলান প্রদেশ দক্ষিণে অবস্থিত এবং দক্ষিণ পশ্চিমে সামানগান প্রদেশ সীমানা ঘিরে রেখেছে।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০০৬ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৬৫,১০০ জন, যার মধ্যে কুন্দুজ প্রদেশের প্রায় ৮% জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। এখানে জাতিগত সম্প্রদায় বলতে ৫৫% পশতু, ২৫% তাজিক, ১২% উজবেক এবং ৮% তুকিমান সম্প্রদায়ের লোক রয়েছে। এখানকার জনসংখ্যার প্রায় অধিকাংশই জেলা বা জেলাগুলিতে উত্তর-পশ্চিম অঞ্চলে বসবাস করে থাকে। এছাড়াও কুন্দুজ নদীর সাউথ-ওয়েস্ট ব্যাংক তীর বরাবর অবস্থান করছে। এখানকার জমি চাষাবাদযোগ্য এবং চরদারা জেলার প্রায় ১৫% এলাকা দখল করে আছে কৃষিক্ষেত্রে। দক্ষিণ-পশ্চিমে জেলার বাকি জমি মরুভূমি লক্ষ্য করা যায় যেখানে বেশিরভাগ বসতবাড়ি রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Afghanistan's wild-wild North"। The Long War Journal। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]