মারদিয়ান জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মারদিয়ান জেলা আফগানিস্তানের জওজান প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের পূর্ব অংশে অবস্থিত একটি জেলা। Iভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে মিনজাজিক জেলা, উত্তরে কার্কিন জেলা, পূর্বে বাল্‌খ প্রদেশ ও ফয়জাবাদ জেলা এবং দক্ষিণে আকছা জেলা সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৪,২০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে মার্দিয়ান নামক গ্রাম, যেটি জেলার কেন্দ্রীয় অংশ অবস্থিত।

বহিঃসংযোগ[সম্পাদনা]