বাক জেলা
অবয়ব
বাক জেলা (পশতু: باک ولسوالۍ, ফার্সি: ولسوالی باک) আফগানিস্তানের খোস্ত প্রদেশের উত্তর অংশে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা পশ্চিমে সাবারি জেলা, পাক্তিয়া প্রদেশ ও জাজি মাইদান জেলা, পূর্বে পাকিস্তান এবং দক্ষিণে তেরে জায়ি জেলা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৯,৬০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে বাকের নামক গ্রাম, যেটি দক্ষিণাঞ্চলের তেরে জায়ি এর জেলা সীমান্তের কাছে অবস্থান করছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- AIMS District Map ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জুন ২০১১ তারিখে
আফগানিস্তান এর খোস্ত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |