জায়ান্দ জেলা
জায়ান্দ জেলা Jawand قلعه نو | |
---|---|
বাদঘিজ প্রদেশের জায়ান্দ জেলার অবস্থান | |
জেলা | বাদঘিজ |
সরকার | |
• ধরন | জেলা পরিষদ |
আয়তন | |
• মোট | ৭,১৪৬ বর্গকিমি (২,৭৫৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• আনুমানিক () | ১,৮৬,০০০ |
জাওয়ান্দ জেলা আফগানিস্তান এর দক্ষিণপূর্বে অবস্থিত বাদগিস প্রদেশের বৃহত্তম জেলা। এখানকার জনসংখ্যা আনুমানিক ১৮৬,০০০, যদিও ১৯৯০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) হিসাবে জনসংখ্যা প্রায় ৪৬,৪০৩
ছিল। জেলাটির রাজধানী জাওয়ান্দ শহর।
জাওয়ান্দ জেলায় প্রায় ৩৮০ টির মতো গ্রাম রয়েছে, যেখানে অধিকাংশ অধিবাসী বিভিন্ন রোগে আক্রান্ত এবং দারিদ্র সীমার নিচে বসবাস করে। এছাড়াও সেখানে কোনও পাকা রাস্তা, কোনও ডাক্তার বা চিকিৎসা ক্লিনিক সেবা এবং কোনও বিদ্যালয়ের সুবিধা নেই।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
স্থানাঙ্ক: ৩৫°০৩′৩৪″ উত্তর ৬৪°০৯′০৩″ পূর্ব / ৩৫.০৫৯৪৪° উত্তর ৬৪.১৫০৮৩° পূর্ব
আফগানিস্তানের বাদঘিজ প্রদেশ এর ভৌগলিক অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |